এমনটা প্রত্যাশিতই ছিল।তারপরেও কয়েকজনের ফেইসবুক ওয়াল দেখে এলাম। বিপ্লবীদের কোন কোন ওয়াল ১৯ তারিখের পর থেমে আছে। দু একজনের ওয়ালে ভিন্ন প্রসঙ্গ।
‘ প্রবীর শিকদারকে আটক করেছে এই সরকার,মুক্তি চাই’ – এমন ধরনের লেখা দিয়ে এখন ভীষণ নীরবতা। রিমান্ডে থাকা কালীন ৫৭ ধারায় আটক কোন ব্যাক্তির জামিন হওয়া এই প্রথম ঘটনা,এটি আর তাদের ওয়ালে নেই।ধারনা হবে যে প্রবীর সিকদার এখনো জেলে আছেন।
তাদের ওয়াল গুলো হট ছিল, মায়ের পেটে শিশুকে গুলিবিদ্ধ করেছে যুবলীগ নেতা- কিশোরকে পিটিয়ে মেরে ফেলেছে ছাত্রলীগ থানা সভাপতি। কিন্তু এরপরে যে সেই যুবলীগ এবং ছাত্রলীগ নেতা র্যাবের সাথে বন্ধুক যুদ্ধে পটল তুলেছে, এসব তাদের ওয়ালে লিখবে না তারা,লেখেও নি কোনদিন।
লীগ সামান্য একটু চিমটি দিলেও প্রচণ্ড হট হয়ে যান এরা। আর লীগের যদি ১২ টা বাজে তখন এরা বরফের দেশে উহু উহু করে শীতকাতরতায় ভোগে।
আজ ২১ আগস্ট,দেশের রাজনীতিতে এই দিন এক অভূত পুর্ব ঘটনা ঘটেছিল।কত নেতা নেত্রী কর্মী নিহত হয়েছিলেন,কত আহত হয়ে এখনো সহ্য করছেন সে বিভীষিকাময় বিভীষিকা। এ সম্পর্কে বিপ্লবীরা কিছু লিখবেন না।
কারন?
কারন বিপ্লবী এবং রাজাকার জামাত হেফাজত বিএনপি বিপরীত দিকে তাকিয়ে থাকলেও তাদের লেজ একটার সাথে আর একটার বাধা। যত দুরেই যাক এরা লেজ তো একসাথে থাকে। লেজের ওম অনেক মজাদার।৭১ থেকেই তো এমন দেখে আসছি।
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ,আহত সবার প্রতি সমবেদনা।
এই নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই।
২৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অবশ্যই ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ,আহত সবার প্রতি সমবেদনা।
এই নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই। কিন্তু বিচার পাচ্ছি না তো।
জিসান শা ইকরাম
দ্রুত বিচার আমাদের সবার প্রত্যাশা।
খেয়ালী মেয়ে
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ,আহত সবার প্রতি সমবেদনা।
বিচার কি আদৌ হবে?———
জিসান শা ইকরাম
বিচার তো চাচ্ছি আমরা আন্তরিক ভাবে।
প্রজন্ম ৭১
আমরা এই বিপ্লবীদের বামাত বলি।বাম+জামাত=বামাত
জিসান শা ইকরাম
ফেইস বুকে এই শব্দের প্রচলন আছে।
সীমান্ত উন্মাদ
১৫ আগষ্ট ১৯৭৫ এর ইতিহাসের জঘন্যতম দ্বিতীয় হামলার দ্রুত বিচার চাই।
আর ফেইসবুকের তথাকথিক যুক্তিবিদ আর বিপ্লবীদের কথা বলছেন মামা, হা হা এরা নিজেরাই কিছু জানেনা, হুজুগে বাঙ্গালী প্রবাদটা এদের জন্যই তৈরি হয়েছে বলে মনে হয়। ইতিহাসের অ জানেনা আবার বুলি কপচায়। তবে আমি এদের স্ট্যাটাস দেখি বিনোদিত হবার জন্য। এদের প্রত্যেককে আমার বাংলাদেশের একজন ফালতু কমিডিয়ান ছিলনা? যার নাম হারুন কিসিঞ্জার, ঠিক তাঁর মত লাগে।
জিসান শা ইকরাম
এরা নিজেরাই কিছু জানেনা, হুজুগে বাঙ্গালী প্রবাদটা এদের জন্যই তৈরি হয়েছে বলে মনে হয়। ইতিহাসের অ জানেনা আবার বুলি কপচায় (y) — এ বিষয়ে কোন সন্দেহ নেই আমার।
শুন্য শুন্যালয়
স্ট্যাটাস হটকেকের মতো বিক্রি চায় সবাই। হুজুগে অর্ধেক মাথা যে আগেই গায়েব তা আর তাদের খেয়াল নাই। এদের গায়েবী বিপ্লবী বলা যেতে পারে, আসল খবর গায়েব করে দেয় এরা।
21 শে আগষ্টের সেই ভয়াবহ দৃশ্য এখনো চোখে ভাসে। এই পৈশাচিক বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে 🙁
জিসান শা ইকরাম
এদের গায়েবী বিপ্লবী বলা যেতে পারে, আসল খবর গায়েব করে দেয় এরা (y) অপেক্ষা করছি এই খুনিদের বিচারের।
মিথুন
ভাগ্যিস ফেসবুক ছিল, নইলে এতো প্রতিবাদী কোথায় পেতো দেশ?
জিসান শা ইকরাম
ঠিক ঠিক, বিপ্লবীরা না হলে আমরা অনেক মজারু বিষয় থেকে বঞ্চিত হতাম।
মেহেরী তাজ
২১ তারিখ আমাদের ইতিহাসে আর একটা কালো দিন।
জিসান শা ইকরাম
এই জঘন্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই।
রিমি রুম্মান
বিচার হবে… আমি আশাবাদী। একে একে এমন হত্যার বিচার হচ্ছে, যা আমরা কখনো হবে বলে ভাবিনি।
বিপ্লবীদের উদ্দেশ্যে গান গাই ___ ” হঠাৎ এসেছিলে চোখের আলোতে … হারিয়ে গিয়েছো এক পলকে…”
জিসান শা ইকরাম
আমিও আশাবাদী
” হঠাৎ এসেছিলে চোখের আলোতে … হারিয়ে গিয়েছো এক পলকে…” গানটা তো দারুণ
ব্লগার সজীব
আজ পত্রিকায় দেখলাম ডিসেম্বরের মধ্যে বিচার প্রক্রিয়া সমাপ্ত হবে।
জিসান শা ইকরাম
আমিও দেখেছি, আশায় আছি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
২১শেে আগষ্টের যন্ত্রনা ক্ষতদের যন্ত্রনায় তাড়িয়ে বেড়াচ্ছে কবে যে এর বিচার শেষ তা আল্লাহমাবুদ জানেন।আহতদের প্রতি সমবেদনা।
হ্যা ভাই আপনি সত্যিই বলেছেন তবে সুনামে নাম নেই কুনামের বহু বদনাম রটে এটাই মনে হয় আমাদের চরিত্র।
জিসান শা ইকরাম
আশায় আছি কবে বিচারের রায় হয়।
নীলাঞ্জনা নীলা
হবে বিচার। হাল ছাড়িনি।
জিসান শা ইকরাম
অপেক্ষায় আছি আমরা সবাই এই বিচারের।
নীতেশ বড়ুয়া
জিসান ভাইয়া, আপনি ওয়াল দেখেছেন? সেখানেও ভ্রান্ত হতে হবে, ইদানীং সেই সব তথাকথিত বিপ্লবীরা ইস্যু নিয়েই বিপ্লবী সাজে কিন্তু আড়ালে সেইসব ইস্যু নিয়েই তাঁদের অবস্থানের বিরুদ্ধাচরণ করে যায় নিয়মিত।
জিসান শা ইকরাম
এরা এমনই
১৯৭১ সন হতে দেখে এসেছি।