ধর্মীয় উৎসব আসে উৎসব যায়
ধর্মীয় মানবদের হাসায় কাদায়,
“ইসলামে”
অভুক্ত ত্যাগে সিয়াম সাধনায়
কিংবা মানুষের বদলে পশুর জবাই
সবি,
অদৃশ্য স্রষ্টার মন যোগায়।
মা দূর্গা
মা কালি কিংবা
স্বরসতী পূজায়ঁ
ভক্তরা ব্যাস্ত সবায়,
ঘাম ঝরা পরিশ্রমের ফসল
সৃষ্টি কর্তার পায়ে বিলায়।
খ্রীষ্টান,বৌদ্ধে নিয়মের নেই পার্থক্য
সকল ধর্মে সকল কর্ম ভিন্ন ভিন্ন পদ্ধতি
মানব ভোলানো একই উৎসব রীতি।
তুমি বলো হিন্দু
আমি বলি মুসলিম
সে বলে বৌদ্ধ কি খ্রীষ্টান,
দেহ কাটলে বের হবে
রক্ত!
কেবলিই লাল,
মিশ্রনে খুজেঁ পাবে কি
ধর্মের কোন ব্যাবধান।
ধর্মীয় উৎসবে বাহাদুরী কত!
পশু করে কোরবান লক্ষ কোটি
অর্থ সম্পদ যার আছে যত,
ধর্মের বাণী
নয় লোক দেখানো,
পশুর সাথে মানবতায় নিজেকেও
করো কোরবানী।
আমরা মানুষ
হ্যা, হ্যা,
আমরা কেবলি মানুষ
কু-মতবেদ ধর্মনীতির বাধ ভেঙ্গে
গড়ে তোলব এক নতুন পৃথিবী।
নিরাপরাদ দয়াল তুমি
জন্ম যখন দিয়েছিলে
মৃত্যু কেনো দিলে!
উদর যখন দিয়েছিলে
ক্ষিদে কেনো দিলে,!
তুমি কাদাও তুমিই হাসাও
তোমার ইশারায় অঘটন ঘটাও
দোষ রাখোনা নিজের কাছে,
বলি,
ওমুক উছিলায়
স্রষ্টার মাল
স্রষ্টায়
নিছে।
২৭টি মন্তব্য
নীতেশ বড়ুয়া
-{@
অনেক দিন পরে এলেন মনির ভাইয়া আর এসেই এমন একটা পোস্ট দিলেন!
ধর্ম যার যার উৎসব সবার আর কর্ম যার যার মানুষ হ’বার।
মনের ক্লান্তি দূর হলো কেন জানি না আপনার এই কবিতা পড়ে।
ধন্যবাদ ভাইয়া। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ নীতেশ দা ।।।।অফিস ছুটি হলে আমি মোবাইলে টুকটাক লেখাগুলো পড়ি মন্তব্য করতে পারি না।ঈদছুটি কাটিয়ে আশা রাখি লম্বা সময় আপনাদের সাথেই আছি -{@
নীতেশ বড়ুয়া
😀
আশা করছি এইবারের ‘সোনেলা মিলন মেলা’য় আবারো আপনার পাশে বসা হবে 😀
(3 -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অবশ্যই
কবে
দাদা???????
নীতেশ বড়ুয়া
মডুদের যবে মুড হবে ^:^
ছাইরাছ হেলাল
ধর্মকে জীবনের চর্চায় নিয়ে না এলে আমাদের উত্তরণ অসম্ভব।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ঠিক তাই ধর্মই হলো পৃথিবীতে বিবাদ হিংসার মূল কারন।ধর্ম যদি যার যার আর রাষ্ট্র সবার মানে শুধুই মানুষের তবেই হবে শান্ত মনের পৃথিবী। -{@
লীলাবতী
আমরা প্রথমে মানুষ। আল্লাহ্ প্রথমে মানুষ সৃষ্টি করেছেন এরপরে ধর্ম।ভালো লেগেছে ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জবাব নেই যা সত্য তাই বললেন -{@
জিসান শা ইকরাম
অনেক দিন পরে পেলাম আপনার লেখা
আশাকরি মেয়ে কিছুটা ভালো আছে এখন।
মানুষের জন্য ধর্ম,ধর্মের জন্য মানুষ নয়
আমরা এই কথা যেন ভুলে না যাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম সবিই চলছে ভাল।দোয়া করবেন -{@
অরুনি মায়া
প্রত্যেক ধর্মেই মনবতা সেবার আদেশ দেওয়া আছে। কিন্তু আমরা মানুষ যখন স্রষ্টার নির্ধারিত ধর্মের বাইরে নিজের ধর্ম নিজে তৈরি করে নেই তখনই দ্বন্দ্ব বাধে ধর্ম আর মানবতার মাঝে,,,,,
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এটাই হলো মূল সমস্যা।ধন্যবাদ। -{@
শুন্য শুন্যালয়
ধর্ম শান্তির কথা বলে, কি জানি! যেখানে এক পৃথিবীতেই এত ধর্মের বিভাজন, সেখানে শান্তির কথা কিভাবে আসে। মানবতা, মানুষ ধর্মই হোক সবার ব্রত। ভালো লিখেছেন ভাইয়া। কেমন আছেন?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জি ইনশাল্লাহহ ভভাল। -{@
ব্লগার সজীব
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।ভাল লিখেছেন ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এই কথাটিই সত্য -{@
আবু খায়ের আনিছ
আমার সরল দুটি কথা আছে, এক আগে মানুষ পরে ধর্ম, আর মেয়েদের জন্য আগে মানুষ পরে লিঙ্গ অথাৎ ছেলে আর মেয়ে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কথায় যুক্তি আছে। -{@
আবু খায়ের আনিছ
-{@ -{@
মেহেরী তাজ
কবিতা ভালো লেগেছে। কিন্তু আপনি অনেক দিন পরে এলেন। ভালো আছেন ভাইয়?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু
আবারো লেগে থাকব আশা রাখি -{@
মোঃ মজিবর রহমান
ধর্ম থাক কর্মে
সবার মাঝে
উৎসব হবে
মানবে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
-{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই আমি মনে করি আমাদের সকলের একটিই ধর্ম, আর তার নাম মানবতা। আর ওই যে বলে হিন্দু-ইসলাম-খ্রীষ্টান-বৌদ্ধ ধর্ম ওসব একেকটি মত। আর সেই মতগুলোকে অনুসরণ করেই আমরা জীবনের পথে চলি। মা তো মা-ই। কেউ ডাকে আম্মু, কেউ আম্মা, কেউ মা, মামনি, মাম, মাম্মা…যা-ই হোক মা কিন্তু একজনই। অমনই ধরি। আমার মামনি কথাটি বলেছিলো। সৃষ্টিকর্তা একজন, বিভিন্ন নামে ডাকি।
ভালো থাকুন ভাইয়া। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ঠিক তাই
সৃষ্টিকর্তা একজন, বিভিন্ন নামে ডাকি। -{@ -{@
স্বপ্ন
যত ধর্ম তত অশান্তি এই দুনিয়ায়।সব ধর্মই শান্তির কথা বলে,অথচ অশান্তি এসে আমাদের মেরে ফেলে।