পুরোনোকে বিদায়

নীরা সাদীয়া ৩ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার, ০১:১৫:০৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

কার কার মনে পরে সেই পুরোনো নোকিয়া ফোনটির কথা?

“সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা…..” গানটির মত সে প্রথম ফোন আমার নোকিয়া  (y)

এই একটি ফোন, যার সাথে জড়িয়ে আছে মানব মনের কত আবেগ, কত স্মৃতিকথা, তাই না?ফোনটাকে আমরা কত যত্ন করে তুলে রাখতাম। কেউবা আবার হারিয়ে যাবার ভয়ে শো কেইসে তালাবন্ধ করে রাখত। ;?  একটু যেন পানির ছিটে না লাগে তাই সামলে রাখতো কেউ কেউ। আরো কত কি!ইনবক্সে জমা থাকত কত মজার মজার এস এম এস। এক একটা ইনবক্স যেন একটা জীবন্ত ইতিহাস। কারো কারো আবার থাকতো বিশেষ কারো জন্য অপেক্ষা। অপেক্ষমমান ব্যাক্তির যার জন্য অপেক্ষা তার আবার ফোন না থাকলে প্যারা থাকত, অন্যের ফোন থেকে মিসডকল মারতে হত কিনা। :p  তারপর আসি রিংটোনে। নোকিয়ার সেই রিংটোন শুনলে এখনো মন কেমন করে উঠে না? সত্যি বলবেন! মনে হয় না, যে কে যেন আপনাকে স্মরণ করল?

আজকাল ফোন যেমন সবার হাতে হাতে, তেমনি কলও আসে অহরহ। তাই আগেকার সেই ফোনাবেগ আজকাল আর তেমন একটা দেখা যায় না।

তবে যাই হোক, প্রথম প্রেমিকের জায়গা যেমন কেউ নিতে পারে না, তেমনি প্রথমবারের সেই নোকিয়া ফোনের স্মৃতি মুছে ফেলা যায় না।

এভাবেই নতুনেরা এসে পুরাতনের জায়গা দখল করে নেয়। ঠিক যেমন ২০১৭ দখল করতে যাচ্ছে ‘১৬ র জায়গা। তবুও আমরা পুরোনো স্মৃতি বুকে নিয়ে নতুন করে বাঁচি।  :v

(3 -{@ (3  শুভ হোক ২০১৭।  (3  -{@  (3

১৩১৪জন ১৩১৪জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ