কি হয় যদি এক ঘর নি:স্তব্ধতা স্থবির হয়ে পড়ে থাকে ঘরেরই কোণে,
কিংবা জানালার বাইরের একটুকরো আকাশের গায়ে?
নি:শ্বাসে যদি নি:শ্বাস না ছোঁয়,
গ্রীষ্মের সবুজে ফুঁটে ওঠা ফুল থেকে সুঘ্রাণ না নেয়া যায়, কিইবা হয়?
চোখের মধ্যে বৃত্তাকার একটি জীবনের সাথে একঘেঁয়ে মুহূর্তগুলি যোগ হয়ে চলৎশক্তিহীন আজ।
কারো কোনো ক্ষতি হয়নি তো!
তাহলে আর কি!!
চলুক না এমন করেই, এভাবেই—
এমন একদিনের প্রতীক্ষায় থাকা হোক,
যেদিন ঘাড়ের উপর নি:শ্বাস ফেলে কেউ বলবে, “এই মেয়ে চলো।”
হ্যামিল্টন, কানাডা
১৩ জুলাই, ২০১৬ ইং।
৪৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
না, তেমন কিছুই হয় না,
নিঃশ্বাসে গলে চুঁইয়ে পড়ার উষ্ণতা মন ঠিক ই টের পায়।
সময় যে বয়ে গেল প্রতীক্ষায়! বলবে বলবে, শুধু ঘাড়ে নয় সারা ‘ঘরময়’ তপ্ত নিঃশ্বাস ফেলবে,
নীলাঞ্জনা নীলা
আপনি দেখি বেশ জানেন!!! 😮
ধন্যবাদ জানালাম।
মোঃ মজিবর রহমান
চলুক সবাই ক্ষতি কি প্রক্রিতির অমোঘ ধারায়।
খুব ভাল লাগলো আপু।
চাওয়া এমন সহজ সরল ভালই ।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই চলছে, চলবে।
প্রতীক্ষাকে সহজ-সরল করে রাখতে হয়। আমার মত।
ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা অবিরত।
নীলাঞ্জনা নীলা
🙂 -{@
মৌনতা রিতু
যদি জিনতে কি যে আমার আকুলতা।।।।।।।।।।
এভাবে যাক না চলে অনেকটা দিন,
ভাল লেগেছে। -{@
নীলাঞ্জনা নীলা
“এমনি করেই যায় যদি দিন যাকনা।” কি বলো আপু?
ভালো থেকো। -{@
শামীম আনোয়ার আল- বেপারী
চলুক না এমন করেই, এভাবেই—
এমন একদিনের প্রতীক্ষায় থাকা হোক,
যেদিন ঘাড়ের উপর নি:শ্বাস ফেলে কেউ বলবে, “এই মেয়ে চলো।” ……… অনেক ভালো হইছে…… (y)
নীলাঞ্জনা নীলা
অসংখ্য ধন্যবাদ। 🙂
ইঞ্জা
ভালো লাগা রইল আপু। 🙂
নীলাঞ্জনা নীলা
ভালো লাগাটুকু সাদরে গৃহীত হলো। 🙂
ইঞ্জা
😀
নীলাঞ্জনা নীলা
😀
নাসির সারওয়ার
অপক্ষা ভালো না, বেশ কঠিন ব্যাপার যা সামলানো সবার কম্য নয়। এসব বাদ। তার চেয়ে “এই ছেলে চলো” হয়ে যাক…।।
নীলাঞ্জনা নীলা
ঠিক আছে ভাইয়ূ।
আপনি যা বলবেন তাই-ই হবে। 🙂
নাসির সারওয়ার
আমার আপুনি দেখি লাইন বরাবরই আছে!!!
নীলাঞ্জনা নীলা
ভাইয়ূ আপনার আপুনি বলে কথা! 😀
জিসান শা ইকরাম
ব্যাপারনা,
ভাল কবিতা।
নীলাঞ্জনা নীলা
নানা কি ব্যাপার না? ;?
জিসান শা ইকরাম
ঘাড়ের উপর কেউ নিঃশ্বাস ফেলে না বললেও ব্যাপার না।
নীলাঞ্জনা নীলা
ওহ এটা? ঠিক ঠিক। ব্যাপার না। 😀
ইঞ্জা
অনন্য লিখণীতে মুগ্ধতা রইল আপু।
নীলাঞ্জনা নীলা
এতো বুঝি ভালো লেগেছে? আপনার দ্বিতীয় মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। 🙂
ইঞ্জা
:D)
নীলাঞ্জনা নীলা
:D)
ইলিয়াস মাসুদ
ছবিতে লিখার দারুণ পুর্নতা পেয়েছে, খুব খুব সুন্দর লিখা,এমন লিখা অজস্র চাই -{@
নীলাঞ্জনা নীলা
ছবিটা আমি তুলেছিলাম।
আমার বন্ধু দাঁড়িয়েছিলো, ও জানেওনি একফাঁকে তুলে ফেলেছিলাম।
লেখার চেষ্টা থাকে ইলিয়াস ভাই। কিন্তু কখনো আসে, কখনো কিছুই আসেনা।
ভালো থাকুন। 🙂
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
দারূণ হয়েছে
তবে অপেক্ষা যদি বেশি সময় হয় তবেতা ভাল নয় মোটেই
নীলাঞ্জনা নীলা
অপেক্ষা তো বে-হিসেবী হয়। জানেন না?
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে।
অলিভার
হয়তো কিছুই হয় না।
কিংবা হয়, নয়তো এই যে এত প্রতীক্ষা, তা কার জন্যে? কিসের জন্যে??
এমন চমৎকার লিখা কিভাবে লিখেন সেটা শিখিয়ে দিলে আমি আমার হিজিবিজি কিভাবে লিখি তা বলে দিবো :p
নীলাঞ্জনা নীলা
লেখাটা পুরোপুরি ছবি থেকে নেয়া। আমার বন্ধু লেকের পাড়ে দাঁড়িয়ে ছিলো। ও জানেও না ছবিটি যে তুলেছি।
তারপরেই না লিখলাম। বুঝেছেন এখন?
এবারে আমায় হিজিবিজি লেখা শিখিয়ে দিন প্লিজ। 🙂
অলিভার
বুঝিনি!!
কিভাবে শুধুমাত্র একটা ছবির দিকে তাকিয়ে এমন চমৎকার গল্প বলতে পারেন সেই ফর্মুলা বলতে হবে। তারপর না হয় হিজিবিজি লেখা শিখিয়ে দেবার কাজ নিয়ে ভাবা যাবে :p
নীলাঞ্জনা নীলা
এই সেরেছে! পালাই পালাই! \|/
কিন্তু পালিয়ে যাবো কোথায়? ;?
“ঠাঁই নাই, ঠাঁই নাই” ছোটো এই জগৎ যে আমার। 😀
শুন্য শুন্যালয়
ছবিটা চমৎকার হয়েছে। শিরোনামের অর্থ বুঝতে পারিনি, প্রতিক্ষা করছে এমন?
আজরাইল বুঝি এত মিষ্টি করে বলে? 🙂 তোমার প্রত্যেকটি লাইনেই ভালো লাগার অনুভূতি কাজ করে। নিয়মিত ছুরি চালালে যেমন সার্পনেস থাকে, তেমন 🙂
নীলাঞ্জনা নীলা
প্রতীক্ষ্যমাণ থেকে প্রতীক্ষ্যমাণা। হুম প্রতীক্ষা করছে এমন। প্রতীক্ষ্যমাণা শব্দটি স্ত্রীলিঙ্গার্থে।
আরে আজরাইল আমার সাথে ভয়ে প্রেমই করেনা। কারণ কতোবার যে মৃত্যুর হাত থেকে বেঁচেছি! 😀
সে ভেবেছে আমার সাথে প্রেম করলে আবার না পৃথিবীতে এসে থাকতে হয়!! :p :D)
শুন্য আপু প্রত্যেকটি লাইন-ই ভালো লাগে? তাহলে বোঝো আমার কি অবস্থা, তোমার প্রত্যেকটি শব্দই আমার বড়ো প্রিয়। -{@
ব্লগার সজীব
ভাল লেগেছে কবিতা ++++++++++
নীলাঞ্জনা নীলা
এত্তোগুলো প্লাস!!!!!! 😮
ভাভু ভাইয়া আমার তো এখন নাচতে ইচ্ছে করছে 😀 \|/
মুহাম্মদ আরিফ হোসেইন
যেদিন ঘাড়ের উপর নি:শ্বাস ফেলে কেউ বলবে, “এই মেয়ে চলো।”- এ কথা বললেই চলবেই?
কবিতা ভালো লাগছে আপু।
নীলাঞ্জনা নীলা
আমার মাথা খারাপ নাকি? বললেই চলবো? অসম্ভব!
ভাব ধরে বলবো, এই ছেলে ভাগো। 😀
ধন্যবাদ আরিফ।
মুহাম্মদ আরিফ হোসেইন
তাহলে বলে দিন ” ভাগো বলার আগে কি বলতে হবে। :p
নীলাঞ্জনা নীলা
ভাগো বলার আগে বলতে হবে বসেন। 😀
আবু খায়ের আনিছ
কিছুই হবে না,
আমি আর তোমার জন্য অপেক্ষা করি না,
প্রতিক্ষা শব্দটাই তোমার জন্য রেখে দিলাম।
নীলাঞ্জনা নীলা
আনিছ ভাই যাক ভাবীর জন্য প্রতীক্ষা শব্দটি রাখলেন। 😀
আবু খায়ের আনিছ
নিরুত্তর দিদি। সময় অনেক কিছুই বলে দেয়। জানতে পারবে নিশ্চয়।
নীলাঞ্জনা নীলা
অপেক্ষায় রইলাম সেই সময়ের জন্যে আনিছ ভাই। 🙂
শান
শুধুই মুগ্ধতা… :c (y)
নীলাঞ্জনা নীলা
অসংখ্য ধন্যবাদ আপনাকে শান।
ভালো থাকুন। 🙂