
তুমি ভালো কিছু করো।
তুমি ভালো কিছু করো
জীবন সুন্দর এবং মধুময় হবে!
তুমি সত্য কে সম্মান করো
জীবনে কোনও কলঙ্ক থকবে না!
তুমি সৎ এবং নিষ্ঠাবান হও
জীবনে কখনো হারবেনা!
তুমি মানুষ মানুষের হয়ে বাচতে শিখো
জীবনে কখনো দুঃখ আসবেনা!
তুমি সুবিচারে মগ্ন হও –
কখনো বিচর বঞ্চিত হবে না!
তুমি ভালো কিছু করো
সারাজীবন বেচে থাকবে সবার হৃদয়ে!
তুমি এমন কিছু করো না
যেনো কারো অমঙ্গল হয়!
তুমি তো খুব ভালো
মানুষ মনুষ্যত্ব বোধ তোমারও আছে!
তুমি তো জ্ঞান বিজ্ঞান, সুস্হির একজন মানুষ
মানুষের কল্যাণে কাজ করো!
তুমি এমন কিছু করো
জীবনের প্রতিটা পড়ায় আনন্দ যোগাবে!
তুমি সমাজ চিন্তক -পর উপকারী
ভালো মানুষের মধ্যে তুমিও একজন!
শিক্ষা থাকলেই শিক্ষিত হওয়া যায় না!
জানি শিক্ষা জীবনের আলো
উজ্জ্বল ভবিষ্যতের যুগান্তকারী মঞ্চও!
তুমি সুশিক্ষা শিক্ষিত হও
বিশ্ব জয়ী মানব হবে!
তুমি সফল তোমার সব গুলো কাজে
ভালো মন্তব্যের অধিকারী-
তোমার কোনও তুলনা হয়না!
২০টি মন্তব্য
শাহরিন
চিরন্তন সত্যি বচন। অনেক সুন্দর উপস্থাপন ।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ আপু অনেক অনেক শুভেচ্ছা রইলো।
জিসান শা ইকরাম
উপদেশ মুলক লেখা,
ভাল হয়েছে।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যযোগ্য হলাম ভাইয়া,
অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইলো অবিরাম,
বিকাল বেলার শুভেচ্ছা ও ভালো লাগা রইলো।
মনির হোসেন মমি
তুমি তো জ্ঞান বিজ্ঞান, সুস্হির একজন মানুষ
মানুষের কল্যাণে কাজ করো!
এমনটিই মানুষের কাম্য হওয়া ঊচিত।আপনার অনেক লেখার মাঝে এ লেকাটা নাম্বার ওয়ান।
সঞ্জয় মালাকার
আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা দাদা
অনেক অনেক শুভেচ্ছা ও ভালো লাগা রইলো।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ছোট ছোট কথা কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে তা মূল্যবান।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ হেলাল ভাই
আপনার প্রতি ভালো লাগা ও শ্রদ্ধা ভালোবাসা রইলো।
প্রদীপ চক্রবর্তী
দারুণ উপস্থাপন দাদা
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা ,
শুভেচ্ছা ও ভালো লাগা রইলো।
বন্যা লিপি
উপদেশ এবং জ্ঞান মুলক লেখা।
চিরন্তন বানীর মতো। এরকম বানী এখন সবার সকার বিকাল রাত্রি তিনবেলা ঔষধ গেলার মতো “প্রতিদিন সেব্য” মনে করে পাঠ করা উচিত। নইলে মানুষ কই মানুষ হবার মতো?
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি,
হয়তো উপদেশ হতে পারে –
কিন্তু ঔষধ গিলেখাবার মতো না.!
অনেক অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালো লাগা রইলো।
শুভ কামনা দিদি।
সাবিনা ইয়াসমিন
বাহ! প্রতিটি লাইনই সত্য সুন্দর। কথাগুলো মেনে চললে জীবন স্বর্গীয় সুখে ভরে উঠবে। আপনার সুন্দর মন আর ভাবনার পরিচয় পেয়ে খুব ভালো লাগলো দাদা। মনের সুন্দরতা আর পবিত্রতা নিয়ে ভালো থাকুন সব সময়। শুভ কামনা অবিরত 🌹🌹
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ আপু,
অনেক অনেক শুভেচ্ছা ও ভালো লাগা রইলো,
আপনিও ভালো থাকুন সব সময়, নিরন্তর কামনা।
তৌহিদ
প্রতিটি লাইনই সুন্দর কিন্তু দাদা। চমৎকার লিখনি।
সঞ্জয় মালাকার
ধন্যযোগ্য হলাম দাদা,
অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।
আরজু মুক্তা
বাণী চিরন্তনী
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু, ভালো লাগা রইলো।
শিরিন হক
আমরা মায়েরা বাচ্চাদের প্রতিনিয়ত কথা গুলো বলতে থাকি। কবিতার ভাষায় প্রকাশ করে দারুন লিখেছেন। একথা সবার চর্চা করা উচিত।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি ,
অনেক অনেক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা ভালোবাসা
ভাল থাকুন সব সময় শুভ কামনা।