শেষ

রাফি আরাফাত ১ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ০৪:০৫:৫৯অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

কখনো কি এসেছিলাম তোমার ভাবনায়?

না আসারই কথা,কেন বা আসবো!

সব তো শেষ হয়েছে অনেক আগেই
এখন তো অতীতও অতীত হয়ে গেছে।

আচ্ছা আসলেই কি সব শেষ হয়ে গেছে?
তুমি কি আর রাত জাগো না?
রাত হলে কি তুমি ঘুমিয়ে পরো?
জোছনা কি এখন ভালো লাগে না তোমার?

সম্পর্কটা শেষ করে কি ভালো আছি আমরা?
নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি?
তোমার ঐ হাসিটা আজও মনে পরে আমার
অবেলায় সে হাসি দর্শনে মন ব্যাকুল হয়ে উঠেছে।

আচ্ছা আমি আজ এতো অস্থির হয়ে উঠেছি কেন?
তুমিও কি এভাবে ভাবছো আমাকে?
অবসন্নতাগুলো আজ খুব জালাচ্ছে আমাকে
হঠাৎ তোমার উপস্থিতি অনুভবে!

তুমি কি আসবে, কল্পনায় নাকি বাস্তবে?
আচ্ছা এসে কি চমকে দিবে আমাকে?
সে প্রহরের অপেক্ষায় আজ আমি শিহরিত
তাহলে কেন সেদিন সব শেষ করেছিলাম?

খুব রাগ হচ্ছে নিজের প্রতি আজ
অতীত কল্পনা যেন শ্রেষ্ঠ সুখ হয়ে উঠেছে
তাহলে দেরি করছি কেন আমি
বলে দেই তাকে, “এখনো ভালবাসি তোমাকে!”

১০৭২জন ৯৬৪জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ