এ শব্দ অন্যের নয়…..
অধিকারের কিছু শব্দের ভিত নিয়ে
দাঁড় করিয়ে দেই গোটা এক গল্প।
শব্দের বৃষ্টি ভিজিয়ে দিয়ে গেছে মেঘহীন রোদের নিচে।
ফুলহীন গাছেরা স্বাক্ষী থেকেছে
মৃদু বাতাসের ঢেউ তোলা ঝিলের তীরে।
স্মৃতিসত্তায় মিলেমিশে হেঁটে গেছি
আনমনা অন্যমনস্কতায় —
কেবল দু’জন;
টুকরো টুকরো কথার খই
উড়ে যায়
পুড়ে যায়—-
কাছেই কোথাও বেজে যায় ——-
বাজিয়ে চলেছে খুব নিরিবিলি এসরাজ।
সেদিন; সব মুছে গিয়েছে স্থিরতায়,
কষ্ট, যন্ত্রণা, চাওয়ার বিপরীত পাওয়ায়!!
কেবল
শুধুই দু’জন।।
অস্তিত্বের আনন্দে হৃদ গভীরে থমকে
দাঁড়িয়েছে সময়ের মহাকাল এখানে।
শব্দের সঙ্গী
কেবল দু’জন ;
এলোমেলো বাতাসের সুরে নিস্তব্ধতা চৌচির।।
বুকের ভেতর একফালি চন্দ্র জ্যোৎস্না
দিগন্ত শুধু স্বাক্ষী।
স্বাক্ষী কেবল মেঘ শ্রাবণের ময়ূরাক্ষী।
সেদিন
কেবল শুধু দু’জন
বাসতে ভালো
তোমারই দু’হাতে গেছি মরে —–
আবার এসেছি ফিরে
নেভা নেভা ছায়া পথ ধরে।
২৩টি মন্তব্য
তৌহিদ
উপস্থিত, পরে আসছি আপু।
বন্যা লিপি
আমার পোস্টের মেডেলখান আপনার জন্য নির্ধারিত কইরা দিলাম।
ইঞ্জা
মন্ত্রমুগ্ধ হলাম আপু।
বন্যা লিপি
আপ্লুত হলাম, শ্রদ্ধাসহ কৃতজ্ঞতা জানবেন।
ইঞ্জা
ভাইয়ের কাছে বোন কৃতজ্ঞ থাকার দরকার নেই আপু, এর চাইতে ভাইয়ের জন্য স্নেহ, ভালোবাসা ও দোয়া দেবেন।
শুভেচ্ছা আপু। 😊
বন্যা লিপি
ভাই,ধন্যবাদ শব্দটা সাধারনত ব্যাবহার করতে ভাল্লাগেনা আমার। যারা লেখা পড়েন তাঁদের সবার প্রতি শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা জানাই। মন্তব্যে যাঁরা আসেন তাঁদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাই, সবাই তো আর মন্তব্যে আসেন না। কষ্ট করে যারা মন্তব্য প্রদানে ঔদার্য দেখান,,,, তাঁদের প্রতি অকুন্ঠ চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করাটা আমার সৌজন্যবোধ। জনপ্রিয় লেখায় উপচে পড়া মন্তব্যের লম্বা লিষ্ট এখানে উদাহরন হয়ে আছে। আপনারা যে ক’জন আমার সাধারন লেখায় মন্তব্য করেন, আমি তাতেই অনুপ্রেরিত সবসময়। ধন্যবাদের ব্যাখ্যায় আমি অসহায়। শুভেচ্ছা আপনাকে। সবসময় ভালো রাখুন মহান স্রষ্টা সবাইকে।
শুন্য শুন্যালয়
অদ্ভুত সুন্দর একটি কবিতা। একদম সোজা প্রিয়র লিস্টে।
কেবল শুধু দুজন বাসতে ভালো
তোমারই দুহাতে গেছি মরে.. দুজন মানুষের তীব্র ভালোবাসা, কথাহীন, বুকের শব্দের ভেতর শুধুই অনুভবের।
এমন একটা দৃশ্যের অবতারণা করেছেন, যা নিয়ে খুব বেশী কিছু বলবার ভাষা পাচ্ছিনা। চমৎকার!
বন্যা লিপি
কখনো কখনো কোনো শব্দ ভীষণ দোলায়, তাৎক্ষনিক ভর করে ভালোবাসার মোহ আবেগ।আলগোছে তুলে ধরি শব্দের গল্পে।শুভেচ্ছা সহ ভালোবাসা 💕💕
তৌহিদ
অসাধারণ একটি কবিতা পড়লাম। প্রেমের অনুভব কত সুন্দর করে কবিতায় নিয়ে আসলেন!
লেখাটি প্রিয়তে নেব অবশ্যই।
বন্যা লিপি
উপহার পাওয়া কিছু শব্দের ছায়া তলে রেখেছি এ গল্প। অনুপ্রেরনার উৎস’কে অস্বীকার করার মতো দুঃসাহস বা অকৃতজ্ঞতা কখনো গ্রাস না করুক আমায়।নিরন্তর শুভ কামনা 🌺🌺🌺
তৌহিদ
ভালো থাকবেন আপু।🌹
রিতু জাহান
চমৎকার।
নিলাম কবিতাটি। নিরিবিলি বারবার পড়ব বলে।
মনের মধ্যে ঢুকে গেলো বেশকিছু শব্দ। এ শব্দ নিয়ে খেলতে ইচ্ছে করছে খুব।
বন্যা লিপি
আমি ধন্য। আপনার ভালোলাগাটুকু সাহসি করে তুলবে। অবিরাম কৃতজ্ঞতা ভালোবাসা 😍😍
আরজু মুক্তা
ভালো লাগলো
বন্যা লিপি
😍😍😍😍😍😍শুভেচ্ছা নিরন্তর।
মনির হোসেন মমি
মুগ্ধ হলাম।দারুণ শব্দ চয়ণ।
বন্যা লিপি
অনুপ্রাণিত হলাম ভীষণ ভাবে। শুভ কামনা 🌷🌷🌷
ছাইরাছ হেলাল
ফিরে আসাটি যোগ করায় লেখাটি ভিন্ন দ্যোতনা সৃষ্টি করেছে।
লেখা ভাল বলছি।
বন্যা লিপি
অসংখ্য কৃতজ্ঞতা, শুভ কামনা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা তো এমনই হয়। একসাথে বেঁচে উঠা, বেঁচে থেকেও বারবার বাঁচতে চাওয়ার আবেদনে ভালোবাসাটুকু নিবেদন করা।
নেভা নেভা পথে আলোর উৎস খুঁজে ফেরার নামও ভালোবাসা হয় বন্যা। ভালো থাকো ❤❤
বন্যা লিপি
হুম….নেভা নেভা পথে খুঁজে ফিরি ভালোবাসা। তোমাকে নিরন্তর ভালোবাসা ❤❤❤
মোঃ বোরহান উল ইসলাম
টুকরো টুকরো কথার খই
উড়ে যায়
পুড়ে যায়—-
কাছেই কোথাও বেজে যায় ——-
বাজিয়ে চলেছে খুব নিরিবিলি এসরাজ।
সেদিন; সব মুছে গিয়েছে স্থিরতায়,
কষ্ট, যন্ত্রণা, চাওয়ার বিপরীত পাওয়ায়!!
বন্যা লিপি
টুকরো কিছু পাওয়া, হঠাৎ চাওয়া’র বিপরিতে আনে অপার প্রশান্তিময় এসরাজের সুর মুর্ছণা।
অনুভবের প্রান্তে থেকে যায় নিভৃতে যতনে। অসংখ্য শুভ কামনা, শুভেচ্ছা।🌹🌹🌹