সভ্যতার ফসিল…

কোনো একদিন হয়তো কেউ না কেউ খুঁজে পাবে আমাচয়; হয়তো ফসিল;
নয়তো প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্বরূপ গবেষণার সূতিকাগারে।
মায়া সভ্যতাকে খুঁজে নিয়েও কতো নিষ্ঠুর হয়েছে মানুষ(এভাবেই বিলীন হয় সভ্যতা) !
হারিয়ে যাওয়া শহরের জন্য খুঁড়ে খুঁড়ে বের করে জল,
জলের নীচে ভাঙ্গাচোরা আটলান্টিস।
এল ডোরাডোর সন্ধানে আজও কেউ না কেউ—
হয়তো একদিন আমিও কোনো এক হারিয়ে যাওয়া সভ্যতার অংশ হয়ে ফিরে আসবো ইতিহাসের ভেতর অথবা আর ফিরবোই না এন্টিক সমাজে।

হ্যামিল্টন, কানাডা
১৯ জুলাই, ২০১৮ ইং।

৬৩৮জন ৬৩৮জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ