কবিতা ভাল হয়েছে।
তবে সত্য বলতে এ হতাশা প্রায় প্রতিটি দেশেই আছে।আর এর কারন এই আমরাই। আমরা এ দেশটাকে দিয়েছি কি যে দেশটা আমাদের দিবে?
তবে কখনো কখনো কেউ না কেউ অধিকার আদায়ে প্রতিবাদমুখর হয়ে উঠে উঠতে হবে তবেই না দেশ হতে মন্দকে দূরে ঠেলে ভালকে পাব।
দেশকে না, দেশের মানুষের জন্য আমরা অনেক দেই। চাকরি পেতে ঘুষ, টেন্ডারের কাজ পেতে ঘুষ, দুনম্বরি কাজের জন্য ঘুষ। সৎ থেকে এদেশকে কিছু মূল্যবান উপদেশ ছাড়া আর কি ই বা দেয়ার আছে। ন্যায্য কথা বললেই হয়রানি হতে হবে। ক্ষতি হয় সৎ মানুষদেরই।
১৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভালি বলেক্সহেন দেশটা নিয়ে আমার আর ভাবনা আসেনা। কেন জানি মনে ঠাই নাই। আওন্তরে শুকিয়ে গেছে………
ফজলে রাব্বী সোয়েব
এদেশের খাই, পড়ি তাই ভাবনাটা চলে আসে।
মোঃ মজিবর রহমান
হুম! আমাদেত এখন চোরের সাথে বসবাস আর কি করা ভাই
নীরা সাদীয়া
দেশ নিয়ে আমাদের সবার মনেই এরকম উদ্বেগ, উৎকন্ঠা রয়েছে। এটাই দেশপ্রেম। ভালো লিখেছেন আপনি।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। তারপরপ কেন জানি আশার আলো কোথা থেকে আসে আবার ফুড়ুৎ করে চলেও যায়।
নিতাই বাবু
এমনই তো দেখাতে পাচ্ছি। জনপ্রিয়তা এখন দস্যুদের।
ফজলে রাব্বী সোয়েব
দেশ যখন দস্যু ভরা থাকে তখন সব কিছুতেই কেমন যেন নিজেকে অসহায় লাগে।
মনির হোসেন মমি
কবিতা ভাল হয়েছে।
তবে সত্য বলতে এ হতাশা প্রায় প্রতিটি দেশেই আছে।আর এর কারন এই আমরাই। আমরা এ দেশটাকে দিয়েছি কি যে দেশটা আমাদের দিবে?
তবে কখনো কখনো কেউ না কেউ অধিকার আদায়ে প্রতিবাদমুখর হয়ে উঠে উঠতে হবে তবেই না দেশ হতে মন্দকে দূরে ঠেলে ভালকে পাব।
ফজলে রাব্বী সোয়েব
দেশকে না, দেশের মানুষের জন্য আমরা অনেক দেই। চাকরি পেতে ঘুষ, টেন্ডারের কাজ পেতে ঘুষ, দুনম্বরি কাজের জন্য ঘুষ। সৎ থেকে এদেশকে কিছু মূল্যবান উপদেশ ছাড়া আর কি ই বা দেয়ার আছে। ন্যায্য কথা বললেই হয়রানি হতে হবে। ক্ষতি হয় সৎ মানুষদেরই।
মনির হোসেন মমি
রাইট ভাইয়া। বাস্তবতার সাথে যাদের বেশী সাক্ষাৎ কেবল তারাই বুঝতে পারে এই আমরা কতটা অধপতনের দিকে যাচ্ছি।ধন্যবাদ।
আরজু মুক্তা
দেশ বাঁচে ভালোবাসায়। সবাই ভালো কাজ করুক।
চাটিগাঁ থেকে বাহার
আমরা আজ পরিণত হয়েছি রবোটে!
তাই রক্ত মাংসের অনুভূতি আমাদের হয়ে গেছে ভোঁতা!
সুন্দর লিখেছেন।
জিসান শা ইকরাম
দস্যুদের দেশ এটি, এই দেশ আমার কল্পনার, আশার দেশ নয়।
ভালো লেগেছে।
আর একটু নিয়মিত হওয়া যায় না?
নিয়মিত চাই।
শুভ কামনা।
ফজলে রাব্বী সোয়েব
কাজের চাপে নিয়মিত হতে পারছি না। চেষ্টা করছি। পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ