🙁 আলনার মতো পরিপাটি জীবন
জ্যামিতিক চিত্রের মতো গুছিয়ে রাখা
পাশে ওয়ার্ডবোর্ড
প্রথম ড্রয়ারে রহস্য
দ্বিতীয়টিতে প্রলোভন,
তৃতীয়টিতে হাতছানি
সব শেষেরটিতে ছিন্ন-ভিন্ন মন।
সেই একই কক্ষে সেগুণ কাঠের আলমিরা
এলোমেলো, অবিন্যস্ত।
ওখানে সাজানো কেবল টুকরো টুকরো দীর্ঘ নি:শ্বাস।
-{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
(3 একটু উষ্ণতার জন্যে রোদ্দুর ছুঁতে চেয়েছিলাম
সম্পূর্ণ মনের ভেতর ফোস্কা পড়লো
এন্টিসেপটিক তোমাকে হাতে নিতে গিয়ে দেখি ,
তারিখ পেরিয়ে গেছে অনেক অনেক দিন আগেই।
-{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
(3 অভ্যস্ত কাঁপুনিতে জমে যাওয়া হাত
অক্ষরের কারুকাজ করে
স্পর্শকাতর স্ক্রিনে,
এখানে ‘তুমি’ আছে।
তার মানে মাইনাস ডিগ্রীর ভেতর উষ্ণতা আছে।
**প্রয়োজন নেই গ্লাভসের ভাঁজে আঙুলের আদর পাওয়ার…
-{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
🙂 নষ্ট আমি, নষ্ট নারী
নষ্ট আমার কাব্য
ইচ্ছে কেন হয়না তবু
হতে তেমন সভ্য!
==========================
##একেকটি সময়ে একেক ভাবনা। প্রথমটি এলোমেলো আলমিরা দেখে, গোছাতে গিয়ে। দ্বিতীয়টি রান্নার সময় তেল পড়ে বিশাল বড়ো ফোষ্কা পড়ার পর। তৃতীয়টি তিনদিন আগে প্রচন্ড ঠান্ডার মধ্যে গ্লাভস ভুলে ফেলে গিয়ে হাতের বারোটা। চতুর্থটি ১৯৯২ সালে কোনো এক নারীকে দোররা মারার খবর সংবাদপত্রে পড়ার পর। প্রথম দুটি হ্যামিল্টনে বসে হলেও ২০১২ সালে লেখা, আর শেষেরটি দেশে। আজ এখানে এখন ফ্রিজিং রেইন হচ্ছে। তুষার ঝড়ে জমে গেছে মনও। টেম্পারেচার আজ মাইনাস ডিগ্রীতে। ^:^
২৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন সাজে
দুখ-কস্টের কথা গুলো বয়ান হোল শেষে।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই সমস্যা হলো দুঃখ-কষ্ট আমায় বেশীক্ষণ আটকে রাখতে পারেনা তাদের তৈরী কারাগারে।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে।
জিসান শা ইকরাম
তোমার অনু ভাবনা গুলো বেশ লাগে আমার কাছে
একটি লেখায় অনেক গুলো ভাবনা জানা যায়
ভাবায়।
শুভ কামনা -{@
নীলাঞ্জনা নীলা
হুম আমার এসব অণু লেখাগুলো প্রায় প্রতিটি-ই সত্যি হয়ে থাকে। বাস্তবতা থেকে নেয়া।
সেটা তুমি ভালো করেই জানো নানা।
শুভ কামনা কিসের? মোবাইল দেও। শুভ হয়ে যাবে সব 😀
জিসান শা ইকরাম
নীলা চিরন্তনী ভালোই হয় 🙂
গিফট চাইলে পাওয়া যায় না,আমি কি মোবাইল চাইছি কারো কাছে?
নীলাঞ্জনা নীলা
চাইসো কিনা ক্যামনে কমু? আমরা কি দেখসি? :p
অনিকেত নন্দিনী
রহস্য, প্রলোভন, হাতছানি, ছিন্ন-ভিন্ন মন আর টুকরো টুকরো দীর্ঘশ্বাস – এদের সবাইকে বড্ড বেশি পরিচিত মনে হচ্ছে।
মনের ভেতরকার ফোস্কা সারানোর জন্য ‘সময়’ ছাড়া আরো কোনো মলম কি সত্যিই আছে দিদি?
“প্রিয় তুমি”র মানেই উষ্ণতা নয় কি?
শেষেরটার উত্তরে বলবো,
“দীর্ঘশ্বাসে ঢেকে রাখি মনের যতো কষ্ট
জানি, মুখ খুললেই বলবে আমি পথভ্রষ্ট”।
ভালোবাসা রইলো। (3
নীলাঞ্জনা নীলা
নন্দিনীদি এইতো নারী-জীবন। অগোছালোকে গোছানো। আমরা কেবল গুছিয়েই যাই, এই আমাদের প্রধান দায়িত্ত্ব।
সময় হচ্ছে কঠিন প্রশ্ন, এবং সহজ উত্তর। তবে সেদিন আমার ছেলেটা দেখে দৌঁড়ে গিয়ে মলমটা লাগিয়ে দেয়। তারপর দেখি ডেট পার হয়ে গেছে।
আমি ভালোবাসি, কে সে! আমার উষ্ণতা।
আমায় ছুঁয়ে দেয়, কে সে! প্রিয় বন্ধুতা।
তবে শেষের দুটো লাইন অসাধারণ লিখেছেন। আমারটি আপনার ওই দু’লাইনের কাছে কিছুই না।
অফুরান ভালোবাসা আপনাকেও। -{@ (3
শুন্য শুন্যালয়
টেম্পারেচার মাইনাস ডিগ্রিতে তাতে কি, স্ক্রিনে উষ্ণতা নাও 😀
তোমার রান্নাবান্না, ঘরগোছানো এগুলো ভালো হয়তো? মাথার মধ্যে কবিতা নিয়ে কি করে এইসব করো কে জানে। পঁচা একটা প্রশ্ন আসছিল, বাদ দিলাম। শুনলে মাইর দিবা। 😀
একটা ওয়ার্ডড্রব কিনবো ভাবছি, তার প্রত্যেক ড্রয়ারে ভাঁজ করে রাকবো ভিন্ন ভিন্ন শ্যাডো।
অনুগুলো দারুন হয়েছে নীলাপু। -{@
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু খুব দুষ্টু হয়েছো, তাই না?
মাইর দিবো কিনা, সেটা জানিনা। তবে যতো দুষ্টুই হই, সবাই জানে আমি কিন্তু লাজুকও। যখন সবাই দুষ্টু দুষ্টু মজা করে,
আমি সরে যাই। ঊর্মী একদিন সবার মধ্যে বলে, “ওই দেখো দেখো নীলার নাক-গাল লাল হয়ে গেছে লজ্জ্বায়।” বুঝতে পারছো? মাইর দেয়ার আগে দৌঁড় দেবো, এটা নিশ্চিত।
ঘরে জায়গা নেই, ওয়ার্ডড্রব কিনে রাখা যাবেনা। আলমিরা আছে, ওটাই থাক আমার। আর আমিও বুঝিনা, মাথার মধ্যে কি যে ঘোরপাক খায়। ^:^
আসলে তুমি আজকাল কম আসো কিনা। মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে।
একটা হাগ দেও, আমি ফুল দেবো হার্টসহ। -{@ (3
শুন্য শুন্যালয়
মাথার স্ক্রু ঢিলা ওয়ালাদের আমি ভয় পাইতো, দূরে থাকো ১০০ হাত। 😀
শুভ নববর্ষ নীলাপু, এত্তোগুলা ভালো থেকো।
সবাইরে কম কম পেইন দিবা বুঝেছো? -{@
নীলাঞ্জনা নীলা
এমন বলতে পারলে? ;(
যাও এমন দূরে হারিয়ে যাবো, তখন যেনো আবার পোষ্ট দিওনা শোক সংবাদের। 🙁
পেইন কারে দেই? বরং পেন দেই। :p 😀
হ্যাপি নিউ ইয়ার শুন্য আপু। ভালো থেকে ভালো রেখো। -{@ (3
রিমি রুম্মান
ছোট ছোট ভাবনা গুলো এত অল্প কথায় এত সুন্দর করে যত্ন করে লেখো ! বেশ লাগে পড়তে। সময়ে সময়ে নোট টুকে রাখো নিশ্চয়ই ?
ভাল থেকো । নতুন বছরের শুভেচ্ছা দিয়ে রাখি আগাম। পরে যদি সময় না হয়। -{@
নীলাঞ্জনা নীলা
রিমি আপু হুম ঠিক বলেছো। আসলে মাথায় এলেই সে যে কাজেই থাকিনা কেন, লিখে ফেলি।
আর আমার অণু লেখা খুব ভালো লাগে। বেশ কিছু লেখা আছে, যা খুব প্রিয় আমার।
“খুব ইচ্ছে করে জ্বালাতে।
কাকে জানো?
এই হৃদয়কে!”
“শাড়ীর আঁচল যখন তাকে ছুঁলো
এক জীবনের সকল ব্যথা সুখ হয়ে গেলো।”
ভালো থেকো আপু ভালোবাসায়। -{@ (3
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
লেখাগুলো এক দিন কথা বলবে যখন অতীত হবে বলবে…. এ নীলাঞ্জনা নীলা।মনের অজান্তেই এক বিশেষ সুখ মনে জাগবে ‘কি লিখেছিলেন সে দিন…..চমৎকার দিদি
একটু উষ্ণতার জন্যে রোদ্দুর ছুঁতে চেয়েছিলাম
সম্পূর্ণ মনের ভেতর ফোস্কা পড়লো
এন্টিসেপটিক তোমাকে হাতে নিতে গিয়ে দেখি ,
তারিখ পেরিয়ে গেছে অনেক অনেক দিন আগেই। -{@ (y) -{@ -{@ -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাইয়া একটি বছর পেড়িয়ে এলাম। তারিখে কি আর তারিখ আছে?
হ্যাপি নিউ ইয়ার। -{@
ছাইরাছ হেলাল
মাইনাসের এই ডিগ্রীতেও জড়ো হওয়া পুরনো অণু-ভাবনা গুলো ভালই লাগল।
নূতন কিছু লিখুন।
নীলাঞ্জনা নীলা
নূতন লেখা হচ্ছে না। সময় আমার হাতে নেই। বড়ো দৌঁড়ায় আর আমাকেও সময়ের সাথে পাল্লা দিতে হয়।
তাছাড়া পথে হেঁটে হেঁটে কিংবা বাসে বসে আগে যে লিখতাম, বাসে সিট পাইনা। আর বাইরে মাইনাস ডিগ্রী, স্কীনি গ্লাভস পড়েো লিখতে পারিনা। তবে লিখবো, ২০১৬ সাল বলে কথা!
হ্যাপি নিউ ইয়ার। -{@
অরুনি মায়া
অনেক ভাল লাগল আপু | বিভিন্ন ঘটনার সাথে মিলেমিশে একাকার হয়ে বেরিয়ে এলো অণু ভাবনা গুলো | সুন্দর!
নীলাঞ্জনা নীলা
অরুনি আপু অণু ভাবনাগুলো জীবন থেকে নেয়া তো। সেজন্যই হয়তো ভালো লেগেছে।
হ্যাপি নিউ ইয়ার আপু। -{@ (3
অরুনি মায়া
happy new year আপু 🙂 -{@
নীলাঞ্জনা নীলা
🙂 -{@
ব্লগার সজীব
একের মাঝে কত কিছু পেলাম (y) শুভ নববর্ষ দিদি -{@
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া হ্যাপি নিউ ইয়ার। শুভম ২০১৬ ইং। -{@
মরুভূমির জলদস্যু
-{@
নষ্ট আমি, নষ্ট নারী
নষ্ট আমার কাব্য
ইচ্ছে কেন হয়না তবু
হতে তেমন সভ্য!
-{@
সব মানুষের ভিতরেই এইটা থাকে!!
নীলাঞ্জনা নীলা
তাই! 😮
ইমন
ভাল লেগেছে 🙂
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ইমন।
হ্যাপি নিউ ইয়ার। 🙂