তোমার তরে আমার কোনো অপেক্ষা নেই
আছে সীমাহীন প্রতিক্ষা!!
কোনো দিন পথের শেষ হবে না , জেনেও
তোমার খোঁজে আমার পথ চলা ।
তুমি তো আমার প্রেমিক নও
প্রয়োজন বা অভ্যাস নও
বন্ধুত্ব হওয়ার মতো অন্তরঙ্গ আমরা নই
শত্রু বা দুশমন নই।
অথচ
সুখে , কষ্টে যাবতীয় অনুভবে
তুমি থাকো আপন হয়ে !!
আমি তোমাতে হারিয়ে যাই…
নিজেকে আমি কত যে বোঝাই….
কত যে চুড়মার করি অনুভবের হীরক খন্ড!!!
সব শেষে, তোমাতেই নিমজ্জিত!
তোমার তরে নেই কোনো
অভিমান
অনুযোগ
প্রতিক্ষা
অপেক্ষা
অধিকারের কোনো লেশ নেই তোমায় ছুয়ে…
কি এক অদৃশ্য বলয় জুড়ে রাখে আমায়!!
কি এক নিষিদ্ধ মোহে বেঁধেছ আমায়!!
আমি ডুবে যাই
আমার কন্ঠ রুধে যায়
আত্মঅহংকার ভেঙ্গে বিবর্ন হয়ে যাই।
১৭টি মন্তব্য
মনির হোসেন মমি
চমৎকার লেখা দিয়ে সম্ভবত সোনেলায় অভিষেক ঘটালেন।স্বাগতম আপনাকে এই নির্মল সোনেলা পরিবারে।লেখায় আসি,,,এমন একটি লেখা দিলেন যেখানে সম্পর্কের বাহিরেও কিছু ভাললাগা কিছু পাওয়া থাকে যা মনকে কেবলি অবাক করে।তবুও ভাল মানুষগুলো ভাল থাকুকএটাইতো চাওয়া। খুব ভাল লাগল।লিখতে বা পোষ্ট করতে কোন রকম সমস্যা হলে আমরা আছি নির্ধিদায় জানাতে পারেন।
শুভ ব্লগিং।🌺🌼🌹
ছাইরাছ হেলাল
উনি কিন্তু এর আগেই পাঁচটি লেখা দিয়ে ফেলেছেন,
লক্ষ্য করেন-নি হয়ত।
মনির হোসেন মমি
এখন সমস্যা হচ্ছে মোবাইলে থাকি বেশীর ভাগ সময়।তাই বুঝতে সমস্যা হয়।যাক তাহলে মন্তব্যও হয়তো করেছি নামটা হয়তো খেয়াল ছিলো না।তাছাড়া লেখাটা এতো ভাল লাগল যে প্রশংসা না করে পারলাম না।
রোবায়দা নাসরীন
আন্তরিক ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা। সমস্যায় পড়লে জ্বালাতেই হবে ।বিরক্ত হবেন তখন।
রাফি আরাফাত
স্বাগতম আপনাকে। প্রথম লেখা পড়লাম আপনার। বেশ ভালো লাগছে। লেখার হাত ভালো আপনার। নিয়মিত লিখতে থাকুন। ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
একটু দেখে বলতে হবে!!
এটি প্রথম না।
ছাইরাছ হেলাল
হিশেব বিহীন অথচ ভীষণ পিছু-ডাকা প্রয়োজনীয় কিছু সম্পর্ক থেকেই যায়।
জানা বা অজানাতে।
সুন্দর লেখেন আপনি।
রাফি আরাফাত
ইইইইই আল্লাহ আমি কাকে কি বলছি। সরি ভাই। আমি একজনের মন্তব্য আপনাকে দিয়েছি। আন্তরিক ভাবে দুঃখিত ভাই৷
রোবায়দা নাসরীন
আন্তরিক ধন্যবাদ । অনুপ্রেরন পেলাম।
সাবিনা ইয়াসমিন
তুমি আমার প্রেমিক নও
অভ্যাস বা প্রয়োজন নও
বন্ধুত্বের অন্তরঙ্গের সাথীও নও,,
তুমি আমারই অস্তিত্ব,
আমি বিলিন হয়েছি তোমাতেই…
কিছু সম্পর্কের নাম হয়না, দেয়া যায়না কোনো সম্বোধন তবুও বসত গড়ে মনের গহীন কোনে। এটাকে কি বলে? ভালোবাসা !! তারও জবাব থাকেনা।
অনেক ভালো লাগা আর ভালোবাসা নাসরিন। ভালো থেকো সারাক্ষণ ❤❤
রোবায়দা নাসরীন
ধন্যবাদ তুমি পড়েছো।
ভালো থেকো।
জিসান শা ইকরাম
এমন সম্পর্ককে কি বলা যায়?
যার এমন একজন আছে, তিনি অত্যন্ত সৌভাগ্যবান।
ভালো লেগেছে লেখা,
লেখুন নিয়মিত।
রোবায়দা নাসরীন
আন্তরিক ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
কি দারুন লেখেন আপনি। আপনার লেখায় যাদু আছে।
এমন একজন থাকা কত বন্ধুত্বের অপরিশিম চাওয়া পাওয়া থাকে!!! ভাল থাকুন।
তৌহিদ
এই যে নাসরীন আপু, এমন সুন্দর সব লেখা নিয়ে প্রতিদিন আসবেন প্রতিদিন, বোঝা গেলো ☺☺
এমন সম্পর্কও হয়! কি মিষ্টি মধুর বন্ধন! আহ, যদি কেউ আমাকে নিয়েও এমন অনুভবের কথা লিখতো!! আমার গিন্নী অবশ্য চোখের ভাষা দিয়েই বুঝিয়ে দেয় সবকিছু।
মনে প্রশান্তি আনে এমন লেখা। ভালো থাকবেন আপু।
শামীম চৌধুরী
আপনি অত্যন্ত সৌভাগ্যবান। ভালো লেগেছে লেখাটি।
দালান জাহান
ভালোবাসা মানেই তো তোমার কাছে আমার সবকিছু দেওয়া।