আমরা এমন ই একটা আবেগ প্রবন জাতি আর আপনি সেই জাতির একজন নেতা! আপনি আজ শুয়ে আছেন অথচ আমরা নির্লিপ্ত।

আমি আপনার মাগফেরাত কামনা করি, মন থেকে করি দল থেকে না মানুষ হিসাবে করি।

যেখানে কারো মুখে মৃত্যুর কথা শুনলে আমরা মুখ চেপে ধরি, অভিমানে জড়িয়ে ধরে বলি আর কখনো যেন এমন কথা না শুনি, যেখানে বিদায় নিতে আমরা ‘যাই’ বলতে দেইনা বলি ‘আসি’ সেখানে আপনি একজন নেতা হয়ে মৃত্যুর কফিনে শুয়ে আছেন আর মানুষ আপনার মৃত্যু নিয়ে ঠাট্টা করছে!

এদেশের নেতাদের জনপ্রিয়তা তাদের কূলখানি আর রাজপথে। যদি হাত তুলে দোয়া করার মত কেউ না থাকে আমি ঘৃনা করি এমন রাজনীতি!!

১০৩৭জন ৯২৬জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ