৯ টি পরমানু গল্প অথবা স্কেচ

শিপু ভাই ১ মার্চ ২০১৭, বুধবার, ০৬:৪০:১৯অপরাহ্ন গল্প ৩০ মন্তব্য

১# দুঃস্বপ্ন

আমার প্রাক্তন বউ ফিরে এসেছে আমার কাছে।

২# মিথিলার আত্মহত্যার চিরকূট

“আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম।বিয়ের পর ওর ভালোবাসা কমে গেছে।”

৩# কালচার
মেয়েটার বিয়ে ভেংগে গেল কারণ পাত্র পক্ষ জেনে গেছে মেয়ের মায়ের আগে একবার বিয়ে হয়েছিল।

৪# ঠক

কিন্তু আমি তাকে বিশ্বাস করেছিলাম!

৫# সততা

“অনেক ধন্যবাদ ভাই। এই চেইনটা আমার শাশুড়ি দিয়েছিল। কখন যে খুলে পরে গেছে টেরই পাইনি। থ্যাংকস!” হাসি মুখে হাবিবকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে চেইনটা নিয়ে ভদ্র মহিলা ব্যাংক থেকে বেরিয়ে গেলেন।
মহিলা চলে যেতেই হাবিব বিষ দৃষ্টিতে তাকালো ওয়েটিং চেয়ারে বসে থাকা ১০/১২ বছরের ছেলেটার দিকে।
এই পিচ্চি হারামজাদা তাকিয়ে না থাকলে চেইনটা ফেরত দেয়া লাগতো না ওর। ইশস! নিশ্চিত আধা ভরি হবে ওটা!!!

৬# স্বমেহন

এই দেশে সাহিত্য হয় না। আমিই যা একটু লিখি। আর সব গরু ছাগল।

৭# রুপান্তর

যেদিন জানলাম এনা গাছ খুব ভালবাসে সেদিন থেকেই আমি গাছ হওয়ার সাধনা করছিলাম। একসময় আমি সফল হই। কিন্তু এত গাছের ভীরে এনা আমাকে খুজে পায় না।

৮# উপেক্ষা

– কেমন আছ?
-হুম

৯# জুয়া

“টেক্কায় পাশশো!!!”
“ইশশশশ!!!”
১০ সেকেন্ডে দিনমজুর ছলিম হারিয়ে ফেললো তার দুই দিনের কামাই!!!

১৩৬২জন ১৩৬০জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ