পক্ষাঘাতগ্রস্থ সময়

নীলাঞ্জনা নীলা ২৯ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১২:২৫:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২০ মন্তব্য
থেমে যাওয়া...
থেমে যাওয়া…

দু’হাত দিয়ে কুয়াশা সরিয়ে আকাশ দেখতে চেয়েছি
সিঁথির মতো একফালি চাঁদের কি আর অমন শক্তি আছে
কুয়াশার বুক চিড়ে আকাশের সাথে মিতালী করার?
পৃথিবীর কোনো নিয়ম মেনে না চলার ইচ্ছে নিয়ে বাইরের পথে পা ফেলেছি
গল্পে শোনা সেই তেপান্তরের মাঠ পেরিয়ে দূর থেকে বহুদূরে যাবার
নারী কখনো পথিক হতে পারেনা এ কথাকে মিথ্যে করে দিতে গিয়ে
হেরে এসেছি ভরপুর আবেগ ভরা এ হৃদয়।
নিঃস্তব্ধতার রাতের মাঝে জল আর হাওয়ার কথোপকথনে সঙ্গী হতে গিয়ে
ভোরের প্রথম আলোকেই আর খুঁজে পাইনি—
আকাশের বুকে কুয়াশার শামিয়ানা,
পথের পাশে ব্যথিত নারী-আবেগ,
আর;
রাতের স্তব্ধতায় জলীয় বাষ্প জড়িয়ে বাতাসের আনাগোনা—
তবুও আজও ভালোবাসাই পঙ্গু হয়ে মুখ থুবড়ে পড়ে থাকে,
পথ কেটে হৃদয়ের কাছে যাওয়া হয়না তার।

হ্যামিল্টন, কানাডা।

***অনেক প্রিয় এই ছবিটা আমার, আর ওই পথটিও। নাহ এ জীবনে আর কখনোই যাওয়া হবেনা ওই পথটি ধরে। শুধু এটুকু জানি। ওই পথে যে ভাবনা নিয়ে চলছিলাম, তার বদল হয়নি আজও। ভাবনাও মাঝে-মধ্যে একেবারে আজীবনের জন্য স্থির হয়ে যায়।**

৫৭১জন ৫৭২জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ