মানুষ আনন্দ ভুলে যাই, কিন্তু কষ্টগুলো কখনোই ভুলে না!

আমরা না হয় কষ্ট হয়ে একে অন্যের মনে থেকে যাবো! প্লিজ অন্য কাউকে আমাদের এই কষ্টের ভাগ দিও না, ওদের আনন্দ নিয়েই থাকতে দেও।

তোমার সদ্য ফোটা লাল টকটকে গোলাপ ফুল খুব পছন্দ, সেটা কিন্তু পর দিনই মরে যাই। আর মৃত গোলাপ অমলীন! পুরানো পাতার ভাঁজে এক টুকরো হৃদয়ের মত থেকে যাই..!

আমি তোমার টকটকে লাল গোলাপ হতে পারলাম না!
কিন্তু আমায় শুকনো গোলাপ ফুলের মতই গুছিয়ে রেখো প্লিজ!
তোমার মনে অথবা আনমনে।

১৮৯৮জন ১৭৪৭জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ