*এই চাঁদ……
এই ……ই…… চাঁদ
চাঁদ……দ…. ডাকছি-তো…
**হু…
*হু…… কি?
**শুনছি-তো……।
*শুধু শুনলেই হবে,কথা বলছনা যে…
**এখন ইচ্ছে করছেনা……
*রাত্রিরূপিনী…আমার আতপ্ততন্ময় অমৃতচক্ষে নরক জ্বেলে…
নিশীথের নির্জনতায় ক্ষণভঙ্গুর অনুরাগে
বিস্মরণের ক্ষমাহীন মাৎসর্যে……
জ্বল জ্বল করছ যে বড়… হয়ে বর্ণিলতায় বর্ণিল…
‘রাহু’ও তো ভড়কে যাবে,অমাবশ্যা ‘নাই’ হয়েছে কবেই
ভালবেসে ভালবাসার আত্মসম্মোহন……
**ভরা পূর্ণিমা আজ,জাননা বুঝি?
*ও তাই বল……
ভাবলাম এসেছে বুঝি কেউ ,চুপিসারে নিশীথের গভীরে…
**না… ,আসেনি কেউ,আসবেওনা কখনও।
তবুও এই ছায়াপথে উপচ্ছায়া হয়েই
যন্ত্রণার শোণিতের নোনা স্বাদ পেড়িয়ে
অনাদি অনন্তের পথ ধরে ভেসে ভেসে,
একদিন ফিরে যাব
সবুজ আঘ্রনে ধানসিঁড়িটির তীরে
নিয়ে পরিতৃপ্ত মুখচ্ছবি ,
সবুজে সবুজে হয়ে একাকার
খুঁজে নেব নিজেকেই নিজে,
নিয়তি বিধুর তিথিতে
সহস্রের সহস্র পৌনঃপুনিকতায়।
১৮ ই মে, ২০১১ সকাল ১১:২১
১৬টি মন্তব্য
লীলাবতী
WOW কি দারুণ কথোপকোথন। নাইস। কিপিটাপ।
😀
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ আপনাকে ।
জবরুল আলম সুমন
বাস্তবে না হোক ভাবনায় ত এসেছে এটাই বা মন্দ কি? কথার পৃষ্ঠে কথা ফুটিয়ে তোলা সহজ কাজ নয় তবে আপনি তা সহজেই পেরেছেন।
ছাইরাছ হেলাল
যা লিখতে চাই ……তা আর লিখতে পারলাম কৈ ?
তবুও নিজের মত করে
চেষ্টা অবিরত অনবরত ……
জিসান শা ইকরাম
” একদিন ফিরে যাব
সবুজ আঘ্রনে ধানসিঁড়িটির তীরে
নিয়ে পরিতৃপ্ত মুখচ্ছবি ,
সবুজে সবুজে হয়ে একাকার
খুঁজে নেব নিজেকেই নিজে, ”
খুজে নেব নিজেকেই নিজে – নিতেই হবে খুজে ।
অনেক ভাললাগা কবিতা ।
ছাইরাছ হেলাল
খুঁজছি নিজেকেই………………।
পেন্সিলে আঁকা পরী
সুন্দর করে অনুভুতিগুলোকে ফুটিয়ে তুলেছেন।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ ।
চেষ্টা করছি নিজের কথা নিজের মত করে বলার ।
অরুনি মায়া
কিচ্ছু বলার নেই, শুধুই একরাশ মুগ্ধতা ছড়িয়ে গেলাম | সেইসাথে প্রিয় তালিকায় নিয়ে নিলাম ,,,
ছাইরাছ হেলাল
এত্ত পুরনো লেখা পড়লেন ও প্রিয়তে নিলেন দেখে অনেক ভালো লাগা।
মনির হোসেন মমি
শুরুটা দারুণ।
মুগ্ধ!!
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
চমৎকার কথপোকথন
সবার একটা চাঁদ থাকে
যার সাথে নিরালায় বসে
কত কথা বলে সবাই
ছাইরাছ হেলাল
প্রায় আট বছর আগের লেখা আপনি কষ্ট করে পড়ছেন!
আচ্ছা এই লেখাটি এখন লিখলে কী লিখতাম!
শব্দগুল আরো সহজ করে জটিল/কঠিন এক আবেগময়তা হয়ত ফুটে উঠতো।
অবশ্য এমন স্বচ্ছ আবেগ হয়ত দেখাতে পারতাম না।
লক্ষ্য করুন, এখানকার মতব্যকারীরা বেশিরভাগ নাই হয়ে গেছে। আহা সে সব দিন আর আসবে না।
অনেক অনেক ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
যা যায় তা আর কিছুই ফিরে আসে না।
আপনি এটাই লিখতেন তবে এমন স্বচ্ছ আবেগী না হয়ে কাঠখোট্টা টাইপ আবেগী হতো😛😛
ছাইরাছ হেলাল
আমার আবেগ অনেক ব্যাপক, বিস্তর পরিসরে,
তাই হয়ত মন মনে হয়।
ভাল থাকুন।