
দিয়েছ খুলে দ্বার
জন্মদিনে তোমার।
মন খুলে তোমারি আকাশে
বিচরন করেছে জনে জনে।
সৃষ্টি কর্তার অসীম দয়ায়
শব্দ বুননে বরণীয় স্মরনীয়।
সোনেলায় ওড়ে মনের পাংখা খুলে
ভাব,রস, দেহতত্ত্বে , সৃষ্টি সুখানন্দে।
সোনেলা আলো জ্বলুক দিগ্বিদিক
সোনেলায় গা ভাসিয়ে চলুক দিগ্বিদিক
সোনেলা হোক সব লেখকের মিলনের দিক।
মোবাইলে আমি লিখতে পারিনা। খুব খুব কস্টে লিখেছি। তাছাড়া আমি লেখকও না। সোনেলার প্রতি ভালবাসা রইল। ভুল ক্ষমা করবেন সবাই।
২৩টি মন্তব্য
ইঞ্জা
সুন্দর শুভেচ্ছা, ভালোবাসা জানবেন ভাই। 😊
মোঃ মজিবর রহমান
পরম ভালবাসক ও ভাললাগা সোনেলা। আপনাকেও শুভেচ্ছা।
ইঞ্জা
লাভ ইউ 😍
মোঃ মজিবর রহমান
💟❤💚
শিপু ভাই
অনুভূতিকে স্বাগতম
মোবাইলে বাংলা লেখা খুব সহজ।
পারবেন আশা করি।
শুভকামনা
মোঃ মজিবর রহমান
জন্মতিথিতে আপনাকে পেয়ে ভাল লাগ্ল।
তৌহিদ
সোনেলার জন্মদিনের শুভেচ্ছা রইলো ভাইজান।
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি রইল সনেলা শুভেছা।
সাবিনা ইয়াসমিন
শুভ জন্মদিন সোনেলা ❤❤
শুভেচ্ছা শুভ কামনা সবাইকে 🌺🌺🌺🌺🌺
মোঃ মজিবর রহমান
সোনেলার শুভেচ্ছা রইল
মনির হোসেন মমি
দারুন লেখা। শুভেচ্ছা অনবরত।
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা মনির ভাই
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক শুভেচ্ছা এমন দিনে।
মোঃ মজিবর রহমান
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাই
নিতাই বাবু
বাহ্ দারুণ লিখেছেন তো! সত্যি অপূর্ব!
মোঃ মজিবর রহমান
ভাল লাগল জেনে খুশি হলাম প্রিয়।
হৃদয়ের কথা
আজকের এই দিনে শুভেচ্ছা আপনাকে ভাইয়া।
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি রইল শুভেচ্ছা ❤🇧🇩💙🇧🇩
জিসান শা ইকরাম
মজিবর ভাই, রিদমিক দিয়ে লেখুন,
যুক্তাক্ষর কিভাবে লিখতে হয়ে তা একটু শিখুন। খুবই সহজ। একবার চেষ্টা করলেই পারবেন।
সোনেলার জন্মদিনে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা আপনাকে।
মোঃ মজিবর রহমান
রিদ মিকেই লিখি ভাইয়া।
মোঃ মজিবর রহমান
নতুন চাকরি জইন্ট করেছি। সময় খুব কম। রাত্রে শুধু সোনেলায় বাসায় ফোনে কথা হই। ভাই আমি কম্পিউটারে অপভ্র দিয়ে এখানেই তাই।
চেস্টা করব ইনশাল্লাহ।
আপনাকে সোনেলার সোনালী দিনের শুভেচ্ছা।
আরজু মুক্তা
অনেক শুভেচ্ছা ভাই।
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা রইল আপু