একটি ভালোবাসার কবিতা লিখবো আজ।
নিশ্চিত জানি প্রশ্নবাণ আমায় বিদ্ধ করবে, ‘ভালোবাসার কবিতা কার উদ্দেশ্যে?’
উত্তর খুঁজে বেড়াবো কিছুক্ষণ, একটু চমক রেখেই বলবো, ‘আছে, আছে!’
ততোক্ষণে আরোও কিছু উৎসুক দৃষ্টি আমার দিকে ভ্রু কুঁচকে চেয়ে থাকতেও পারে;
অথবা, নয়-ও!
কেউ কেউ বলবে ‘ঢঙ!’
যে যা ভাবুক, বলুক, আমার তাতে কিছুই এসে যায়না।
ছদ্মবেশী মায়ার মোড়কে একটি হৃদয় সার্থক একটি প্রেমের কবিতা লিখতে ইচ্ছুক,
=(সার্থক প্রেম মানে বিচ্ছেদ, এই আমার মত কিন্তু)#
প্রেমময়ী ফুল, নদী, প্রকৃতি, বৃষ্টি, চন্দ্রিমাকে সাক্ষ্মী রেখে বলছি,
ব্যর্থ প্রেমের প্রতি আমার কোনো লোভ নেই;
=(আটপৌরে হয়ে গেলেই ভালোবাসা শুকিয়ে যায়, যাকে বলে ব্যর্থ প্রেম। এই আমার মত কিন্তু)#
হ্যামিল্টন, কানাডা
১০ নভেম্বর, ২০১৮ ইং।
(y) বহুদিন পর চেষ্টা করলাম লিখতে। একটা লিঙ্ক দিচ্ছি, “চমক রইলো।”
বৃষ্টি চিহ্নিত ভালোবাসা
২২টি মন্তব্য
মায়াবতী
খুব ই চমৎকার বলেছেন আপু, প্রেম কখনওই ব্যর্থ হয় না বলে আমার বিশ্বাস। আটপৌরে প্রেম সে তো প্রেম নয় গো আপু সে তো শুধু প্রয়োজন তাই নয় কি?
নীলাঞ্জনা নীলা
প্রেম, যাকে পেতে গিয়ে কেবলই কষ্ট কিনে নেয়া হয়।
ভালো থাকুন।
জিসান শা ইকরাম
ঢং 🙂
লেখো কেমনে এত সুন্দর!
নীলাঞ্জনা নীলা
আর লেখা!
ছেড়েই দিয়েছি।
সাবিনা ইয়াসমিন
(3 -{@
সাবিনা ইয়াসমিন
ব্যর্থ প্রম আবার হয় নাকি !!প্রেমে ব্যর্থ মানে ঐ প্রেম বাদ,নতুন করে শুরু করতে হবে।
যার মন যত বড়ো
সেই-তো ভালোবাসে বারবার,
একজনকেই ভালোবাসা যায়
হাজারো ভাবে ,লক্ষ বার।☺😊
নীলাঞ্জনা নীলা
বাহ!
কী চমৎকার বলেছেন! আপনার জন্য।🌷🌷
নীলাঞ্জনা নীলা
💐🌺🌻🏵
সাবিনা ইয়াসমিন
❤💛💙💚💜💗 অফুরান (3
নীলাঞ্জনা নীলা
😍😍😍😍
রিমি রুম্মান
এটাও একটা ঢং! ছোট বেলায় কেউ এমন করলে বলতাম,
ঢং ঢং নমুনা,
ঢঙ্গের দিকে চামু না … (3
নীলাঞ্জনা নীলা
হাহাহাহা রিমি আপু 😃😃
দারুণ মজা পেয়েছি।
অনেক ভালো থেকো।
মাহমুদ আল মেহেদী
আসলেইতো তাই
নীলাঞ্জনা নীলা
হুম সেই তো!
তাইতো বলি!!! 😃
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কাব্য কই
খালি কতা আর কতা
আজকালকার অনলাইন সংবাদ মাধ্যমগুলোর মতন হেড লাইনে উপরে চমক ভিতরে নিরাশা।তবে প্রেম কিন্তু জমে আটপৌরেই।শুধু বৃদ্ধ দুজনে লাঠিতে ভর করে ঠক ঠক করে জীবন পথের শেষ সাধ নেয়া।
অল্পতেই চমৎকার
লিখুন আরো
শুভ কামনা জন্য আপনার -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই বেশ বলেছেন।
ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
ব্যর্থ প্রেম-ই আসল প্রেম, ব্যর্থ হলেই পুনঃপুনঃ ঝাঁপিয়ে পড়া যায়।
প্রেম পড়ুন, বারে বারে পড়ুন, ঝাঁপিয়ে-কাপিয়ে পড়ুন।
আছে, আছে!! থাকুক থাকুক, আরও আরও থাকুক।
আই ছিল মনে!!
নীলাঞ্জনা নীলা
প্রেম লইয়া কাব্য লিখিলাম। প্রেমে পড়িবার মতো মানুষ কই? আউল-ফাউলে ভরা। 😃
মনে কি ছিলো? ;?
ছাইরাছ হেলাল
বলেন কী!!
সব সব খেয়ে-দেয়ে বসে আছেন!!
মনে যা ছিল তা তো বলেই ফেলেছেন!!
নূতন করে ট্রাই করুন, পাইলেও পাইতে পারেন মুক্তোদানা!!
নীলাঞ্জনা নীলা
ন্যাড়া বারবার বেলতলায় যায়না। যতোটুকু জানি। 😀
রিতু জাহান
অনেক দিন পর তোমার কন্ঠে আবৃত্তি শুনলাম আপু।
কবিতা যা আমার মনের একান্ত শব্দ, তা কি শুধুই অন্য কারো উদ্দেশ্যে! না, তা তো নয়। এ তো আমার জন্যেই আমার ভালবাসার প্রকাশ।
ভালো থাকি এরই মাঝে আমি।
ভালবাসা নিও নীলা আপু। ভালো থেকো সব সময়। -{@ (3
নীলাঞ্জনা নীলা
শান্তসুন্দরী আপু যাক তুমি আবৃত্তির লিঙ্কটা খেয়াল করেছো।
কবিতার মানেটা ঠিক বুঝেছো। এজন্যই তোমাকে ভালো লাগে আরোও।
ভালো থেকো অনেক।