স্পষ্ট রোদের ছায়ায়...
স্পষ্ট রোদের ছায়ায়…

সকাল-সন্ধ্যা-রাতের জ্যামিতিকে পাশে রেখে
মধ্যবিত্ত কবোষ্ণতায় পানকৌড়ি হই চলো।
প্রবহমান প্রতীক নির্জনতার ভেতর দিয়ে ইশারায় বহুমাত্রিক বিভাজন তুলি,
তুমি তো জানোনা, তুমি মানেই ভিন্টেজ ওয়াইনের স্বাদ,
জীবন বিবর্তিত ব্যাকরণ
মায়াবী মৃগয়াভূমি।
আবার তুমি-ই অসমাপিকা ক্রিয়ার ভেতর জেগে ওঠা একজন অহঙ্কারী খুনী
প্রবহমানতা থামিয়ে দিয়ে অশরীরী হওয়া এক অসম্ভব ছায়ার মায়া শোনো,
তোমার জন্যে ‘আমাদের’ মৃত্যু হবে,
তাই বলছি স্পষ্ট রোদের ভেতর ছায়ার আঁকিবুকি খেলবো তোমায় নিয়ে, চলো—।

হ্যামিল্টন, কানাডা
২ মে, ২০১৭ ইং।

** অভিযোজন  **র কবিতার মন্তব্য এই লেখাটি।

৫৬০জন ৫৬০জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ