ভীরুর গর্জন

মানিক পাগলা ৭ অক্টোবর ২০১৩, সোমবার, ১১:৩০:০৩অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

যেথা আজন্ম ভীরুতায়
দেখেছিলাম পৃথিবীর কাঁপন,
ভাঙ্গা চালের নিচে শুয়ে
দেখেছিলাম চাঁদের স্বপন।

ভীরুর কাঁপন গর্জে ওঠেছে
আজ ভাঙ্গা স্বপ্ন লয়ে,
ভাঙ্গা তরবারি সম্বল তবু
এগিয়েছি নির্ভয়ে।

শেষ প্রান্ত থেকে ছুঁয়ে এসেছি
ভীরুতার পরিনাম,
ভাঙ্গা তরবারি লয়ে যুদ্ধে নেমেছি
খুজে পেতে জীবনের দাম।

৫৪৬জন ৫৪৬জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ