আমিতো বুঝিনা ঠিক কবে বরষা কবে বসন্তদিন
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন ।।
খুঁজে খুঁজে মরি মিছে রাত না কি দিন
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন ।।
সবুজ ঘাসে ওকি ভোরের শিশির
নাকি আলো– রজনীর আঁখিনীড় ।
এসব যতই ভাবি ততো দিশাহীন
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন ।।
খেয়ালী বাতাস দেখে যায় রেখে যায়
চেনা চেনা বাস
আমারতো পথ নেই, পথের আমি
কিছু মিছে পিছু ডাকে থমকে থামি ।
ফিরে সেই চোখ দেখি, সে আশাও ক্ষীণ
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন ।।
★★★ শ্রীকান্ত আচার্যা এর গাওয়া এ গানটি এত অসাধারণ লেগেছে যে লিরিকটা শেয়ার করবার লোভ সামলাতে পারলাম না ।।
৮টি মন্তব্য
আদিব আদ্নান
শ্রীকান্তের এ গানটি আগে শুনিনি ,
কিন্তু লিরিক পড়ে না শুনে পারব না ।
খসড়া
গানটা গেয়েছেন শ্রিকান্ত, কিন্তু ভাই গীতিকার, সুরকারের নামটাও দিয়ে দিলে পোস্টটি পূর্নতা পেত।
স্বপন দাস
খসড়া @ ধন্যবাদ ভাই, গানটির গীতিকার ও সুরকার শিল্পী নিজেই ।।
বনলতা সেন
শুনে দেখতে হবে ।
জিসান শা ইকরাম
আমি শুনিনি আগে —
কথাগুলো সুন্দর
স্বপন দাস
শুনে দেখুন ।। নিশ্চয় ভালো লাগবে ।। লিংক টা দেয়ার চেস্টা করেছিলাম, ফেসবুকে চলে গেছে ।। Ami to bujhina thik- Srikanta লিখে ইউটিউব এ গেলেই পেয়ে যাবেন ।।
ছাইরাছ হেলাল
শুনলাম সুন্দর গানটি ।
লীলাবতী
গানটি অনেক সুন্দর । (y)