মানুষ আনন্দ ভুলে যাই, কিন্তু কষ্টগুলো কখনোই ভুলে না!
আমরা না হয় কষ্ট হয়ে একে অন্যের মনে থেকে যাবো! প্লিজ অন্য কাউকে আমাদের এই কষ্টের ভাগ দিও না, ওদের আনন্দ নিয়েই থাকতে দেও।
তোমার সদ্য ফোটা লাল টকটকে গোলাপ ফুল খুব পছন্দ, সেটা কিন্তু পর দিনই মরে যাই। আর মৃত গোলাপ অমলীন! পুরানো পাতার ভাঁজে এক টুকরো হৃদয়ের মত থেকে যাই..!
আমি তোমার টকটকে লাল গোলাপ হতে পারলাম না!
কিন্তু আমায় শুকনো গোলাপ ফুলের মতই গুছিয়ে রেখো প্লিজ!
তোমার মনে অথবা আনমনে।
১৭টি মন্তব্য
রেহানা বীথি
কষ্ট নিজেরই থাক।
ভালো লাগলো।
অপু রায়হান
সমস্ত কষ্ট গুলো ভুলে ভালো থাকবেন
প্রদীপ চক্রবর্তী
ভালো লাগলো।
আমার কষ্ট এক প্রকার ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ।
যা মানুষকে সামনের দিকে আগাতে সাহায্য করে।
অপু রায়হান
যেমন??
নাজমুল হুদা
তবুও থাকুক দুজন !! সুখ কষ্টের মেলবন্ধনে।
অপু রায়হান
আমরা না হয় কষ্ট হয়ে একে অন্যের মনে থেকে যাবো!
জিসান শা ইকরাম
কষ্ট অনেক দিন বেঁচে থাকে আনন্দের তুলনায়।
তবে শুঁকনো গোলাপ হয়ে লাভ নেই,
এর মূল্য আজকাল পাওয়া যাবে না।
শুভ কামনা।
অপু রায়হান
জ্বী ধন্যবাদ দাদা তবে তাজা গোলাপ হতে পারলাম কই আর?
শিরিন হক
কষ্টের কথা কাউকে না বলাই ভালো। তবে কাউকে কষ্ট দেয়া ও ঠিক নয়।সবার সুখ ই নিজের সুখ হোক।
ভালো লিখেছেন।
অপু রায়হান
খুব নিশিতে কষ্ট হলে,
তুমি বন্ধু চাঁদের কোলে মাথা রেখো…..!
তবু যদি কষ্ট থাকো,
তুমি বন্ধু তাঁরার চোখে চোখ রেখো…..!
কষ্ট রেখো না বন্ধু তুমি বুকের মাঝে
কষ্ট রেখো না বন্ধু তুমি চোখের মাঝে
কষ্ট গুলো পাঠিয়ে দিও
বন্ধু আমার কাছে !!!
শাহরিন
সুখ ভাগ করলে বাড়ে আর কষ্ট ভাগ করলে কমে।
অপু রায়হান
দুঃখ গুলো ভাগভাগি করার মত কাউরে পেলাম নাহ,
সবাই সুখ গুলো নিতে ব্যস্ত
শাহরিন
আসবে, মহাসমারোহে একদিন চলে আসবে। সেদিন কষ্ট গুলো মনেই থাকবে না।
রাফি আরাফাত
সুখ আর কষ্টের হিসাব বলেও লাভ নেই। কেউ বুজবে না, আর বুজলেও অনুভব করবে না।।নিজের কাছেই থাক। ধন্যবাদ ভাই
অপু রায়হান
সত্যিই কি ভাই কেউ বুঝবে না??
সাবিনা ইয়াসমিন
বাহ দারুন বললেতো ! এভাবে কখনো ভেবে দেখিনি। আজকের তাঁজা ফুল কাল মূর্ছিত হবেই, কিন্তু শুকনো ফুল নষ্ট হয়ে যাবেনা। প্রকৃত ভালোবাসা এমনই হয়। মনে-আনমনে থাকার আকুলতা ভালোবাসাকে কখনো মরতে দেয়না।
সুন্দর উপলব্ধি। শুভ কামনা। 🌹🌹
অপু রায়হান
নিজুম সাজেতে কষ্ট হলে,
তুমি আমায় বরং ভুলে যেও…
কষ্ট রেখো না তুমি বুকের মাঝে
কষ্ট রেখো না তুমি চোখের মাঝে
কষ্ট গুলো পাঠিয়ে দিও
তুমি আমার কাছে !!!