1436885314018
ধর্মীয় উৎসব আসে উৎসব যায়
ধর্মীয় মানবদের হাসায় কাদায়,
“ইসলামে”
অভুক্ত ত্যাগে  সিয়াম সাধনায়
কিংবা মানুষের  বদলে পশুর  জবাই
সবি,
অদৃশ্য স্রষ্টার মন যোগায়।

মা দূর্গা
মা কালি কিংবা
স্বরসতী পূজায়ঁ
ভক্তরা ব্যাস্ত সবায়,
ঘাম ঝরা পরিশ্রমের ফসল
সৃষ্টি কর্তার পায়ে বিলায়।

খ্রীষ্টান,বৌদ্ধে নিয়মের নেই পার্থক্য
সকল ধর্মে  সকল কর্ম ভিন্ন ভিন্ন পদ্ধতি
মানব ভোলানো একই উৎসব রীতি।

তুমি বলো হিন্দু
আমি বলি মুসলিম
সে বলে বৌদ্ধ কি খ্রীষ্টান,
দেহ কাটলে বের হবে
রক্ত!
কেবলিই লাল,
মিশ্রনে খুজেঁ পাবে কি
ধর্মের কোন ব্যাবধান।

ধর্মীয়  উৎসবে বাহাদুরী কত!
পশু করে কোরবান লক্ষ কোটি
অর্থ সম্পদ যার আছে যত,
ধর্মের বাণী
নয় লোক দেখানো,
পশুর সাথে মানবতায় নিজেকেও
করো কোরবানী।

আমরা মানুষ
হ্যা, হ্যা,
আমরা কেবলি মানুষ
কু-মতবেদ ধর্মনীতির বাধ ভেঙ্গে
গড়ে তোলব এক নতুন পৃথিবী।

নিরাপরাদ দয়াল তুমি
জন্ম যখন দিয়েছিলে
মৃত্যু কেনো দিলে!
উদর যখন দিয়েছিলে
ক্ষিদে কেনো দিলে,!
তুমি কাদাও তুমিই হাসাও
তোমার ইশারায় অঘটন ঘটাও
দোষ রাখোনা নিজের কাছে,
বলি,
ওমুক উছিলায়
স্রষ্টার মাল
স্রষ্টায়
নিছে।
1435113258310

৬৬০জন ৬৫৯জন

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ