ঘটনা নং ১।
শুন্য যখন ছুন্য হয় শুন্যালয় তখন ছুন্যিয়ালয়।
কয়েকদিন আগের ঘটনা। আমি আল্লাহর সকালে উঠে প্রাইভেটে যাচ্ছি। দুচারটা শিউলি ফুল পড়া শুরু করেছে। হাতে সময় আছে কয়েক মিনিট ভাবলাম তাহলে ফুল কুড়িয়ে একটা নাম লেখি। কি নাম লেখবো সেটা বেশ ক’মাস আগেই ঠিক করে রেখেছি। নাম টা হলো “শুন্য”। আমার খুব প্রিয় একটা নাম। হুম দরজার সামনে রাখা ব্রেঞ্চে নামটা লিখছি। দেখি একটা ম্যাডাম এসে আমায় খুব খুঁটিয়ে দেখছেন। এবার ম্যাডাম বলে
= কি করছো?? ( ঢেউ খেলানো টান,সম্ভবত উনি চাঁপাইনবাবগঞ্জ এর)
// নাম লিখছি!
= কি নাম লেখছো? ( আবার সেই টান)
// শুন্য শুন্যালয়।
= এটা কিসের নাম? ( আবার টান)
// আমার এক বড় আপুর নাম।
= কি নাম? ছুন্য ছুন্যিয়ালয়? এটা কি নাম গো? সে হিন্দু না মুসলমান? ( বিখ্যাত টান)
// ( আমি মনে মনে কই বৌদ্ধ তাতে আপনার কি? কিন্তু জানি উনার সাথে বিতলামো করা যাবে না কারন উনি আমার পাশের হোস্টেলের সুপার।) সামান্য হেসে উনি মুসলমান ম্যাম।
= এমন নাম তো আমি জীবনেও ছুনিনি!!
// জি ম্যাম একটু অন্য রকম। ( আমি আবার মনে মনে কই ভাগ্যিস আপনি “সোনেলা” নাম শুনেন নাই। সেখানে ঢুকেন নাই। তাহলে আপনার ডায়াবেটিস এর লগে লগে ফিট হয়ে যাওয়া অসুখ ও শুরু হতো।এবং সেটা লুপে চলতে থাকতো। একটা করে নাম শুনবেন ফিট হয়ে যাবেন কয়েক মিনিট পরে জ্ঞান ফিরে আবার নতুন ও উদ্ভট নাম শুনে আবার ফিট।
ঘটনা নং ২
প্রশ্ন : জিরাফের গলা লম্বা কেনো?
উত্তর : বিজ্ঞানী ল্যামার্কের মতে জিরাফ এক সময় ছাগলের মত গলা বিশিষ্ট ছিলো। কিন্তু সময়ের সাথে সাথে প্রকৃতির বিপর্যয়ের ফলে মাটি সংলগ্ন সকল গাছাপালা শেষ হয়ে যায়। তার ফলে বাঁচার তাগিদে জিরাফ উপরের দিকের বড় বড় গাছের পাতা খাওয়া শুরু করে। এর ফলে জিরাফের গলা কাল ক্রমে লম্বা হয়েছে।
প্রশ্ন : কোন এক প্রজাতির ইঁদুরের লেজ কেটে নেওয়া হলে পরবর্তী প্রজন্মের ইঁদুরে কি দেখা যাবে?
উত্তর : বিজ্ঞানী ল্যামার্কের মতে পরবর্তি প্রজন্মের সকল ইঁদুরের লেজ কাটা থাকবে।
প্রশ্ন : নেংটি ইঁদুরের জন্ম হয় কি ভাবে?
উত্তর : বিজ্ঞানী ডারউইন এর মতে ঘামেসিক্ত কোন কাপড় এবং কয়েকটি গমবীজ কোন স্যাঁতস্যাঁতে ঘরের কোণে রেখে দিলে তা থেকে নেংটি ইঁদুরের জন্ম হয়।
আমি যখন এসব পড়ে সত্যতা বা মিথ্যা কি না প্রমান করতে গিয়ে মাথা নষ্ট করে ফেলছি এবং সামান্য একটু সময় পাচ্ছি। তখন আমার প্রাণের ব্লগে একবার ঘুরতে গেলাম। আল্লাহ সেখানে দেখি এমন এমন কিছু লেখা,যে গুলা বুঝা তো দূর লেখার উচ্চারণই করতে পারছি না। ভয়ে এসে লুকায়ে গেছি। ভেবেছি ভালো সময় আসুক ব্লগে যাবো। তার আগে আর না।
বি:দ্র:
১। আমার মনে হয় তামাম দুনিয়াই যত পাগল সব বিজ্ঞানী। বা যত বিজ্ঞানী সব পাগল।
২। জীবনে প্রথম বার কাওকে নাকের ডগায় পেয়েও হিমুগিরী করতে পারলাম না। আফসোস।
৩। নাকে মাটি এ জীবনে আর জন সম্মুখে শিউলি দিয়ে কোন নাম লেখতেছি না।
১৩৯টি মন্তব্য
নীতেশ বড়ুয়া
:D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
নীলাঞ্জনা নীলা
দাদা মন্তব্য করতে দেবেন নাকি না? :@
নীতেশ বড়ুয়া
আমি ভাবি এই পুচকির মাথায় এইসব আসে কি করে!!! স্বভাবে তো এমন গোছালো মনে হয় না (ইয়ে মানে গুলতি ছোড়া বন্দুকওয়ালি লাগে আর কি :p )
মন্তব্য করবো কি! আগে জোরসে হেসে নিন :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
জিসান শা ইকরাম
তাজ নিজেই জানে না ও কত বড় ট্যালেন্ট
লেখা গুলো কত ভালো হয়………
সোনেলার সোনালী মেয়ে সে……..
অরুনি মায়া
না না না ভাইয়া ও একটা শঙ্খুনি। একটা বন্দুকওয়ালী,,,,,,, :p (3
নীতেশ বড়ুয়া
চুলবুল পান্ডে আছে আর আমাদের গুলবুল তাজা :p (3 -{@
নীতেশ বড়ুয়া
সে জানে কি না জানি না জিসান ভাইয়া তবে তার স্বকীয় উদ্ভট যুক্তি আর ভাবনাগুলো বেশ চমকপ্রদ আর ভাবনাময়…ভাবছি না জানি সে কোনদিন এ যুগের মিসির আলী উপাধি পেয়ে পাগলা বৈজ্ঞানিক থুক্কু পাগলা যৌক্তিক বনে না যায় :p
মেহেরী তাজ
দাদা লজ্বা দিচ্ছেন কেনু??? ( নীলা আপুর মত লজ্বার ইমো চাই)
মেহেরী তাজ
নীতেশ দা মজা লন??? ^:^
নীতেশ বড়ুয়া
লে বাবা! এইসব গুলতি আর বন্দুক ছোড়া পিচ্চিদের প্রশংসা করলেই ভেবে নেয় যে মজা নিচ্ছি :@
মেহেরী তাজ
পাগল বিশেষণ বুঝি প্রশংসা হয়???
হা হা হা হা হা
নীতেশ বড়ুয়া
পাগল তো সকল উদ্ভাবকেরাই হয় 😀
মেহেরী তাজ
বলছে আপনাকে??? :@
নীতেশ বড়ুয়া
আপনিই তো বলেছেন তা ছাপু!!!!!!! :D)
মেহেরী তাজ
আপনি আমার ছবি দেখেই বুঝে গেছেন আমি গোছালো না অগোছালো। 😮
নীতেশ বড়ুয়া
জ্বে, আপনি সব কিছুতে গোছালো কিন্তু কেন যেন একান্ত আপনাকে নিজেই গুছিয়ে রাখতে চান না। ;?
মেহেরী তাজ
নীতেছ দা আমি কঠিন কথা কম বুঝি। মাথা ঘুরায়ে দেবেন না বলে দিলাম। ^:^
নীতেশ বড়ুয়া
মাথা ঘুরাতে হলে কিন্তু কান টানতে হয়, টানবো? :D)
মেহেরী তাজ
সে কি বাঁকি রেখেছেন??? :@
নীতেশ বড়ুয়া
নাহ্, আছে কিছু বাকি, কানটাই টানতে হবে দেখছি \|/
মেহেরী তাজ
গ্রররররররররগ্ররররররররর ^:^
নীতেশ বড়ুয়া
:D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/
মেহেরী তাজ
হুম ঠিক….. :@ :@
নীতেশ বড়ুয়া
কি ঠিক!!!!!!!!!!!!!! ;?
মেহেরী তাজ
নীলা আপু যা বলছেন তা ঠিক। ^:^
নীতেশ বড়ুয়া
কি বলেছেন ;?
মেহেরী তাজ
অ আ পড়তে পারেন না নাকি????? :D)
নীতেশ বড়ুয়া
অ আ তো পড়তে পারি কিন্তু কি বলেছে সেটা পড়বো কি করে!!!!!!
মেহেরী তাজ
না মনে হয় পারেন না। একটা মাত্র শব্দ শিখছেন ” আঅ= এসো) তাএ আবার উল্টা লিখছেন। আগে শিখে নিন তার পর…… উক্কে??? :p
নীতেশ বড়ুয়া
কোথায় এসব বলেছেন উনি??? কোথাও শুনলাম না তো!!!!!!!!! :p
মেহেরী তাজ
খালি হাসবেন নাকি কিছু মিছু বলবেন??? :@
নীতেশ বড়ুয়া
:D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
মেহেরী তাজ
:@ -:- -:- -:- -:- -:- -:-
নীতেশ বড়ুয়া
:D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/ :D) \|/
মেহেরী তাজ
দৌড়ে পালানোর ইমো চাই। অট্টহাসি আর নাচের ঠেলায় আমার মাথা ঘুরান্টি দিচ্ছে।
নীতেশ বড়ুয়া
😀 \|/ :D) 😀 \|/ :D) 😀 \|/ :D) 😀 \|/ :D) 😀 \|/ :D) 😀 \|/ :D) 😀 \|/ :D) 😀 \|/ :D)
মেহেরী তাজ
এখন আবার নাচ আর হাসির সাথে দাঁত ও যোগ হইছে………….
গেলাম গা। গেলে আর আসবো না বলে দিলাম। ^:^
নীতেশ বড়ুয়া
;? ^:^
মেহেরী তাজ
:D) :D) :D) :
নীতেশ বড়ুয়া
:@ ^:^ :@ ^:^ :@ ^:^ :@ ^:^ :@
মেহেরী তাজ
নীতেশ দা মুড ভালো আছে আজ। খারাপ করে দিয়েন না। উক্কে???
নীতেশ বড়ুয়া
হোক্কে 😀
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু বিজ্ঞানীরা পাগল না শুধু, সোনেলায় মডুরাও পাগল কিন্তু। 😀 :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
মেহেরী তাজ
সোনেলার মডুরা পাগল সেটা আমার মনে হতো এখন সিওর হলাম। :D) :D)
জিসান শা ইকরাম
মডুরাও পাগল? বলো কি?
তাইলে চল এই পাগলের দেশ থেকে ভেগে যাই 🙂
মেহেরী তাজ
দাদা রতনে রতন চেনে। আমরাও কি কম পাগল??? :D)
নীলাঞ্জনা নীলা
আমি তো প্রথম থেকেই। সাধে কি আর পালিয়ে পালিয়ে থাকতাম? 😀 :D)
মেহেরী তাজ
এইইই জন্য পালায়ে থাকতেন?? আগে বলবেন তো। হা হা হা হা
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু এতোদিনে বোঝোনি? হায়রে। 🙁
মেহেরী তাজ
এবার তো বুঝেছি তাই না। মন খারাপ করছেন কেনো???
জিসান শা ইকরাম
হা হা হা হা ,তোমার ম্যাডামকে আমাদের সোনেলায় আনো
সোনেলাকে বলবেন ছোনেলা
আর আমাকে বলবে জিছান ছা
ছোনেলার জিছান ছা :D)
নীতেশ বড়ুয়া
হেলাল ভাইয়ার নামটাকে তবে কি বলবে!!!!!! :D)
জিসান শা ইকরাম
হেলাল তো ঠিক আছে তবে নীতেশ হবে নীতেছ 😀
নীতেশ বড়ুয়া
^:^
ছাইরাছ হবে নাকি সাইরাছ বলবে তখন! :D)
অরুনি মায়া
হা হা হা হা কি অবস্থা,,,,,
নীতেশ বড়ুয়া
:p
আপনি হবেন আলুনি মায়া :D)
মেহেরী তাজ
নিজের চড়কাই তেল দেন। আপনাকে কিন্তু নীতেছ ডাকবে মাস্ট। :D)
মেহেরী তাজ
নীতেছ দা হচ্ছেটা কি?? অরুনি তে তো কোন ” ষ/স/ শ নাই তাই না?? ওটাতে কোন ঝামেলা নাই। :p
নীতেশ বড়ুয়া
নাইটেছ ডাকবে না যখন তখন আমার কিছু যায় আসে না, হুঁহ্ -:-
উড়নি ডাকবে কিন্তু :D)
মেহেরী তাজ
নাইটেছ না ডাকলেও নীতিয়াছ ডাকতে পারে। :D)
আমি সিওর উনার অ,র,ন তে কোন সমস্যার প্রব্লেম নাই। :p
নীতেশ বড়ুয়া
সমস্যার ফব্লেম নাথাকলে তবে তাছাপু উনি পফথমে যা ডাকবেন পফরে এসে আবার অন্যটা বলবেন :p
মেহেরী তাজ
নাইতেছ ও নাইতেছ দা…..
হি হা হা হা হা
নীতেশ বড়ুয়া
তা ছাপু বলেন :D)
মেহেরী তাজ
নাইটেছ দা…. তেমন কিছু না, পোষ্ট দেন না কেনো????
নীতেশ বড়ুয়া
তা ছাপু, পোস্ট দেওয়ার মতো কিছুই আসে না মাথায়!!!
মেহেরী তাজ
চিন্তা করেন। সারাদিন খালি হাসি আর নাচানাচি করলেই হবে…. ;?
নীতেশ বড়ুয়া
;? করছি কিন্তু ;( ;( ;( ;(
মেহেরী তাজ
না না কাঁদে না কাঁদে না হয়ে যাবে। সব পেয়ে যাবেন। খালি দাঁত কেলিয়া হাসিতে থাকুন। :p
নীতেশ বড়ুয়া
\|/ 😀 :D) \|/ 😀 :D) \|/ 😀 :D) \|/ 😀 :D) \|/ 😀 :D) \|/ 😀 :D) \|/ 😀 :D) \|/ 😀 :D) \|/ 😀 :D) \|/ 😀 :D) \|/ 😀 :D) \|/ 😀 :D) \|/ 😀 :D) \|/ 😀 :D) \|/ 😀 :D) \|/ 😀 :D) \|/
মেহেরী তাজ
হ হা হা হআ হা হা….
নীতেশ বড়ুয়া
:D) :D) :D)
মেহেরী তাজ
-:- -:- -:- -:- -:-
নীতেশ বড়ুয়া
\|/ :c \|/ :c \|/ :c \|/
অরুনি মায়া
যদি শিউলি ফুল গুলো দিয়ে অরুনি মায়া লেখা হত তবে এক ইতিহাস রচিত হয়ে যেত। কেন যে মেয়েটা শুন্যাপুর নাম লিখতে গেল ;?
মেহেরী তাজ
আপু ফুল বেশি পড়া শুরু করে নি। ফুল পড়ুক আপনার নামও লিখে দেবো। দেখবো কি ইতিহাস রচিত হয় না পাতিহাঁস জন্ম নেয়। :D)
অরুনি মায়া
মায়া লিখতে বুঝি বেশি ফুল লাগে 🙁
নীতেশ বড়ুয়া
:D)
মেহেরী তাজ
আপনি এতো দিন হলো ব্লগে আসছেন কোন দিন কোন খানে কোন ভাবে ব্লগে বা ফেসবুকে আমি আপনাকে ” মায়া ” বলে ডাকছি। মনে করে দেখেন??
কি উত্তর টা ” না” তো?
তাইলে আমি মায়া লিখবো কেনো????? :D) :D)
অরুনি মায়া
শঙ্খুনি কোথাকার। কেউ আমারে ভালবাসেনা,,,,, ;(
মেহেরী তাজ
আহা কান্নাকাটি কেনু। আমি মায়া লিখবো না তো কি হয়েছে অরুনি লিখে দেবো বলেছি তো। কান্নাকাটি বন্ধ…… :@
অরুনি মায়া
থাক থাক লাগবেনা আমার কিছু 🙁
মেহেরী তাজ
এবার কিন্তু আমি কান্না শুরু করে দেবো ।
আমায় তো ভালোবাসেন না বাসলে এভাবে বলতেই পারতেন না। ;(
অরুনি মায়া
আমি কিন্তু সাতার জানিনা 🙁
মেহেরী তাজ
আচ্ছা সব কান্না কাটি বন্ধ উক্কে??? এবার হাসেব তো দেখি।
অরুনি মায়া
😀 ;(
নীতেশ বড়ুয়া
:D)
মেহেরী তাজ
অরুনি আপু যখন তখন কান্না করলে আপনার সব কান্নার জিন কিন্তু আপনার শরীর সরায়ে নেবো। তখন বুঝবেন কান্না কত দামি জিনিস।আর আপনি কি হারাইছেন।
মেহেরী তাজ
হ্যা মনে পড়ছে। নীতেশ দা ইচ্ছে করে কারর নামের নকল করলে আল্লাহ পাপ লেখে। আপনি জানেন সেটা……..???
নীতেশ বড়ুয়া
কার নামের নকল! ;?
ছাইরাছ হেলাল
এ যাত্রা যে ম্যাডাম বিশেষ লুপ থেকে বেঁচে গেলেন তার কি হবে।
সে এক বিরাট রাধা চক্কর হয়ে যেত।
তবে তাজ সাহেবের হাতে পড়লে খালি একা ছুন্যালয় হতো না, বহু জনকেই উল্টো পায়ে হেঁটে
নয় দৌড়ে পালাতে হতো।
জিনিয়াস তাজ সোনেলার গর্ব।
রং……চালু রাখার জন্য ধন্যবাদ।
মেহেরী তাজ
ভাইয়া দৌড় স্বাস্থ্যের জন্য ভালো। হা হা হা হা
খুব খুশি লাগছে। এক সাথে দুটা ওয়ার্ড। জিনিয়াস, গর্ব। আর কি লাগে। 😀 : D
ছাইরাছ হেলাল
এ গুলো সবার জন্য না।
মনে থাকে যেন ভাই।
ছাইরাছ হেলাল
সোনেলার তাজ সে, আপনি কি তা জানেন!!
মেহেরী তাজ
সোনেলার তাজ??? তাজের ও যে অনেক ওজন থাকে। এতো ভার কি সে বইতে পারবে?????
ছাইরাছ হেলাল
পারবে না মানে!! পারতেই হবে।
মেহেরী তাজ
চেষ্টার কোন কমতি সে রাখবে না ভাইয়া। 🙂
ছাইরাছ হেলাল
এই তো চাই।
মেহেরী তাজ
🙂
মেহেরী তাজ
আচ্ছা মনে থাকবে। 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
গবেষক তাজঁকে ধন্যবাদ -{@ -{@ মন্তব্য করার সাহস নেই।
মেহেরী তাজ
আপনাকেও ধন্যবাদ ভাইয়া। -{@ 🙂
লীলাবতী
ম্যাডামের উচ্চারন এবং সুরটা মিস করছি এই পোষ্টে।ম্যাডামের ভয়েস টা কি রেকর্ড করা যেতোনা তাড়? :p
এতো ভালো কিভাবে লিখছো আজকাল তুমি?যা লিখছো লেখনীর গুনে অত্যন্ত ভালো হয়ে যাচ্ছে।উপরে জিসান ভাইয়া,ছাইরাছ ভাইয়া যা বলেছেন,এরপরে আমি আর কি বলবো তোমার প্রশংসায় 🙂
মেহেরী তাজ
আপনি চাইবেন আর সেটা হবে না তা কি করে হয়? রেকর্ড করলে তো ভালো শোনা যাবে না। আপনি বরং উনার সাথে ফোনে কথা বইলেন হবে না?? :p
আচ্ছা আপনি কি সত্যি ইচ্ছে করে আমায় তাড় ডাকলে????
লীলাবতী
তাজ,স্যরি আমি।ইচ্ছে করে নয়।গতকাল এবং আজ অনেক ভুল বানান লিখেছি।ভুল বুঝোনা আমাকে। এমনিতেই অনেকেই ভুল বুঝে আছে আমার আগের পোষ্টের কারনে।ভুল টাইপের কারনে,তুমি ভুল বুঝলে খারাপ লাগবে আমার।আম্মা অসুস্থ খুব,একারনে ছুটে যেতে হয় বার বার তার কাছে।মন দিতে পারছিনা। আবার স্যরি বললাম তাজ।
মেহেরী তাজ
লীলা আপু আপনি দেখতেই পাচ্ছেন এটা ” একান্ত অনুভূতি ” নামে একটা ফান পোষ্ট। এখানে নাম নিয়ে কি ইতিহাস তৈরি হচ্ছে আর পাতিহাঁস এর জন্ম নিচ্ছে সেটাও দেখেছেন। এই রকম একটা পোষ্টে এসে “সরির” বন্যা বানায়ে দিলেন। আমি জানি আন্টির শরীর খারাপ তার জন্য আপনি খুব ঝামেলায় আছেন এই ছোট একটা বিষয় কি আমি বুঝবো না?? আপনার মত মানুষজন আমার কাছে বিনা কারনে সরি বললে খারাপ লাগে। কোন দিন সরি বলবে না কোন দিন না। এমন কি কোন ভুল করলেও না। মনে থাকবে। 🙁
নীতেশ বড়ুয়া
🙁
সিকদার
“” আমি আবার মনে মনে কই ভাগ্যিস আপনি “সোনেলা” নাম শুনেন নাই। সেখানে ঢুকেন নাই। তাহলে আপনার ডায়াবেটিস এর লগে লগে ফিট হয়ে যাওয়া অসুখ ও শুরু হতো।এবং সেটা লুপে চলতে থাকতো। একটা করে নাম শুনবেন ফিট হয়ে যাবেন কয়েক মিনিট পরে জ্ঞান ফিরে আবার নতুন ও উদ্ভট নাম শুনে আবার ফিট।””
তার মানে প্রথম প্রথম আপ্নেরো এই অবস্থা হইছে ।আপ্নেত দেখি বিটলামীটা ভালই পারেন । তাই আপনারে (y) -{@
মেহেরী তাজ
ভাইয়া আপনি কি কোন দিন ছুনেছেন আমি ছ কে ছ বলি?? ছুনেন নাই তো? আমি ছ কে ছ বলি। তাইলে কেমনে হবে ছিকদার ভাইয়া। :D)
মেহেরী তাজ
আর হ্যা আমি উনার লগে কোন বিতলামো ও করি নাই। সব প্রছনের উত্তর ঠিক ঠাক মতই দিছি। 🙁
শুন্য শুন্যালয়
লেখা পড়েছি, যেই তুই পোস্ট করেছিস ওমনি। পাক্কা তিনদিন হাসতে হাসতে টায়ার্ড হয়ে এখন মন্তব্য করছি। তোর আশেপাশে তোরই বাতাস ঘোরে এটা বুঝতে হবে। ছুন্য ছুন্যিয়ালয় :D) ওনাকে আমার আসল নাম জানানোই যাবেনা, পাগল 😀
বিজ্ঞানী ল্যামার্ক সোনেলার জিরাফের আসল ঘটনা জানেনা, অবশ্য লতাপাতা সব সাবাড় করে উপরের দিকে গলা বাড়াইছে এইটাও যুক্তিযুক্ত কথা 🙂
ম্যাডাম কে একটু দাওয়াত দে না ছোনেলায় 🙂
তোর মত মহা দুস্টু আমি আরেকটা দেখিনাই 😀
মেহেরী তাজ
আচ্ছা মেনে নিলাম আগেই এই পোষ্ট পড়েছেন হেসেছেন! কিন্তু ডুব মেরে ছিলেন কেনু?? :@
আচ্ছা আপনার আসল নাম কি “স/ শ” এ ভরা না কি?? ;?
বেটা ল্যামার্ক না জানলেও চলবে আমার তো হক আছে সোনেলার জিরাফের আসল কাহিনী। 🙁
অরে বা বা না না না ম্যাডাম কে সোনেলায় ডাকা যাবে না। কারন ” উনি ছমতায় বিছ্বাছি”। এটা আমার কথা না উনার কথা। উনি এলে মডু ফডু ওস্তাদ শিষ্য ভাই ভাউ কিচ্ছু থাকবে না। যা থাকবে সেটা হচ্ছে ” ছমতা”।
আয়য়য় আমি আবার কি দুষ্টামি করলাম। 🙁
শুন্য শুন্যালয়
ডুব মেরে ঝিনুক এর ভেতর থেকে একটা মুক্তা নিয়ে এসেছি তোর জন্য, এই দেখ 🙂
জিরাফ হইলো আমাদের রূপকথার(?) লেখক ছাইরাছ ভাইয়া। তার ঘাড়খানা রঙ খুঁজতে খুঁজতে লম্বা হয়ে গেছে, ইহাই আসল কাহিনী। উহা আরো লম্বা হইতেই থাকবে।
ছমতা? :D) তোর ম্যাডামের একটা ইন্টারভিউ আমি নিমুই নিমু 😀
মেহেরী তাজ
আপু মুক্তার রং টা গোলাপি কেনো? মাথা ঘুরে গেলো। 🙁
ম্যাডাম এর ইন্টার্ভিউ…..
আমার তো কল্পনা করতেই অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেলো।
হা হা হা হা হা হা হা
শুন্য শুন্যালয়
আমার আসল নাম থেকে শুরু করে সব আইডি স অথবা শ দিয়ে, ইচ্ছে করে করিনি যদিও, হয়ে গেছে। আমার ভাবতেই আক্কেল গুরুম হচ্ছে তোর ম্যাডামরে আমার পরিচিতি ক্যাম্নে কমু।
তবে ইন্টারভিউ আমার লাগবেই, সাথে সাউন্ড রেকর্ডারও থাকবে 🙂
মেহেরী তাজ
আপনার আসল নাম টা কি এই নামের চেয়েও সুন্দর??? ;?
হতে পারে। তবে আমি আপনাকে সেই নামে ডাকছি না কোন ভাবেই। আমার “শুন্য আপু” ডাকতে বেশি ভালো লাগে। 🙂
নীতেশ বড়ুয়া
আমিও আজীবন ছুন্য ছুন্যিয়ালয় থুক্কু ছুন্যাপু ডেকে যাবো… অনেক মীনিংফুল এই নাম 😀 -{@
শুন্য শুন্যালয়
নীতেশ দা, তাজের ম্যাডামরে কিন্তু সোনেলায় নিয়ে আসবো বলে দিলাম। আর মডু মডু ডাক পাড়ি, গেলো কোন শ্বশুরবাড়ি? এক্ষুনি সোনেলা থেকে সব সিম্বল উঠায় দেয়া হোক। সিম্বল সন্ত্রাসী সব তাবাতাবা কইরা ফালাইলো 🙁
নীতেশ বড়ুয়া
🙁 সিম্বল তো নাইইইইইইইই…
তাজের ম্যাডাম আছলে বালো হপ্পে। ছুইন্যা ছুইন্যালায় ছুনতে ফাভো :D)
শুন্য শুন্যালয়
;( আমি নাম পাল্টামু ;( ^:^
নীতেশ বড়ুয়া
আসল নাম দিয়ে দেন তাহলে \|/
মেহেরী তাজ
নাইটেছ দা পাল্টাইতেছে আপনি কেন পাল্টাবেন????
নীতেশ বড়ুয়া
ছুনয় ছুন্যিয়ালয়াপু পাল্টাবে আমি না 😀
মেহেরী তাজ
নীতেশ দা আমি ব্লগে ঢুকেই আপনাকে সাবধান করেছি আমায় না রাগাতে। দিলেন তো রাগায়ে??? :@
নীতেশ বড়ুয়া
ওমা! আমি আবার কিচ্চি!! নাচি নাই তো!!!! 😮
শুন্য শুন্যালয়
আমি পাল্টামু কিন্তু আমার নাম না, কক্ষনো না। ম্যাডাম আসুক, ওনার কথারই তেরোটা বাজায় দিমু 🙂
আচ্ছা ম্যাডামের নামতো জানা হইলো না।
নীতেশ বড়ুয়া
ইচ্ছিরে!!! চামে আসল নাম জনার চাঞ্ছ পাইচিলাম কিন্তু তাও দেখি পচকাইয়া যাইতাচে 🙁
মেহেরী তাজ
ক্যাকটাস।
নীতেশ বড়ুয়া
ফার্ণ নাই? তাইলে রান্না করে খাওয়া যাইতো :p
মেহেরী তাজ
নীতেশ দা আপনি উল্টা বুঝলেন কেনু। আমার ঐ ম্যাডামের নাম “ক্যাকটাস “। হা হ
নীতেশ বড়ুয়া
হাঁ, এখন তো সবই উল্টো মনে হবে ;(
মেহেরী তাজ
😀 \|/ 😀 \|/
নীতেশ বড়ুয়া
:@
মেহেরী তাজ
:
মেহেরী তাজ
😀 😀 😀
ব্লগার সজীব
ওস্তাদ পোষ্ট দিয়ে তো ফাডাইয়ালছেন :D) আমাকে তো তাহলে ম্যাডাম ডাকবেন ছজীব :p
মেহেরী তাজ
হ্যা আমি হ্যা আমি ফাডায়ালাইছি আর তুমি হারাইছিলা সামান্য দেখা দিয়ে আবার হারায়া গেলা। :@
নীতেশ বড়ুয়া
আমিও একই কথা বলি :@
স্বপ্ন
আপু আপনার ম্যাডামের কথা শুনে হাসতে হাসতে দম বন্ধ হবার অবস্থা।আমাকে উনি তাহলে ছপ্ন ডাকবেন 🙂
**প্রশ্ন : নেংটি ইঁদুরের জন্ম হয় কি ভাবে?
উত্তর : বিজ্ঞানী ডারউইন এর মতে ঘামেসিক্ত কোন কাপড় এবং কয়েকটি গমবীজ কোন স্যাঁতস্যাঁতে ঘরের কোণে রেখে দিলে তা থেকে নেংটি ইঁদুরের জন্ম হয়।** একথা কি সত্যি আপু? জানতাম না আমি।
মেহেরী তাজ
ভাইয়া অনেকদিন পর আপনার এই মন্তব্য দেখলাম।
না ডারউইন এর কথা টা ভুল ছিলো। পরে আমরা তার সঠিক ব্যাখ্যা পড়েছি!