না ছুঁতে ছুঁতেই ভাবি হয়ত ছুঁয়ে ফেলব
কোন একদিন,
ঐ তারার নির্লোভ-নির্ভেজাল-আলোটুকু
একান্ত একান্তের নির্জনতায় ভরাতুর স্মৃতি চাঞ্চল্যে;

দীর্ঘতম সবুজ-স্বাধ-মুখে ঘন-পূর্ণিমায়
উঁচু সিঁড়ির পর্বত ডিঙ্গিয়ে অনুর্বর
অভুক্ত ফেটে-চৌচির নিরন্ন মাঠে,
পূর্ণচাঁদ সাক্ষী রেখে মৃদু মাদলের তাল-লয়ে
সবুজের বীজ পূতে দেব ধীরে ধীরে
অখিন্নতার দৃঢ়-দুরন্ততায় ভর করে।

জিপসি মেয়েটি সবুজের বারান্দায় দাঁড়িয়ে আছে
অযুত কাল ধরে ধরে, ছোট্ট মাঠটিতে খেলবে, খেলাবে বলে;
দেখে-নাতো কেউ তারে দুদণ্ড ভালবাসার কোলাহল তুলে!!

৬৯১জন ৫৪৪জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ