–
ঈশ্বর এক
–
বীর ভোগ্যা তুমি নারী
বীর জায়া তুমি নারী
বীর মাতা তুমি নারী
কিন্তু তুমি মানুষ নও । তুমি ভোগ্য পণ্য
এই বিধির বিধান –পুরুষের উক্তি ।
আমি বলি , উল্টিয়ে ফেল্বো আমি বিধির বিধান
এই আমি সিঁথির সিঁদুর মুছে ফেললাম
এই আমি নাকের নথ খুলে ফেললাম
এই আমি শাঁখা নোয়া ভেঙ্গে ফেললাম
আজ আমি ঈশ্বরের ডান দিকে
আর তুমি বা দিকে
এবার বল মানুষের ভিতর
ঈশ্বর এক অথবা দ্বিতীয় ।
.
.
.
২৩ শে জানুয়ারী, ২০১২
–
.
–
৭টি মন্তব্য
আদিব আদ্নান
সঠিক সময় সঠিক কবিতা ।
মিসু
অসাধারন কথা (y) । ওনার কবিতা এই প্রথম পড়লাম । আপনাকে ধন্যবাদ শেয়ারের জন্য । -{@
যাযাবর
বীর ভোগ্যা তুমি নারী
বীর জায়া তুমি নারী
বীর মাতা তুমি নারী
কিন্তু তুমি মানুষ নও । তুমি ভোগ্য পণ্য
এই বিধির বিধান –পুরুষের উক্তি । —- এমনই ভেবে আসছে এই জগত সংসার সৃষ্টির প্রথম থেকে। (y) (y)
জিসান শা ইকরাম
‘হোসনে আরা ম্যাডাম কে শ্রদ্ধা জানাচ্ছি এমন শক্তিশালী একটি লেখার জন্য ।
ছাইরাছ হেলাল
এই কবির লেখা এই ই প্রথম পড়লাম ,
অনেক শক্তিশালী লেখা ।
শিশির কনা
এমন সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ ।
বনলতা সেন
সাবাস হোসনে আরা বেগম ,
মনের কথা বলেছেন ।