খুঁজেছি তোমায় বারে-বার
গানে, কবিতায়, কল্পনায়।
তোমার অপেক্ষায় থাকা অপেক্ষারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে,
পাড়ি দিয়েছে সুদূর কোনো অতীতে,,
সুপ্ত প্রেম-আচ্ছাদনের খোলস ভেঙে ছোট্ট তৃণটি মহীরুহে পরিনত হলো সময়-সার পেয়ে ,
ফুলে-ফেঁপে ছড়িয়ে দিলো ডাল-পাতা-ফুল
কত রঙে কত রুপে মোহনীয় হয়ে রচনা করলো এক প্রেম-কাব্য,
আমি পড়েছি,,,,,,
চঞ্চল মনে, আবেশে, শিহরণে-মন পর্দায়
এঁকে যাই তোমার ছবি,অনুপম ঐ মুখখানি,
যতো দেখি ততোই ডুঁবি,,
তোমার নয়নের সমুদ্রে ভাসাই আমার কাজল আঁখি ।
প্রিয়-প্রনয়ের এই লিপি তুমি ছাড়া কে পড়বে
তুমি বিনা এই রজনী তাঁরা গুনেই কি কাটবে,,
এইমন সারাক্ষণ চায় যে তোমাকেই
তুমিতো সেই স্বপন……
আমারই পৃথিবী।
৩০টি মন্তব্য
মাহমুদ আল মেহেদী
মনের সরল আবেগটা সহজ ভাষায় সল্প কথায় ভালই বুজিয়েছেন আপু। দোয়া করবেন আপু আপনার মত করে এত সুন্দর করে যেন লিখতে পারি । শুভ কামনা থাকলো আপনার জন্য ।
সাবিনা ইয়াসমিন
লজ্জা দিলেন ভাই !! কবিতা লেখার যতই চেষ্টা করি কবিতাতো হয়ইইই না শুধু প্যাচালের মত লাগে বুঝতে পারি। তবুও যে ভালো বলেন,,এটা শুনতেই ভালো লাগে।
ভালো থাকুন অনেক, শুভ কামনা। -{@
জিসান শা ইকরাম
ডুঁবে যেতে আর বাকি নেই,
লাইফ জ্যাকেট খুবই দরকার 🙂
লেখার আবেগ স্পর্ষ করে গেলো।
সাবিনা ইয়াসমিন
লাইফ জ্যাকেট পরেই লিখেছি, যে শীত !! ডুবে না মরলেও শীতে মরার ভয় আছে,,,
ধন্যবাদ লেখাটি পড়ে সুন্দর মতামত দেয়ার জন্যে। ভালো থাকুন,,শুভ কামনা ।
প্রহেলিকা
রোমান্টিসিজমের বিপ্লব ঘটাবে এমন লেখা! হা-হুতাশের কবিতার ভিড়ে এমন রোমান্টিক লেখা পাঠকমনকে ফুরফুরে করে তোলে।
সাধুবাদ জানাই।
সাবিনা ইয়াসমিন
আপনার সাধুবাদ সাদরে গ্রহণ করলাম। অনেক ধন্যবাদ লেখাটি পড়ে চমৎকার মন্তব্য দেয়ার জন্যে। ভালো থাকুন,,শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
লেখাটিতে আবেগের যে ঘনঘটা, অপ্রকাশিত উথাল-পাতাল আকুলি-বিকুলি আমাদের
বুঝতে অসুবিধা হচ্ছে না, প্রকাশের আধোআধো ভাবটি কাটিয়ে উঠতে পারলেই কেল্লা ফতে;
ভাগ্যিস পুরাই কবিতা লিখে ফেলেন-নি!! তাহলে পড়তে গিয়ে ভয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর রক্ষা থাকত না।(খুব ভীতু)
তবে লেখাটি এত্তদিন চেপে রাখা ঠিক হয়নি।
বিশাল/বিরাট সমুদ্দুরে কুট্টি আঁখির সামান্য ফোটা ফোটা জল নিয়ে ভাসা-ভাসি করা সহজ কম্ম নয়।
আহারে স্বপন!! দিনের-দুপুরে কেন যে আসে না!!
“এ এ,, মনে করেন, ভাল্লাগে। খুশিতে,”
সাবিনা ইয়াসমিন
নয়ন জুড়ে আছে স্বপন
স্বপন জুড়ে থাকে সুজন,
সুজন আমার স্বপ্ন বাহার
সেতো আমার জীবন-মরন,,,,,,,,হে,হে,হে,হে,,হা,হা,হা,হা,,আপনার মন্তব্য পড়ে এমন গান মনে পরে গেলো,,,এই মনে করেন খুশির ঠ্যালায় !! ভাল্লাগছে \|/
ছাইরাছ হেলাল
সহসা-ই করেছেন তিনি মহা পণ
কবিতা মোক্ষণে গড়ে তুলবেন কোন এক মহা ক্ষণ;
পাঠক বসে নড়েচড়ে, কী জানি কী হয়, কী না হয়,
অপেক্ষার প্রহরে প্রহরে চোখ ভরে আসে স্বপন-জল
এভাবে যদি হয় মহা প্রয়াণ, তাতেও রাজি, জীবন বাজী
হাপুস নয়নে কাঁদিকাটি।
তাও ভাল্লাগে! কোবতের অপেক্ষায় বাঁচি!!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বাহ্ চমৎকার কথার গাথুনিঁ -{@
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মমি ভাই,,,শুভ কামনা জানবেন। -{@
রেজওয়ান
ওয়াও! অসাধারণ শব্দের সমাহার😍
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ ভাই। আপনার লেখা মিস করছি, অনেকদিন হলো নতুন কিছু লিখছেন না,,
ভালো থাকুন আর আমাদের কিছু লিখে উপহার দিন। শুভ কামনা। -{@
মোঃ মজিবর রহমান
তোমার নয়নের সমুদ্রে ভাসাই আমার কাজল আঁখি -{@
সতত আবেগে ভরা। মনে গেঁথে যায়। লিখুন ভাল থাকুন।
সাবিনা ইয়াসমিন
আপনিও ভালো থাকুন ভাইজান। শুভ কামনা রইলো। -{@
বন্যা লিপি
“তুমি”ময় সাগরে ভাসুক সবটুকু আবেগের সাম্পান। ক্ষতি কি?
সবটুকু শুভ কামনা রইলো -{@ (3
সাবিনা ইয়াসমিন
ক্ষতিতো একটু হয় বন্যা,,,বিশেষ করে আমরা মেয়েরা যখন আবেগ দিয়ে দু-চার কলম লিখতে যাই তখন অনেকের বিবেকেই ধাক্কা লাগে। ফল স্বরুপ তাদের কথার খোঁচায় আবেগের স্ববেগে পলায়ন ছাড়া গতি থাকে না।
সবটুকুই শুভ কামনা নিলাম,,পরের লেখাতে আপনার এই শুভ কামনা টুকু কাজে লাগাবো। আর অসংখ্য ধন্যবাদ এত এত উৎসাহ দেয়ার জন্যে। অনেক ভালো থাকুন।❤❤❤❤
বন্যা লিপি
আপনার সাথে শতসহস্র ভাগ সহমত আমি। একই রকম ভুক্তভোগীই শুধু বোঝে মর্ম এর। কত কত লেখা ছিঁড়ে ফেলতে হয়। ফেলতে হয় মুছে।
এমনটা কেন প্রশ্নের জবাব পাওয়া যাবেনা। বিপরীত ভাবনা যেন টেঁসে ধরে প্রত্যেক নারীকুলের আবেগের লেখনীতে।
কেন গো?
শুভ কামনা -{@ (3
সাবিনা ইয়াসমিন
এই কেন গো এর উত্তর আমার জানা নেই বন্যা 🙁
নীলাঞ্জনা নীলা
এতো আবেগ! ভালোবাসার জলে ভেসে গেলাম। দারুণ কবিতা।
সময় ভেঙ্গে ভেঙ্গে সময়ের যে পাড়ে এসে ভিড়েছে আমার অপেক্ষার নৌকো,
জোয়ারে ভেসে যেতে চায় বারেবার সেই তোমার কাছেই।
পালে হাওয়া লাগে, তুমি আসলে ভাটার টান;
অপেক্ষায় ভাসিয়েই রাখো।
ফিরে আসতো জানো না। —
সাবিনা ইয়াসমিন
ফিরে আসতে জানবে না কেন নীলা আপু !
আলবৎ জানবে,,এতো কষ্ট করে কবিতা লিখি না এসে যাবে কোথায়,,
লেখাটি কবিতা হয়েছে কি না সে ব্যাপারে সন্দেহ ছিলো,,আপনি এটাকে কবিতা বলায় মনটা খুশিতে ভরে গেলো,,
অনেক ভালো থাকুন,,ভালোবসায় বসত করুন শুভ কামনা নিরন্তর, ❤❤❤❤
রিতু জাহান
এতো আবেগ দেখে আমি কিন্তু কেঁদেই ফেলেছি আপু। হা হা।
তাকে একটু পড়তে দিও এ শব্দমালা প্লিজ লাগে। চমৎকার লিখেছো আপু।
খুব আবেগ দিয়েছো ঢেলে। চোখে কাজল পরতে ইচ্ছে করতিছে। কিন্তু জানো, আমার চোখে কাজল মানায় না মোটে আপু।
-{@ (3 (3
সাবিনা ইয়াসমিন
দয়াকরে কান্নাকাটি বন্ধ করে দাও,,নয়তো তোমার চোখের কাজলে আমার কবিতার আবেগ ভেসে যাবে রিতু আপু।
বলেছিলে চার তারিখের পর ব্লগে নিয়মিত হবে। কিন্তু এখনো তোমাকে পেলাম না, যদিওবা আসছো উঁকি দিয়েই চলে যাচ্ছো। তোমার অনুপস্থিতিতে আমরা যে ভালো থাকি না এটা আর কবে বুঝবে বলোতো ?
তৌহিদ
কি সুন্দর আবেগী শব্ধের সমাহার! সহজ সরল শব্ধের লেখা আমার খুব পছন্দের। ভালো লাগলো আপু।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাই,,,,,,সহজ করে লেখা আমার পছন্দ।
শুভ কামনা -{@
ছাইরাছ হেলাল
মন্তব্যের উত্তর না দেয়ার অভ্যাসটি দেখছি বেশ পুরনো!
সাবিনা ইয়াসমিন
দেরিতে কমেন্ট দেয়ার স্বভাব আপনারও কম পুরোনো না মহারাজ। এত আগের লেখা আজ চোখে পড়লো!! 😜😜
ছাইরাছ হেলাল
মন্তব্যের উত্তর না দিয়ে কমেন্টের দিকে গেলে তো হবে না।
মন্তব্যের উত্তর কিন্তু দেন-নি।
চোখে কত কিছুই তো পড়ে থেকে!
রেহানা বীথি
ভীষণ আবেগী লেখা। বেশ লাগলো।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ বিথী আপু ❤❤