কেউ আমাকে নিয়ে একটা কবিতা লিখুক
লিখুক আমি ফুল কনফিডেন্স নিয়ে বলি, আমি সুন্দরী
রোদের আদর গায়ে মেখে ঘুরে বেড়াই শহর ছেড়ে গহীন অরণ্যে
সাধের লাল চুল কর্মদোষে হয়েছে কমলা আর দোষটা দিক ঠিক আকাশকে।
কেউ অন্তত লিখুক আমার প্রত্যেক বৃহস্পতিবারের চোষাময় দিনের কথা
সাত সকালে যাত্রী ছাউনিতে বসে থাকা অবস্থায়;
ক্রাশ খেয়েছিলাম হ্যান্ডসাম অন্যের বাবার উপর।
লিখুক হঠাৎ মনে পড়া সেই ছেলেটার কথা আলপনা অঙ্কন করেছিল আমার গালে,
আচ্ছা ছেলেটা কি এখনও আগের মত আলপনা অঙ্কন করে, আছেতো ভার্সিটিতে!
আমি মেঘদল শুনি, চাকরি করি, চশমা পরি, বই পড়ি, অনুভব করি পরান মিয়া আর তুমি।
কাশফুল আকাশে তাই বুনোফুলের সাথে গল্প,
কবিতাময় সকালে প্রথম প্রেমের মত জাদুলাগা আধ-ঘোরে ছুঃমন্তর সব দুঃখ।
আমি এখন হেলথি ,ওয়েলথি এন্ড ওয়াইস হবার পথে,
সোনা-রুপা বাড়ি-গাড়ি নয় পরান মিয়া,আমি আপনার কাছে একটা স্কুটি কেনার টাকা চেয়েছিলাম।
পরান মিয়া তোমাকে টার্ন আউট করব পরম সিরিজে,
ইদানিং বখাটেপনার একশেষে উত্তীর্ণ হয়েছি, খুব সুন্দর এক ছেলেকে-
ভালো করে দেখার আগেই হারিয়ে গেলো জনসমুদ্রে।
লিখুক আমার চিন্তা-চেতনা, লজ্জা-নির্লজ্জ বার মাসিক ফ্যাক্ট
ফিলিং ব্লা ব্লা ব্লা… কারণ কেউ আমাকে নিয়ে একটা কবিতা লিখে না
তাই আমি চাই কেউ একজন, আমাকে নিয়ে একটা কবিতা লিখুক
আমি-আমার-এই আমাকে।
১৮টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অতীত মানুষকে ভাবায় যেমন তেমনি সামনে অগ্রসরের হানছানি দেয় আপনি তেমনি লিখেন। -{@
প্রলয় সাহা
তাই নাকি দাদা। যদিও আমি নিজেকে নিয়ে এতটা ভাবিনি কখনো। ধন্যবাদ, ভালো থাকবেন। 🙂
ইকবাল কবীর
সুন্দর লিখার জন্য ধন্যবাদ দাদা।
প্রলয় সাহা
অনেক ধন্যবাদ আপনাকে দাদা।
মৌনতা রিতু
অন্যের বাবার উপর ক্রাশ খাইলে কিন্তু উল্টে পড়ার সম্ভাবনা আছে। তাই সাবধান।
কবিতা লেখার লোক এখনো খুঁজে পেলেন না ?
আমরাই তাইলে খুঁজতে থাকি।
প্রলয় সাহা
লেখাটা পুরোটা একটা বড় বোনের ফেসবুক স্ট্যাটাস্ ঘেটে লেখা। আর আমি মানুষকে নিয়ে লিখতে ভালোবাসি। ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
আপনার ঐ আকুতি হোক পূরণ
আপনার ঐ নাতুস নুতুস দেহখানি
যুগায় যেন কবির কবিতার উপকরণ
তবেই আসিবে অমৃত কবিতাখানি
জয় কবির জয় হোক কবিতার।
প্রলয় সাহা
অনেক অনেক অনেক ধন্যবাদ দাদা।
ব্লগার সজীব
কত আশা করে এলাম শিরোনাম দেখে যে আমিই আপনাকে নিয়ে কবিতা লিখবো। কিন্তু দেখলাম চাচ্ছেন সুন্দরীরা লেখুক। সুন্দররা কি মানুষ না? কষ্ট পাইলাম কবি ভাই 🙁
প্রলয় সাহা
লেখাটা পুরোটা একটা বড় বোনের ফেসবুক স্ট্যাটাস্ ঘেটে লেখা। আর আমি মানুষকে নিয়ে লিখতে ভালোবাসি। আর আমি চাই না কেউ আমাকে নিয়ে লিখুক কারণ আমি অহম্ অ-পুরুষ। ধন্যবাদ আপনাকে।
ইলিয়াস মাসুদ
কবিতা আমার এমনিতে দারুন লাগে, তাতে এমন কবিতা পেলে তো কথায় নেই, খুব ভাল লাগা রইল দাদা
প্রলয় সাহা
ধন্যবাদ আপনাকে।
নীলাঞ্জনা নীলা
ইস! আমায় নিয়ে আমি আজ একটি কবিতা লিখবো।
অপরিচিত আর অনিন্দ্য-সুন্দর উপমা প্রয়োগ করে নিজের জন্যে যদি লিখি,
তাহলে কি এসে যায়!
কার কি ক্ষতি!!
কেউ আমায় নিয়ে লেখার আগেই ঠিক এখুনি আমায় নিয়েই লেখা শুরু করতে যাচ্ছি।
🙂
প্রলয় সাহা
হাহাহাহাহাহাহাহা। তাই দিদি?
নীলাঞ্জনা নীলা
😀
প্রলয় সাহা
হাহাহাহাহাহাহাহা। তাই দিদি? 🙂
খসড়া
কেউ কোন দিন বললনা ছিপছিপে কবিতার মত।
প্রলয় সাহা
আমিতো বললাম।