*এই চাঁদ……
এই ……ই…… চাঁদ
চাঁদ……দ…. ডাকছি-তো…
**হু…
*হু…… কি?
**শুনছি-তো……।
*শুধু শুনলেই হবে,কথা বলছনা যে…
**এখন ইচ্ছে করছেনা……
*রাত্রিরূপিনী…আমার আতপ্ততন্ময় অমৃতচক্ষে নরক জ্বেলে…
নিশীথের নির্জনতায় ক্ষণভঙ্গুর অনুরাগে
বিস্মরণের ক্ষমাহীন মাৎসর্যে……
জ্বল জ্বল করছ যে বড়… হয়ে বর্ণিলতায় বর্ণিল…
‘রাহু’ও তো ভড়কে যাবে,অমাবশ্যা ‘নাই’ হয়েছে কবেই
ভালবেসে ভালবাসার আত্মসম্মোহন……
**ভরা পূর্ণিমা আজ,জাননা বুঝি?
*ও তাই বল……
ভাবলাম এসেছে বুঝি কেউ ,চুপিসারে নিশীথের গভীরে…
**না… ,আসেনি কেউ,আসবেওনা কখনও।

তবুও এই ছায়াপথে উপচ্ছায়া হয়েই
যন্ত্রণার শোণিতের নোনা স্বাদ পেড়িয়ে
অনাদি অনন্তের পথ ধরে ভেসে ভেসে,
একদিন ফিরে যাব
সবুজ আঘ্রনে ধানসিঁড়িটির তীরে
নিয়ে পরিতৃপ্ত মুখচ্ছবি ,
সবুজে সবুজে হয়ে একাকার
খুঁজে নেব নিজেকেই নিজে,
নিয়তি বিধুর তিথিতে
সহস্রের সহস্র পৌনঃপুনিকতায়।

 

১৮ ই মে, ২০১১ সকাল ১১:২১

৮৪৩জন ৮৪২জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ