অবশেষে বৃষ্টি এলো শীতলস্বস্তির পরশে,
ভেজাবৃষ্টির হাসিআনন্দ নিয়ে, তুমুল উচ্ছ্বাসে
হাহুতাশ চেপে, রোমান্টিক ভুঁইফোঁড়ের বেশে!
রাজকীয়তায় মাথা মুড়িয়ে, স্তব্ধক্লান্তি ঝেরে;
স্বপ্নসঞ্জীবনী আনন্দাকাশের অপরূপ ডালি নিয়ে,

ক্রমাগত ভিজে যাওয়া,
ঝড়জলে হুটোপুটি খাওয়া
বৃষ্টিনদীতে ঝাঁপিয়ে পড়া,
এক চিলতে সোনারোদ্দুরে উঁকি দেয়া,

১জন ১জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ