আষাঢ় এলো, এলো বর্ষণ

রিতু জাহান ১৫ জুন ২০১৬, বুধবার, ১২:৫৬:৫৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

13394200_1750176228574210_1543665298496003710_nd
তোমার অদৃশ্য উপস্থিতির পরশ লাগে গায়ে
তোমাকে ছুঁয়ে আসে যে বাতাস,
তাঁতে কোনো শব্দ নেই, আছে শুধু শীতল পরশ।
রেল লাইনের ঐ পথে দিগন্তের ঐ কোনে, তোমার অনুভবে,
স্বর্গীয় এক আনন্দ ছুঁয়ে যায় আমায়।
আমার ছুঁয়ে যাওয়া বাতাসে আছে রক্তিম উত্তাপ,
তপ্ত হবে তুমি।
এ সবুজ পৃথিবীও শীতল করতে পারেনি এ তপ্ত বাতাস।
শুধু বর্ষণ হলেই শীতল হবে এ বাতাস।

বর্ষণ হলে, কাল মুখি ঐ মেঘ তার মালিন্য মুখে মুক্ত ঝরা হাসি দিবে, আকাশে নীলাভ ছড়াবে।
তৃষ্ণার্ত ফুলেরা আজ নেচে উঠেছে, শান্ত শুকোনো নদী ও আজ বড়ই চঞ্চল।
আজ মেঘ গর্জন করবে, আকাশের নীলিমা হঠাৎ পালাবে, পাহাড়ের ঝর্না আজ নতুন স্বপ্নে সাজবে।
আজ আষাঢ়ের প্রথম দিন। ঐ হংস মিথুনদের সাথে আমিও এলোচুলে নাচব।
13418374_1750176841907482_2668568901064388377_o

৭১৫জন ৭১৫জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ