আঁধিয়ারীর বনবাস

ছাইরাছ হেলাল ১৫ মার্চ ২০১৬, মঙ্গলবার, ০৮:৪৭:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬২ মন্তব্য

12064375_10207578120202467_265571057_n
এখনও জাঁকিয়ে বসেনি আঁচহীন রাতের আকাশ, আলোরিক্ত দিগন্তের শিথানে অস্তরাগ মেলেছে ডানা গাঙ কবুতরের বেশে,
নিরাপদ অনিঃশেষ নিশ্চুপ, নেই সবর্ষন ঝড়ের ক্রুরচাহনি, অপেক্ষার নিঝুম আকাশবাড়ী আর কত দূর!!
সমুদ্রকোল ঘেঁসে নিস্তরঙ্গ দীর্ঘ সুনসান বালিয়াড়িতে শুধুই ধু ধু বালি, থেমে নেই নোনাস্নান আদ্দিকালাব্দি!
অনিকেত ধাতব হৃৎপিণ্ড!! তাও বিদ্ধ হতে চায় সবিষের ভোতাফলায়;
এইইইইই আদ্যা আঁধিয়ারী, আর দেরি কেন?? অপেক্ষার সূর্যনিঃশ্বাস আর যে সয় না!!
হৈমন্তী অরণ্যে নেই কোন পিছুটান, নেই কোন কোণাকুণি দৌড়ঝাঁপ, জেগে আছি জেগে ত্থাকি
রাতেরদিনে-দিনেররাতে গড়িয়ে যাওয়া জলচাহনিতে,
যদিও স্বপ্ন দেখি না আশারঅলকানন্দার!!
নাহ্‌,অনামুখো তুমি নও।

৬৬১জন ৬৬১জন

৬২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ