আর সময় নাই রে পাগলা…..হাতে আর সময় নাই! আমিতো হাপাইয়া গেছি। সেই কবে ভোটাভুটি শুরু হইছে, আর দেখতে দেখতে অদ্য শেষ রজনীত আইসা ঠেকছে। এ যেন আমেরিকার ভোটরেও পিছ ফালাইয়া দিসে। কি আর কমু, এমন মজার ভোট আমি জীবনেও দেখি নাই। তার আবার চিঠিওয়ালা সবাই ক্যান্ডিডেট। এমন ফিলিংস হইতেছে যেন আমি সংসদ ইলেকশনে খাড়াইছি। ঘুমের মাঝে স্বপ্ন দেখি, সোনেলার জনগণের উদ্দেশ্যে হাত নাড়তেছি। ইলেকশনে জামানত (চিঠি) জমা দিতে পারুম না বইলা চিডি ল্যাকলাম, আর তারা আমারে ধইরা খাড়া করায়া দিলো। সেই মার্কা আবার গুলাপ ফুল। যেই মার্কাত খাড়াইলে নিজে জামাইই ভুট দেয় না। কি আর করুম, কয়দিন হইয়া গেলো খালি ভুট কেন্দ্রে আসি আর যাই। কিন্ত কতা হইলো গিয়া দর্শক দেহি, সাংবাদিক দেহি কিন্ত সেই পরিমাণ ভুটার দ্যাকতেছি না। গুইনা দেকলাম ভুটে খাড়াইছে ৩১ জন কিন্ত তার মইদ্যে ১৪/১৫ জনের ভুট পড়ছে মাত্র ২৭/২৮ খান। এর মইদ্যে আবার একজন ২টা কইরা ভুট দেয়ার সুযুগ পাইছে। খবরে শুনলাম ভুটকেন্দ্রের বাইরে নাকি আবার কি সব ব্যবসা বাণিজ্য চলতেছে। কেউ কেউ নাকি কতা দিয়া অইন্য কাউরে ভুট দিসে। সেইটা শুইন্যা দুই একজন হুনছি আইসিইউ তে আছেন। কেউ কেউ কাইন্দা বুক ভাসাইয়া ফেলতেছে আবার কেউ কেউ জিতবো বইলা জিতার আগেই কমিউনিটি সেন্টার ভাড়াও করছে। মেনুও নাকি ঠিক। যাউজ্ঞা, যার যা খুশি করুক। আমার খাউন পাইলেই হইবো। তয় এমন সুযুগ কিন্তক হেলায় হারানু ঠিক না। ভুট আম্রার গণতান্ত্রিক অধিকার। একখান ভুট, ভুটপ্রার্থীর হক। এই হক না আদায় করলে ক্যামনে? তাই জনাব, যারা এখনো সুময় আছে মনে করিয়া ঘুমাইতেআছেন, তেনারা দয়া করিয়া চক্ষু মেলিয়া দ্যাখেন রাইত হইয়া গ্যাছে। টাইম বেশি নাইক্কা। আর মাত্র ১২ ঘন্টার ইক্টু বেশি। পরে কিন্ত আফসুস কইরা কুনু লাভ অইতো না। তাই পিলিজ জাগুইন, (নাইলে কিন্ত শইল্য ফানি ঢালবাম) উইট্যা আফনের পিরিয় দুই চিডিউয়ালা/চিডিউয়ালীরে দুইডা ভুট দিয়া হিব্বার ঘুমায়া ফরুইন। আমরা কেউরে কিসতা কইতাম না।
যারা যারা ভুট দিতাইন্না, হেরার কমুনিটি সেন্টারোর ব্যাক খাউন বন।
এইডা আমার অঠার!!!
৩৫টি মন্তব্য
চাটিগাঁ থেকে বাহার
আমার কাছে ২০/২২ জন সমান নাম্বার পাইছে। তাদের নিয়ে লটারী করাম!
নীহারিকা
কবে আর করবেন? তাত্তারি করেন। নাইলে দ্যান আমরাই লটারি কইরা দেই 🙂
ইঞ্জা
অ দাদী, চিডি তো একটা দিছিলাম আর গল্প লিইক্ষা বন্ধুকের ম্যাগজিনও খালি করছি কিন্তুক কেউ তো ভুটাইলো নারে দা দা দাদীইইইইইইইইইইইইইই ;(
নীহারিকা
এইযে, যা কইছিলাম। কান্দন গ্রুপে আপ্নেও আছেন? আরে কাইন্দেন না। সবই কপাল! এহনও ১ দিন বাকি। দেহেন জাল ভুট ২/১ টা দেওন যায় নাকি।
ইঞ্জা
জাল ভুট দিয়া আমি ধরা খায় আর আপনারা তালি মারবেন, উঁহু দরকার নাই। :p
শুন্য শুন্যালয়
হা হা হা পরে লিখতাছি আপনারে খাড়াইন। তয় আমার মার্কা কী আমিতো নিজেই জানিনা। :D)
নীহারিকা
খাড়ইয়া রইছি। যেমনে ভুট পাইতেছ মার্কার আর কি দরকার? কমিউনিটি সেন্টারের সব বুকিং দেয়া হইছে তো? তাইলেই হবে। বাকিটা আমি দেখতেছি।
শুন্য শুন্যালয়
মর্নিং নট অলওয়েজ শোজ দ্যা ডে.. 😀
তয় জামাই কেনু ভুট দিলোনা? এইডা কিন্তুক মানন যায়না আপু। ভাত বন কইরা দ্যান।
দর্শক আর সাংবাদিক দেহি, মাগার ভোটার দেহি না, কতা এক্কেরে হাচা। যারা ভোটে খাঁড়াইছে হেগো বেবাকতেরই কুন খবর নাইক্কা। বড়ই শরমিন্দার।
নীহারিকা
আমিতো শরমে, মরমে মইরা গেলাম। চিল্লাইতে চিল্লাইতে গলা ভাইঙ্গা ফালাইলাম কিন্ত কেউ এই পর্যন্ত এককাপ লিকার চা’ও খায়াইলো না। এরারে ক্যাম্নে ঘুমেত্তে তুলন যায় কও দেহি?
আর শোনো, ভাত রান্দা ছাইড়া দিছি। কইছি চুলাত গ্যাস নাই। নিজের ভাত যুগার কইরা খাও 🙂
নীলাঞ্জনা নীলা
আপনার ভোট দেয়া কি শেষ নিহারীকা আপু? তবে কি জানেন আমার খুব ভাবনা হচ্ছে বিচারকদের নিয়ে! কি পরিমাণ কষ্ট করতে হচ্ছে উনাদেরকে। আমরা নিজেরা ভোট দিতে গিয়ে কি হিমশিম খাচ্ছি, আর উনাদের অবস্থা তাহলে কেমন হবে অনুমান করার চেষ্টা করছি। তবে খুব চমৎকার একটা প্রতিযোগিতা হলো। পুরষ্কার না পেলেও খারাপ লাগবেনা। কারণ এমন নির্মল আনন্দ লক্ষ-কোটি টাকা খরচ করেও পাওয়া যায়না।
কি বলেন, তাই না?
মিষ্টি জিন
আইছে একজনে তত্য কতা লইয়া… ভুট পাইছেন দেইখা কত কত কথা উপদেশ মারতাছেন.
. বুঝি বুঝি সব বুঝি… কত ডলারে যে রফা দফা হইলো যদি একটু জানতাম তয় আমিও একটু টিরাই মারতাম।
সবই কপাল… :D) :D) :D) :D)
নীহারিকা
আফা কি আর কমু দুক্কের কতা! ভুট না হয় নাই পাইলাম কিন্ত যারা পাইলো তারাতো আম্রারে একটু স্বান্তনা দিতে পারে। তাই না?
নীলাঞ্জনা নীলা
মিষ্টি আপু কি আর কমু বলেন! ভোট যে কয়টা পাইছি, এখনও গুনি নাই।
বেশী পাইলে তো চোখে পড়তো। তয় ই-বুকে নিজের নামখানা দেখমু, এইডাই অনেক। 😀
নীহারিকা
@ নীলাপু, সত্যিই তাই। বিচারকরা কি ঘুমাইতে পারতেছেন কি না সন্দেহ। রেজাল্টের দিন যদি বিচারকদের ফডু দেহা যাইতো তাইলে দ্যাকতেন সবার চুল খাড়া আর চোক্ষের নীচে কালি 🙂
ইশ কেউ যুদি চুরি কইরাও একটা ফডু তুলতো!
নীলাঞ্জনা নীলা
নীহারিকা আপু আমার কাছে তো লাগতাছে, খালি বিচারকগো-ই না, এই নিয়া আপনারও চোখের নীচে কালি পড়ছে। :p 😀
বহুত মজার একখান পোষ্ট দিছেন আফনে। একডা ফুল তো দেওনই লাগে। -{@
ছাইরাছ হেলাল
ভুটতো আপ্নারেই দিতে চাইছিলাম কিন্তু
আপনি তো পিছলা দিলেন, নিলেন্না,
তবে কম্যুনিটি সেন্টারে যাইতে ভুল করবেন্না।
নীহারিকা
ট্যাহা অত বেশি চাইলে ক্যাম্নে ভুট নিমু? আমি গরীব ইস্কুল মাস্টর, এত ট্যাকা পামু কই? সবই বড়লুকেগো খেইল।
তয় কম্যুনিটি সেন্টারো যাউন বাদ যাইতো না।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মজাই মজাই -{@
নীহারিকা
জি ভাই সত্যিই অনেক মজা। \|/
মিষ্টি জিন
আফাগো আফা.. ;( ;( ;(
খারন নাক মুইচ্ছা লই। এই রাম ভুট আমি আমার জিবনেও দেহিনাই। প্রকাশ্যে লেনদেন হইছে।
আমরা গরীবগুডা মানুষ লেনদেন করতে পারিনাই.. চোখ মুইছা লই।
জীবনে নে কুনুসুম ভুট দেই নাই এবার দিতাম । তয় কেউ তো অহন তরি ট্যাকা টুকা দেয় নাইক্কা।
নীহারিকা
কি কন এইসব! ভুটে সুক্ষ কারচুপি হয় শুনছি কিন্ত সাগর চুরি এই পর্থম শুনলামগো আফা। যাইন নাক চৌক মুইচ্ছা আসেন। কি আর করবেন আফা, ল্যাক্তারিনা দেইক্কা কেউ ভুট দিলো না। আফসুস! অসুবিদা নাই যেইদিন বড় ল্যাখক হইবাম হেইদিন আমিও হেরারে ভুট দিতাম না। এইডা আবার কাউরে কইন্নাযে।
মেহেরী তাজ
হা হা হা হা হা………
আপু আমি যতবার ভোট দিছি তারা সবায় হারছে এখন পর্যন্ত। বুঝতেছি না এবার কি হয়।
আসতেছি উয়েট।
নীহারিকা
গুড গুড। আবার আমারে ভুটাও নাই তো? এমনিতেই ভুট পাইছি না। পরে তুমার ভুটে তো নেগেটিভ মার্কিং হইয়া যাইবো।
শুন্য শুন্যালয়
হা হা হা আপু :D)
নীহারিকা
শুন্য, তুমারে ভুটায় নাই তো। না দিলে অখনই কইয়া আসো, ‘ময়না পাখি, যাদু পাখি, তুমার ভুট উইযে তারে দ্যাও (তুমার শত্রুরে দেখায়া দেও)। সে খুবই চমেতকার লিকছে। তারপর মজা দেখো। 😀
মোঃ মজিবর রহমান
এলেকশান এলেকাশান এলা ভোট ভোট খেলা না ভোটই। আহা! আমি দিইছি ভোট।
যারা ভোটে খাড়াইছে তাঁরা চিন্তুকে আছে। মুইতো চিন্তামুক্ত আছি।
দাড়ান আসছি………………।
নীহারিকা
ভাই শুনেন, রেজাল্ট গণনার সময় কিন্ত চোখ কান খোলা রাইক্ষেন। কিছুই কউন যায় না।
শুন্য শুন্যালয়
আপনি আছেন কি কইত্তে? তয় আম্নেরেও সন্দেহ লাগতেছে, দুইবার দ্যান নাইতো আবার!
নীহারিকা
আমি কিন্ত পুলিশ লগে লইয়া ভুট দিয়া আইছি। কুনু দুইনম্বরী করি নাই। তয় প্রহেলিকারে দেকছি সমানে সীল মারতেছে। তার উফ্রে নজর রাখন দরকার।
মোঃ মজিবর রহমান
ক্ষমতায় থাকলে প্রহেলিকা কিছু কিছু সীল মারতেই পারে বেশি কয়েন শ্রীঘরে ঠুকাইয়া দিতে পারে।
ডর লাগতাছে।
মোঃ মজিবর রহমান
ধরা না পড়লে ২বার দেয়ন জাইতে পারে তয় ধরা খাইলে ঘাড় মটকায়্যন না। প্লিজ।
লীলাবতী
শান্তিপুর্ন পরিবেশে ভোট দিয়ে আসলাম। কোনো বানিজ্যের খবর তো পেলামনা আপু। এমনকি কোন প্রার্থীর এজেন্টও দেখলামনা। কমিউনিটি সেন্টারের ঠিকানা দিয়েন প্লিজ লাগে।
মজার পোস্ট 🙂 😀
নীহারিকা
খুব ভালো ভোট হয়েছে। আমরা সবাই খুশি :c
প্রহেলিকা
ভোট দেয়ার সময় কি শেষ হই গেল! কয় কি কয় কি!
নীহারিকা
কন কি! কন কি! আরো ভোট দিতে চাইছিলেন? ফল কিন্ত প্রকাশ হয়েছে।