খুচরো খুচরো শব্দ খরচ করে কিছু বলতে চাই আমি
যথেষ্ট ধার-দেনায় ডুবে আছি
নি:শ্বাসের সাথে ঝুলে থাকা ক্রেডিট কার্ডটার ব্যালেন্সে
আর প্রেম-ভালোবাসা নেই, ফুরিয়ে গেছে;
হাই ইন্টারেস্ট দিয়ে শোধ করার চেষ্টা চলছে রোজ
এতো এতো “আমি-তুমি”র বাজারে পাঁচ পার্সেন্ট ডাটার উপর নির্ভর করে এই যে বলছি, এবং লিখছি;
কেউ কি বুঝবে কতো কষ্ট পঞ্চান্ন ডিগ্রী এঙ্গেলে নতুন করে বসতে শেখার গল্পে কি ভয়ঙ্করভাবে শিশুকাল মধ্যবয়সকে ধাক্কা দিচ্ছে?
সবাই কবিতার কথা বলে,
ভাবনা-বিলাসের এখনই প্রকৃত নাকি সময়!
হেলাল হাফিজই তো বলেছিলেন, এখন যৌবন যার, তারই নাকি যুদ্ধে যাবার প্রকৃত সময়! আচ্ছা ভাবনা-বিলাসের সময় কি তবে হাসপাতাল?
আমার না অনেক হাসি পায়।
কেউ তো জানেনা এই হাসিও কতো ঢঙের মাধ্যমে পাঁচ মিনিটের কলিং কার্ডের উপর ভর দিয়ে দিন থেকে রাতের কাছে পৌঁছায়! তর্জনী আর মধ্যমা এক করে ওখানে মিথ্যেগুলোকে প্যাঁচাই।
নাহ অনেক হলো!
খুচরো খুচরো শব্দ পাইকারি হারে খরচ করতে গিয়ে ক্রেডিট আবার পাবলিক মোবাইলের হাই ইন্টারেস্টের গ্যাঁড়াকলে পড়ুক, চাইনা।
প্রেম থাকুক ক্রেডিটের বাইরে, হাসপাতালের ব্যথাকাতর শয্যায়।
**এই শুনছো তোমাকেই বলছি, আছি আমি, থাকবোও।
হ্যামিল্টন জেনারেল হাসপাতাল, কানাডা
১৮ জানুয়ারি, ২০১৬ ইং।
দুর্ঘটনার পরে কানাডার হ্যামিল্টন জেনারেল হাসপাতাল হচ্ছে আমার ঠিকানা।কবে সুস্থ্য হবো, কবে প্রিয় সোনেলায় ফিরতে পারবো পূর্বের মত জানিনা। আমার জন্য সমবেদনা প্রকাশকারী প্রিয় মানুষদের প্রতি কৃতজ্ঞতা।
৩৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সকল যন্ত্রনার বিপত্তি শেষে আমাদের মাঝে আবার ও ফিরবেন
স্বমহিমায় এ আশা অবশ্যই রাখি।
নীলাঞ্জনা নীলা
আপনি এখন তাড়াতাড়ি ফিরে আসুন।
মারজানা ফেরদৌস রুবা
যাক, আশা করছি খুব দ্রুতই ফিরে আসবেন।
নীলাঞ্জনা নীলা
এক মাস প্রায়, বেশী কি দেরী হলো? 🙂
অনিকেত নন্দিনী
আশা করছি খুব জলদিই ফিরে আসবেন। আসতেই হবে। সোনেলার ভালোবাসার টান উপেক্ষা করা যায় নাকি? 🙂
নীলাঞ্জনা নীলা
মোটেই না। বাসায় এসে যখন ল্যাপুটা পেলাম, তখনই সোনেলা নীড়ে চলে এলাম। 🙂
অনিকেত নন্দিনী
আগেই তো বলেছিলাম সোনেলার ভালোবাসার টান উপেক্ষা করা যায়না। 🙂
নীলাঞ্জনা নীলা
সে তো যায়-ই না। কিন্তু দিদি কি যে বসার কষ্ট! সেলফোনে কেন যে হচ্ছে না। অসহ্য-বিরক্তিকর।
কি করি বলুন তো? 🙁
আমির ইশতিয়াক
আপনার শরীরের অবস্থা এখন কেমন? জানাবেন।
নীলাঞ্জনা নীলা
এখন বাসায়। তবে একটানা ঘন্টাখানেক বসতে কষ্ট হয়।
নাসির সারওয়ার
আরে জলদি জলদি সুস্থ হয়ে উঠুনতো।
ফিরে আসুন আমাদের কাছে সেই আপনি হয়েই।
নীলাঞ্জনা নীলা
ভাইয়ূ এলাম তো। আপনি কোথায়? ;?
অরুনি মায়া
তাড়াতাড়ি ফিরে এসো আপু | আমরা সবাই তোমার অপেক্ষায় আছি | 🙂
নীলাঞ্জনা নীলা
এসেছি তো আপু। 😀
অরুনি মায়া
কি মজা কি মজা ,নীল আপু এসেছে নীল আপু এসেছে 😀
নীলাঞ্জনা নীলা
-{@ 🙂
ব্লগার সজীব
হ্যাঁ নীলাদি শুনছি, আপনি যে থাকবেনই তা তো জানিই 🙂 আমাদের ভালোবাসা রেখে পালাবেন কোথায়? দ্রুত সুস্থ্য হয়ে ফিরে আসুন এই সোনেলায়। মিস করছি আপনাকে। আপনার ভালোবাসার উষ্ণতা পাচ্ছি আমরা সবাই।
লেখা ভালো লেগেছে।
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া অনেক কষ্টে ব্যথা নিয়ে লিখে নানাকে দিয়েছিলাম।
অনেক মিস করেছি আপনাদের সবাইকে এতোটা দিন।
মেহেরী তাজ
দ্রুত সুস্থ হয়ে যান আপু।
কদিন আগেই শুনেছি আপনার এক্সিডেন্ট এর কথা! কোথায় নক করলে আপনাকে পাবো বুঝতে পারছিলাম না! যাক সোনালায় দেখে ভালো লাগছে! 🙂
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু লেখাটি পোষ্ট আমি করিনি। সেলফোন থেকে ব্লগে আসতেই পারছিলাম না।
এখন ভালো আছি আপু। 🙂
মেহেরী তাজ
নীলা আপুউউউউউউউ কেমন আছেন???? 🙂
নীলাঞ্জনা নীলা
ভালো আছি পিচ্চি আপু। কিন্তু এভাবে নিরুদ্দেশ হওয়া ভালো না। 🙂
শুন্য শুন্যালয়
এই শুনছো তোমাকেই বলছি, মিথ্যে কে সত্যি ভেবে প্যাচাস না, নরম আঙ্গুল কেটে যাবে।
সোনেলায় আবার ফিরবে কি বলছো? কোথাও গিয়েছ নাকি?
৫৫ ডিগ্রী বসতে পেরেই ছুটে এসেছ? লেখাতো দেখি একদম টনটনে।
সুস্থ হও জলদি, অনেকদিন চুলোচুলি হচ্ছেনা। অনেক আনন্দ হলো তোমার লেখা পড়ে, যদিও খুচরো খুচরো মন খারাপ হলো, ও কিছুনা।
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু স্টিচে অনেক চুল পড়ে গেছে ;(
জিসান শা ইকরাম
লেখাটা দুইবার পড়লাম
অসুস্থ্য অবস্থায়ও এমন লেখা লিখতে পারছো!
দ্রুত সুস্থ্য হয়ে ওঠো এই দোয়া করছি।
নীলাঞ্জনা নীলা
নানা সত্যি কথন লিখতে কষ্ট হয়না যে।
তোমার নাত্নী না? 😀
ড্রথি চৌধুরী
আপু তারাতারি সুস্থ হও দোয়া করি 🙁 -{@ -{@
নীলাঞ্জনা নীলা
এসেছি আপু। 🙂 -{@
মোঃ মজিবর রহমান
কস্টের সময় সব পালিয়ে যায়
থাক আপন কিছু
আপনি ফিরে এসেছেন অশেষ ধন্যবাদ সৃষ্টিকর্তাকে।
মোঃ মজিবর রহমান
আর সুস্থ হন এই কামনায় আল্লাহর নিকট।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাইয়া আপনাদের প্রার্থনা ঈশ্বর কি ফেরাতে পারেন? 🙂
অপার্থিব
আশা করি দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসবেন…
নীলাঞ্জনা নীলা
ফিরে এলাম। 🙂
আবু খায়ের আনিছ
একটা কথা আছে না, মনের অসুখ সবচেয়ে বড় অসুখ। দিদি, সত্যি বলছি তুমি মোটেও অসুস্থ না, সামান্য শারীরিক আঘাত মাত্র। দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবে এই কামনা করি।
নীলাঞ্জনা নীলা
আনিছ ভাইয়া আমায় যারা চেনে, তারা জানে এই একটা জিনিসের অভাব আমার নেই। আর সেটা হলো মনোবল।
ভেঙ্গে যাবো, কিন্তু মচকাবো না।
আপনাদের প্রার্থনায় ফিরে এলাম আবার।
হতভাগ্য কবি
দিন অবশ্যই বদলাবে , অবশ্যই আপনি সুস্থ্য হয়ে যাবেন। ভালো থাকুন, প্রার্থনায় আপনি থাকবেন 🙂
নীলাঞ্জনা নীলা
সত্যিকারের প্রার্থনা কখনো বিফল হয়না। ফিরে এলাম। 🙂