অবশেষে বৃষ্টি এলো শীতলস্বস্তির পরশে,
ভেজাবৃষ্টির হাসিআনন্দ নিয়ে, তুমুল উচ্ছ্বাসে
হাহুতাশ চেপে, রোমান্টিক ভুঁইফোঁড়ের বেশে!
রাজকীয়তায় মাথা মুড়িয়ে, স্তব্ধক্লান্তি ঝেরে;
স্বপ্নসঞ্জীবনী আনন্দাকাশের অপরূপ ডালি নিয়ে,
ক্রমাগত ভিজে যাওয়া,
ঝড়জলে হুটোপুটি খাওয়া
বৃষ্টিনদীতে ঝাঁপিয়ে পড়া,
এক চিলতে সোনারোদ্দুরে উঁকি দেয়া,
২৮টি মন্তব্য
মৌনতা রিতু
কদম তলে ভিজব আমি,
ঐ কদমের সুবাসে মাতাল হব।
রাজহংসির নাচের তালে,
নাচব আমি নূপুর পায়ে রিনিঝিনি।
একটু যেন আদর পেয়ে,
রাজহংসি ডুব দিল ঐ
আমি লজ্জায় লাল হলাম,
তোমার গন্ধ গায়ে মেখে।
,,,,,,,,,,,,,।,,,,,,,,,,,,,।,,,,,,,,,,,,,,,,।
আর মিলছে না। শব্দ পালালো।
বাহ! মন্তব্যে কবিতা ! খাইছে এইবার।
ছাইরাছ হেলাল
কবিতায় মন্তব্য!!
তবে রাজহংস ও রাজহংসীর ব্যাপারটি বিস্তারিত বর্ণনা পেলে
আরও আনন্দ পেতাম।
নাসির সারওয়ার
এই গরমে এই লেখা!!!
রোদবৃষ্টি! মানে কি!
পরে আসছি যদি কিছু উদ্দার হয়। সম্ববনা খুবই ক্ষীন।।।।।
ছাইরাছ হেলাল
গরমেই তো ইট্টু বেশি বৃষ্টি দরকার।
সব কিছুর মানে বলে দেয়া ঠিক না,
আচ্ছা, অপেক্ষায় রইলাম।
জিসান শা ইকরাম
এমন বৃষ্টি যদি সবার জীবনে আসতো,
আহা আকাঙ্খিত এমন বৃষ্টি কবে পাবো,
ছাইরাছ হেলাল
এগুলো সবার জন্য নয়,
অতি দূর্লভ, দুষ্প্রাপ্যও বটে!
জিসান শা ইকরাম
চিন্তাইতে আছি কীভাবে সোনালী রোদবৃষ্টি আসে,
কীভাবে এক চিলতে সোনারোদ্দুর উঁকি দেয়,
যাক এগুলো সবার জন্য নয়।
ছাইরাছ হেলাল
সোনালী রোদবৃস্টি আসে এবং সোনারূদ্দুরও উঁকি দেয়।
সোনা খুবই মায়াময়,
তবে সবার জন্য না, এটি মহা সইত্য;
লীলাবতী
সোনাবৃষ্টি আমারও লাগপে 🙂
ছাইরাছ হেলাল
ওটি হপে না কিছুতেই।
লীলাবতী
কেন হপে না? আপনি একা নিবেন নাকি? 🙂
ছাইরাছ হেলাল
আমার পোড়া কপালে এত সুখ ল্যাহা নেই,
চওড়া কপাল যে কার তা জানি না, ভাই।
নীলাঞ্জনা নীলা
সোনা রোদ্দুরের ঝলকানি দেখছি!
অবশ্য তার আগে বৃষ্টির তোড়ে ভেসে গিয়েছিলো প্রকৃতি আর ভিঁজে গেলো সোনেলার শুষ্ক উঠোন।
অনেকদিনের পরে বৃষ্টির সাথে কবিতার আলোও খেলা করছে। এ যেনো নীল আকাশে মেলা রঙধনু।
ছাইরাছ হেলাল
মন্তব্যের দেখি পাখা মেলছে, আবার রং ও,
বৃষ্টি আমার প্রিয় ঋতু,
নীলাঞ্জনা নীলা
বৃষ্টি বুঝি আপনার প্রিয় ঋতু? একেবারেই জানতাম না।
আরে মন্তব্য পাখনা তো মেলবেই, সোনেলার আকাশ যে সীমানা ছাড়িয়ে। 🙂
ছাইরাছ হেলাল
মাপ ঝোপ করে ফেলেছেন এরই মধ্যে!
আবু খায়ের আনিছ
বৃষ্টি চাই আজ রাতে, যাত্রা করিব সুদূরে।
ছাইরাছ হেলাল
যাত্রা শুভ হোক, সুদূর হোক কাছদূর,
এ কামনা করি।
মোঃ মজিবর রহমান
স্বপ্নডানা মেলুক
স্বপ্ন বুনুক
জীবন গড়ুক
শান্তিতে থাকুক।
ছাইরাছ হেলাল
সবাই থাকুক সুখের শান্তিতে এই ঈদে।
মেহেরী তাজ
বৃষ্টি ঠিক আছে কিন্তু সাথে আবার রোদ কেনো?? ;?
ছাইরাছ হেলাল
শুধু ভিজে ভিজে ঠান্ডা যাতে না লেগে যায় তাই
সামান্য রোদের ব্যবস্থা!!
মেহেরী তাজ
তাইলে ঠিক আছে! আমার জন্য তো খুব খুব ঠিক আছে! 🙂
ছাইরাছ হেলাল
ঠিক থাকলেই সব ঠিক,
অলিভার
ক্রমাগত ভিজে যাওয়া,
ঝড়জলে হুটোপুটি খাওয়া
বৃষ্টিনদীতে ঝাঁপিয়ে পড়া,
এক চিলতে সোনারোদ্দুরে উঁকি দেয়া
উফ! কি অনুভূতি (3
তৃষ্ণায় তপ্ত হৃদয় যখন বৃষ্টির জন্যে হাহাকার করতে থাকে তখনই কেবল এমন ভাবে মনের আকুতি প্রকাশ পায়।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ, ভাল লাগল আপনাকে দেখে,
একটু সময় দিলে মন্দ হয় না, অযুত ব্যস্ততার! মাঝেও।
বৃষ্টির আকুলতা আমাদের থাকেই।
শুন্য শুন্যালয়
বৃষ্টিবন্দনা? ধ্যুত তেরী, কবিত্ব চুলোয় যাক, বৃষ্টিতে লাইফ বরবাদ হয়ে যাচ্ছে। সব বৃষ্টি কবির দেশে চলে যাক আল্লাহ, আমাগোরে রোদ দাও।
ছাইরাছ হেলাল
বুঝতে পেরেছি সোনাদের খবর পেয়েছেন,
বৃষ্টির দেবীকে বন্দনা আমাদের করতেই হয়, বৃষ্টি নদীতে ঝাঁপানোর একটি ব্যপার
আছে যে।