ফুলের দিব্যি…

একটি ভালোবাসার কবিতা লিখবো আজ।
নিশ্চিত জানি প্রশ্নবাণ আমায় বিদ্ধ করবে, ‘ভালোবাসার কবিতা কার উদ্দেশ্যে?’
উত্তর খুঁজে বেড়াবো কিছুক্ষণ, একটু চমক রেখেই বলবো, ‘আছে, আছে!’
ততোক্ষণে আরোও কিছু উৎসুক দৃষ্টি আমার দিকে ভ্রু কুঁচকে চেয়ে থাকতেও পারে;
অথবা, নয়-ও!
কেউ কেউ বলবে ‘ঢঙ!’
যে যা ভাবুক, বলুক, আমার তাতে কিছুই এসে যায়না।
ছদ্মবেশী মায়ার মোড়কে একটি হৃদয় সার্থক একটি প্রেমের কবিতা লিখতে ইচ্ছুক,
=(সার্থক প্রেম মানে বিচ্ছেদ, এই আমার মত কিন্তু)#
প্রেমময়ী ফুল, নদী, প্রকৃতি, বৃষ্টি, চন্দ্রিমাকে সাক্ষ্মী রেখে বলছি,
ব্যর্থ প্রেমের প্রতি আমার কোনো লোভ নেই;
=(আটপৌরে হয়ে গেলেই ভালোবাসা শুকিয়ে যায়, যাকে বলে ব্যর্থ প্রেম। এই আমার মত কিন্তু)#

হ্যামিল্টন, কানাডা
১০ নভেম্বর, ২০১৮ ইং।

(y) বহুদিন পর চেষ্টা করলাম লিখতে। একটা লিঙ্ক দিচ্ছি, “চমক রইলো।”
বৃষ্টি চিহ্নিত ভালোবাসা

ব্যর্থ প্রেমের কাব্য…
৫২১৮জন ৫২০৯জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ