কোনো উপমাই বাকী রাখোনি
তাই ফোঁটেনা উপমার কোনো ফুল
আমি নিত্য-নতূন একেকটি শব্দ সাজিয়ে দেখি
সেই সকল শব্দে কিংবা বাক্যে তোমারই আনাগোণা
আমার খুব রাগ হয়
আবার গোপন অভিমান
কতো চেষ্টা করেছি
তোমার স্পর্শহীন উপমার ফুল দিয়ে একটি অনুভূতি বৃক্ষের জন্ম দিতে
স্থির আকাশের নীল থেকে চলমান মেঘ নিয়ে
গহীন অরণ্যের চঞ্চল সবুজ পাতাকে ভিঁজিয়ে দেই বৃষ্টি হয়ে;
তবু যদি নতূন কিছু ভাবনা আঁকতে পারি!
কিছুই হয়না আদতে।
শব্দ আর অলঙ্কারে সেজে ভাবনাগুলো হয়ে যায় রূপসী রমণী,
কবিতা হয়না কিছুতেই।
আমার সুপ্ত ইচ্ছে,
অতল সাধ, সবটুকুন দিয়েও কিছুই নতূন হয়ে ওঠেনা।
আচ্ছা , একটি উপমা কি রাখা যেতোনা আমার জন্যে ?
এন্টিগোনিশ , কানাডা
২৩ সেপ্টেম্বর , ২০১১ ।
**”তুমি কেমন করে গান করো হে গুণী !” তাই “আমি কান পেতে রই”…তোমার গানে নিজে আনন্দ পাবে আর আমাকে পোড়াবে , তা তো হয়না…”তাই তোমার আনন্দ আমার পর” বুঝেছো ? তবুও কামনা করি “নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে…শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল-নির্মল জীবনে…”
শুভ জন্মদিন কবিগুরু…তোমার থেকেই তোমাকে নিয়ে তোমায় দেয়া অক্ষর-বাণী-সুর…
“হে নূতন,
দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ
তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন
সূর্যের মতন……”
♪কবিগুরু লহ প্রণাম ♪
২৪টি মন্তব্য
মারজানা ফেরদৌস রুবা
কবিগুরু, শ্রদ্ধাঞ্জলি……..
নীলাঞ্জনা নীলা
আপু গান গেয়ে পৌঁছে দিলাম আপনার শ্রদ্ধাঞ্জলি।
মারজানা ফেরদৌস রুবা
অনেক ধন্যবাদ
নীলাঞ্জনা নীলা
ভালো থাকুন রুবা’পু।
লীলাবতী
শুভ জন্মদিন কবিগুরু -{@ একমাত্র মানুষ উনি যার তিনটি লেখা তিন দেশের জাতীয় সঙ্গীত 🙂
নীলাঞ্জনা নীলা
আসলেই ভাবলেই কেমন লাগে। আমাদের বাঙ্গালীর গর্ব আমার বুড়ো।
বহু বছর আগে একটা প্রবন্ধ লিখেছিলাম, রবীন্দ্রনাথ শুধু একজন ব্যক্তি নন, একটি বিশাল প্রতিষ্ঠান।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুভ জন্মদিন কবি গুরু গর্বিত আমি বাঙ্গালী তোমার মতো কবি সাহিত্যিক পেয়েছিলাম বলে বাংলা সাহিত্য আজ সমৃদ্ধ। -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই আমাদের বাংলা সাহিত্যকে কতোটা সমৃদ্ধ করেছেন তিনি, গর্ব হয় বাঙ্গালী হিসেবে।
মৌনতা রিতু
ভাল লাগা রেখে গেলাম।
ধরেই নেও না, আপু, সব উপমা তোমাকে নিয়ে।
নীলাঞ্জনা নীলা
মৌনতা আপু সত্যি!!! আমার জন্যে রেখে গেছে বুড়ো তার সব উপমা? আহা প্রজাপতি এ মন ওড়ে যখন-তখন। 😀
ইকবাল কবীর
গানটা বরাবরই আমার প্রিয়। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
নীলাঞ্জনা নীলা
বুড়োর কোনো গানই আমার অপ্রিয় নয়। এমনই যাদু করেছে এই বুড়ো। 🙂
জিসান শা ইকরাম
শুভ জন্মদিন আমাদের প্রিয় কবিগুরু -{@
কোন উপমাতেই কবিগুরুকে আনা যায় না
বাঙ্গালী মাত্রই কবিগুরুর প্রেমিক প্রেমিকা।
নীলাঞ্জনা নীলা
কি বললে এটা নানা? জানো আমার বুড়ো তার সব উপমা আমার জন্যেই রেখে গেছে? মৌনতা আপুর মন্তব্য পড়ো। 😀
আগুন রঙের শিমুল
শুভ জন্মদিন বুইড়া
নীলাঞ্জনা নীলা
বুড়ো আমার কথা শোনে শুধু। :p
তাই পাঠিয়ে দিলাম আপনার শুভেচ্ছা। 🙂
আগুন রঙের শিমুল
বুড়োরে বইলেন সব কিছু লিখে রেখে যাওয়ার কি দরকার ছিলো? আমারা এখন শব্দ হাতরে মরি
নীলাঞ্জনা নীলা
চলুন বুড়োকে গিয়ে ধরে আনি স্বর্গ থেকে।
ব্লগার সজীব
শুভ জন্মদিন কবিগুরু -{@ সব উপমা আপনার জন্য? আমি কি কিছুই পাবো না ? 🙁
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া আমি পেলে আপনাকেও দেবো, ঠিক আছে? খুশী? 😀
সালমা আক্তার মনি
রবীন্দ্রনাথ আমাদের সমগ্র অনুভূতির নাম। নীলাপু আপনি তো দারুন নাম দিয়েছেন! আমার বুড়ো।
নীলাঞ্জনা নীলা
আরে মনি আপু আপনি জানেন না আমি সকলের রবীন্দ্রনাথকে আমার বুড়ো বলে ডাকি, আর কবি জীবনানন্দকে আমার আনন্দ। 🙂
খসড়া
অনেক দেরি হয়ে গেল পোস্ট পড়তে।
নীলাঞ্জনা নীলা
খসড়া আপু দেরী হলেও যে পড়েছেন, তার জন্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন।