গল্প যদি অল্প’টি হয়

পাগলা জাঈদ ২৮ অক্টোবর ২০১৬, শুক্রবার, ০৪:৫৪:০৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য

আয়-

রাতের চোখে ঘুম মেখে দেই
পথের বুকে পথ এঁকে দেই
গল্প যদি অল্পটি হয়
নদীর বুকে জল ঢেলে দেই।

অথবা চল শুনবো হাসি
মেঘের দেশে পাখির নেশা
ডানায় ডানায় খরের কুটো
থমকে জীবন তিলকপরা
আয়-
তোর কপালে চাঁদ তুলে দেই।

কাঠবিড়ালি আদরখেকো
তোর দূ’চোখে ভাসবে যখন
আসবে গোধুল্ পঙ্খীরাজে
হাজার বিকেল নীল আয়োজন
তার থেকে ঠিক একটু দূরে
একলা ডাহুক তাকিয়ে অবাক
বলব তখন অপার মায়ায়
আয়-
তোর দু’হাতে নীল গুঁজে দেই।

সোডিয়ামের জোছনা কুমার
নগর জুড়ে হাটছে একা
চেনা পথের গন্ধ সোঁদা
সেখানটা তেই তোদের দেখা
দেহের ওম’টা শুদ্ধ ছিল
সময় ছিল পবিত্রতা
ঈশ্বর সে দাঁড়িয়ে ছিল
সৃষ্টি তে যার সব বারতা
আয়-
তোকেও আমি সৃষ্টি শেখাই।

পাহাড় সেতো বন্ধু আমার
শৈশব টা ওদের সাথেই
ওই যে নদী নৌকা সমেত
সেই যে জাড়ুল সবুজ ছায়া
আমিও ছিলাম ওখানটাতেই
আয়-
তোকেও কিছু সবুজ বিলাই।

অঢেল আলোর রাত যদি চাস
কোল জুড়ে তুই ঘুমিয়ে লাজুক
কাটিবো বিলি মেঘের কেশে
শূন্য তে তোর পবিত্র মুখ
জ্বলবে দূরে হিংসুটে চাঁদ
অমন প্রণয় হয় কী করে
রঙের ধনু’র কৌটা খুলে
মিশিয়ে দেবো তোর সিঁদুরে
আয়-
নতুন আরেক গল্প শোনাই।

৬৭৬জন ৬৭৫জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ