অবশেষে বৃষ্টি এলো শীতলস্বস্তির পরশে,
ভেজাবৃষ্টির হাসিআনন্দ নিয়ে, তুমুল উচ্ছ্বাসে
হাহুতাশ চেপে, রোমান্টিক ভুঁইফোঁড়ের বেশে!
রাজকীয়তায় মাথা মুড়িয়ে, স্তব্ধক্লান্তি ঝেরে;
স্বপ্নসঞ্জীবনী আনন্দাকাশের অপরূপ ডালি নিয়ে,

ক্রমাগত ভিজে যাওয়া,
ঝড়জলে হুটোপুটি খাওয়া
বৃষ্টিনদীতে ঝাঁপিয়ে পড়া,
এক চিলতে সোনারোদ্দুরে উঁকি দেয়া,

৫১৪জন ৫১৪জন

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ