আমি-ই সব্যসাচী...
আমি-ই সব্যসাচী…

মৃত্যুর আগে মরবো না আমি, তুমি নিশ্চিন্তে থাকো হে পৃথিবী।
সবুজের মধ্যে বর্ষার জলে চোখ ভেঁজাবো;
তারপর,
ধূলো-বালির প্রতিবাদী নগরীতে বাতাসে এই নি:শ্বাসের স্পর্শ রেখে,
বুড়িগঙ্গার জলের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখবো।
মৃত্যু তো চিরন্তন!
সেই সীমাহীন মৃত্যুকে সীমায় বেঁধে দেয়া হয়েছে বলে কান্না কেন?
সব্যসাচী মানে বোঝো? যে দু’হাতে একইভাবে সমান কাজ করতে পারে।
আমি সেই সব্যসাচী দু’হাতে মৃত্যুকে জড়িয়ে নিয়ে
একই সাথে দু’হাতেই মৃত্যুকে ফিরিয়ে দিতে জানি তাচ্ছিল্যের সাথে।
তাই মৃত্যুর সামনে মরবো না আমি,
জন্ম দিয়ে যাবো আরেক আমায় আর এ জন্মের স্মৃতি।

মৃত্যুর সামনে মরবো না আমি...
মৃত্যুর সামনে মরবো না আমি…

হ্যামিল্টন, কানাডা
২ সেপ্টেম্বর, ২০১৬ ইং।

৬৭২জন ৬৭২জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ