মন চলো রূপের নগরে ….
জল বুকে বিফল শিমুল
একা পাখি, সূদূরের ডাক শুনে মন পোড়ে নাকি?
রাতবুকে নির্জন, জেগে থাকে সভ্যতার দূয়ারপথ…
অপেক্ষায় … জল
নিথর জলবুক
নোট – নিতান্তই এমেচার ফটোগ্রাফার, ফাইল সাইজ কমাইয়া কোয়ালিটি 🙁
দেখার সময় নিজ ক্ষমায় গুন করবেন 🙂
অরিজিনাল সাইজে কেউ দেখতে চাইলে এইখানে
২৪টি মন্তব্য
সঞ্জয় কুমার
ছবি সুন্দর হয়েছে তবে নাম টা আরেকটু সাবধানে ব্যাবহার করলে ভাল হতো
আগুন রঙের শিমুল
থ্যাঙ্কস, আপ্লোড দেওয়ার আগে ওয়াটারমার্ক ছোটই ছিলো, আপ্লোড দেওয়ার পর এই অবস্থা 🙁
মেহেরী তাজ
সেকেন্ড ফুটু অনেক ভালো লেগেছে। 🙂
আগুন রঙের শিমুল
ইহা একখানি বানানো ( ম্যানুপুলেটেড) ফটুক 😀
ইঞ্জা
ছবি আর লেখা বেশ লেগেছে
আগুন রঙের শিমুল
থ্যাঙ্কিউ ভাউ (3
ইঞ্জা
-{@
মোঃ মজিবর রহমান
ছবি কথা বলে……………………
আগুন রঙের শিমুল
(3
মোঃ মজিবর রহমান
-{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
-{@ (y)
আগুন রঙের শিমুল
-{@ (3
নীহারিকা
ছবিগুলো খুবই চমৎকার হয়েছে। তবে নামটা ছোটো করে দিলে ছবির সৌন্দর্য আরো বাড়তো বলে মনে হয়।
আগুন রঙের শিমুল
আপ্লোড দেওয়ার আগে ঠিক ছিলো, ছোট কইরা আপ্লোড দেওয়ার পর এই অবস্থা 🙁
ছাইরাছ হেলাল
কী গাছ কাটতে কাটতে যেন কী হয়!!
কাছাকাছি কিছু একটা হলেই হবে, অপেক্ষা করতে রাজি আছি।
আগুন রঙের শিমুল
ডাকাইত কাটাতে কাটাতে কচুগাছ হয় 😀
কচুর তরকারি ইলিশ মাছের লগে জোশ .. খাওয়াইবেন?
ছাইরাছ হেলাল
অবশ্যই খাওয়ানো যেতে পারে তবে ইলিশেরা সে-সময়ে
বেড়াতে না-গেলেই হয়,
নীলাঞ্জনা নীলা
প্রতিটি ছবি-ই চোখ না-ফেরানোর মতো। তবে “রাতবুকে নির্জন, জেগে থাকে সভ্যতার দূয়ারপথ…” কেমন জানি মনটাকে টেনে নিয়ে যাচ্ছে অনেক দূর থেকে আরও দূরে।
এককথায়, সুন্দর!
আগুন রঙের শিমুল
এইটা সিজার গেট – কলোসিয়ামের ঠিক পেছনে 🙂
ইতালি আইসা বেড়ায় যান
নীলাঞ্জনা নীলা
আপনি ইতালি থাকেন? আমি বেলজিয়াম ছিলো ২০০৯ সালে। ২০১১সালে কানাডা আসি। কিন্তু ভাগ্য খারাপ ইতালি যাওয়া হয়নি। দেখি ইয়্যুরোপ যাওয়া হলে অবশ্যই ইতালি যাবো।
আগুন রঙের শিমুল
আসেন, দাওয়াত রইলো।
আবু খায়ের আনিছ
সুন্দর ছবি।
আগুন রঙের শিমুল
থ্যাঙ্কিউ ভাই
বাবু
ব্লগে যদি পুরোটা সাইজের ছবি দেওয়া যেত, তবে আরো সুন্দর হতো বইকি?