কাজল লাগানো চোখ… রেশমি চুঁড়ি হাতে.. কালো একটা ছোট্ট টিপ কপালে…
লাল গোলাপি মিক্সড লিপিস্টিক ঠোঁটে…
এলোমেলো খোলা চুলে –
নবরূপে সেঁজে থেকো প্রতিদিনই আমার জন্য…
আমি তোমাকে প্রতিদিনই দেখতে চাই –
নতুনত্ব রুপে.. মুগ্ধ নয়নে…
দিতে চাই – আমার দেহ মন প্রানের সবটুকু ভালবাসা তোমাকে…

প্রতিদিনই দুষ্টুমির ছলে –
ছোট্ট করে চুমু এঁকে দিতে চাই ,, তোমার মিষ্টি কোমল ওই ঠোঁটে
সারাজীবনের জন্য রাখতে চাই তোমাকে আপন করে আমার কাছে……কারণ…. বড্ড বেশী ভালবেসে ফেলেছি তোমাকে!

১২১৯জন ১০৫৬জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ