মোবাইলে ননস্টপ বই পড়তে পড়তে সাথে ব্লগ,ফেসবুক করতে করতে চোখ টনটন করছে। মাথা বনবন করে ঘুরছে।। সারাক্ষন কানে ইয়ার ফোন লাগায়ে গান শোনার ফলে কান ঝনঝন,পনপন,কনকন,পিনপিন কটকট,খটখট হেন শব্দ নাই যেটা করতেছে না। এভাবে আর কদিন চলতে থাকলে নির্ঘাত আমি পাগলি হয়ে ট্রাফিক ওয়ালা কোন রাস্তায় নেমে বাঁশি বাজানো শুরু করে দেবো। সমস্যা আমার একার হবে কেন সবার হোক। মানুষ অতিরিক্ত কাজের চাপে অস্থির হতে হতে এক সময় পাগল হয়ে যায়। আর আমি কাজ নাই কোন কাজ নাই ভাবতে ভাবতেই এক সময় পাগলি হয়ে যাবো। সম্ভ্রান্ত পাগলি।
= আপা আপনার কি সমস্যা?
– কাজ নাই বাড়ি যা।
= কই যাবেন?
– কাজ নাই গান গা।
=থাকেন কই?
– কাজ নাই, ঘুমা।
কিছুদিন আগে পর্যন্ত পরীক্ষার রুটিন দেয় না কেন (অস্থির)? পরীক্ষা রুটিন দিছে! পরীক্ষা শ্যেষ হয় না ক্যারে( অধিক অস্থির)? পরীক্ষা শেষ হলে হেন কারেংগ্যা তেন কারেংগ্যা। পরীক্ষা শেষ কুছ ভি নেহি কারেংগ্যা। ঘার যায়েংগ্যা,খায়েংগ্যা, পিয়েংগ্যা, আর নাক ডেকে ঘুমায়েংগ্যা। কিছু দিন যাইতে না যাইতেই “ধুর হচ্ছেটা কি?” কিছু একটা করা দরকার।
এবার আকাশ বিগরে গেছে। বেটার সব শত্রুতা যেনো আমার সাথেই। সেই কবে থেকে শুরু করছে বিচ্ছিরি কান্না। মাঝে মাঝে কি যেনো কারনে হেসে ওঠে আবার পরক্ষনেই মেয়ে মানুষের মত কান্না জুড়ে দেয়। একে তো সারাক্ষন আকাশের কান্না তার উপর আবার জঘন্য কাদা। বাড়ি থেকে বের হবো? তার উপাই নেই!! বের হয়ে দু এক ধাপ দিতেই আলুর বস্তার মত ধপ্পাস।
আই হেইট ইউ আকাশ। লাগবে না তোমার নীলে আমায় ভাসিয়ে দেওয়া,তোমার কান্নায় আমায় স্নান করানো,রাতের বেলা তোমার প্রেমিকার জন্য আনা সাদা ধপধপে টিপ দেখিয়ে আমায় মুগ্ধ করা। লাগবে না তোমার ভালোবাসা। আমার ” আই লাভ ইউ আমায় ফেরত দাও”।
৩৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ফেরৎ চাইলেই ফেরৎ দেয়া হয় না, পাওয়াও যায় না।
মেয়ে মানুষ (মানুষ না) বলে কথা, এ কান্না সহজে থামার না।
দারুণ, দারুণ।
মেহেরী তাজ
হুহ আমার জিনিস আমার ফেরত চাই। কান্না টান্না কিচ্ছু বুঝি না।
মেয়ে মানুষ মানুষ না?? 😮
আ তাহলে কি?
জিসান শা ইকরাম
মেজাজ মুজাজ মনে হয় চরমে উঠে গেছে তোমার
মাথা ঠান্ডা ডট কম সাইট ভিজিট করা লাগবে।
লাভু ফেরত দেয় ক্যামনে ?
হচ্ছেটা কি লেখা চলুক (y)
মেহেরী তাজ
আচ্ছা সাইট টা ভিজিট করে দেখি কোন লাভ হয় নাকি।
ফেরত কমনে দেয় আমি কি জানি? আমার ফেরত লাগবে ব্যাস।
আমার আই লাভ ইউ নিয়ে বসে থাকবে আর সারাদিন কান্নাও করবে বেটা বদ।
খেয়ালী মেয়ে
তাজ আপুমনি এতোকিছুর পরেও কি তুমি মনে করো যে তুমি সুস্থ আছো ;?
আকাশের কাছ থেকে আই লাভ ইউ ফেরত চেয়েছো, এরপর যে কারে দিবা কে জানে ;?
মেহেরী তাজ
মনে করছি নাতো। আমি অসুস্থ চরম অসুস্থ।
সুস্থ হওয়ার চেষ্টা করছি আর বদ আকাশ সেটা ঘেটে দিচ্ছে।
সে আই লাভ ইউ ফেরত দিলে কারে দেবো এটা তো তার সমস্যা না আমার সমস্যা। আমার জিনিস আমাকে ফেরত দেক। দরকার পরলে সকালে যে মশাটা পো পো করে আমার ঘুম ভাঙাইছে তারে দেবো, বাড়ির সামনে অকারনে বসে থাকা নেড়িকুত্তা টাকে দেবো,দুদিন আগে যে কাদার উপরে পরে গেছি তারে দেবো। তাও বদ আকাশ কে না। :@
খেয়ালী মেয়ে
চরম অসুস্থ থেকে কেউ যদি এতো ভালো লিখে, তবে তার চরম অসুস্থ থাকাই ভালো…
যা স্বেচ্ছায় দেওয়া হয় তা আবার স্বেচ্ছায় ফিরিয়ে নেওয়া যায় বলে মনে হয় না…….
মেহেরী তাজ
হুম ভাবার বিষয়! ;?
ইমন
:c
মেহেরী তাজ
;? ;?
অরণ্য
তাজ,
নওগাঁর মেয়ে যে তুই
তার নাম রেখেছিস আজ।
কি যেন গোলা আছে না নওগাঁয়? ;?
একটা সোসাইটিও আছে।
খুবই বিখ্যাত ছিল নওগাঁ এক সময়… ;?
তার বাতাস নওগাঁয় এখনও বহমান। 🙂
মেহেরী তাজ
ভাইয়া নওগাঁ সব সময় বিখ্যাত। কখন ও গাঁজা র জন্য কখন ও বা গোলার জন্য।
আর এখান হইছে ….
থাক আপনি তা জানেন।
সীমান্ত উন্মাদ
বুঝলাম আপনার মনে চঞ্চলতা ভর করেছে, দারুন ভাবে। তাই আবোল তাবোল, তবে বেশ ভাললেগেছে কিন্তু।
চালিয়ে যান।
শুভকামনা নিরন্তর।
মেহেরী তাজ
কি চালিয়ে যাবো।? এই অসুস্থ দশা??? -:- 😮
আপনাকেও শুভকামনা।
শুন্য শুন্যালয়
সম্ভ্রান্ত পাগলী :D) পাইছি পাইছি ভূতের আরেকটা নাম পাইছি 😀
দেয়া জিনিস ফেরত পাওয়া মুশকিল এই আকালে। তুমি বরং লাভ এর জায়গায় হেট দিয়ে দাও 🙂
এত্তো মজা করে কি করে লেখো। দারুন। (y)
মেহেরী তাজ
ভুত ডাকেন সে জায়গায় পাগলি ডাকলে তেমন বিশেষ কোন ক্ষতি হবে না। 🙁
হেট লাভ এর চেয়েও দামি জিনিস। সেটা দেবো এই বদ আকাশ কে? না তা হবে না। আমার জিনিস বরং সে আমায় ফেরত দেক।
শুন্য শুন্যালয়
ভূত টা ছোটখাটো আছে, তোর জন্য এটাই মানানসই হবে। তা আকাশ ব্যাটার খবর কি? আই লাভ ইউ ফেরত দিয়েছে নাকি আবার অন্য কাউকে দিয়ে দিয়েছে? তুই কিন্তু ছেড়ে দিবিনা, সুদ সমেত ফেরত চাই। তবে তোর অই বন্দুকের ভয় আর দেখাস না। ওতে ওর কান্নাকাটি আরো বেড়ে যাবে, দেশে বন্যার আশংকা দেখা দেবে। আর হ্যাঁ আকাশ নামের ছেলেদের থেকে দূরে থাকিস।
মেহেরী তাজ
আপনার যা ভালো লাগে তা ডাকতে পারেন, সেটা মানাক আরর না মানাক। 🙁
সে মনে হয় আর কান্না থামাবে না।
আমার বন্দুক ঐ বেটা বদের জন্য নয়।
আকাশ নামের ছেলেরায় আমার থেকে নিরাপদ দূরত্বে থাকে।
নীলাঞ্জনা নীলা
“যা পেয়েছি আমি তা চাইনা
যা চেয়েছি কেন তা পাইনা।”
https://www.youtube.com/watch?v=vB5L_rj0mMs
পিচ্চি আপু আমি আই লাভ ইয়্যু ফেরত দেবো না, আকাশকে না করেছি। ইস বন্দুক পাহারা দেবো, এর বিনিময়ে কিছু পাবো না, তা তো হয়না! আকাশ আমায় বললো জানো নীলা পিচ্চি লাভ ফিরে চাইছে। বললাম মন খারাপ তোমার? আকাশের কি কান্না! আজ ওর কান্নায় আমি ভিঁজে একাকার। এতো নিষ্ঠুর আমি নই। তাই আকাশ আমার কাছে, বন্দুক নিয়ে পাহারায় আছি ওর ভালোবাসা যাতে না ফিরে যায়।
মেহেরী তাজ
এই অবেলায় আপনাকেও ভিজিয়েছে??
আমি আগেই বলেছিলাম বেটা ফাজিল ভালো নয়। বদের শিরোমণি। আপনি বন্দুক হাতে তাকেই পাহারা দিতে বসে গেছেন।
আচ্ছা ঠিক আছে ওকে বলে দেন কান্না থামাতে। আমি ভেবে দেখবো কি করা যায়।
আপু গানটা তো \|/
প্রজন্ম ৭১
ঝনঝন,পনপন,কনকন,পিনপিন কটকট,খটখট এত ধরনের শব্দ আপনি শুনতে পান আপু?আমি এর একটাও শুনতে পাইনা।আমাত গীবনটাই মাটি 🙂
এক নিঃশ্বাসে কথা গুলো বলে গেলেন,ভালো লেগেছে (y)
মেহেরী তাজ
আপনার গিবন মাটি?
তাহলে সে আর মাটি থাকবে না, কাদা হয়ে যাবে আকাশের কান্নায়। সাবধান খোলা আকাশের নিচে ভুলেও যাবেন না।
হুম এক নিশ্বাসেই বলেছি। ধন্যবাদ।
মিথুন
হায় হায় আপু, আপনিও আকাশ কে প্রপোজ করেছেন? আমিওতো করেছিলাম, আমারেও ফিরায় দেয়নাই। এইটা তো বহুত লুজ ক্যারেক্টার মনে হচ্ছে। আপনি শিঘ্রই ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। নইলে আপনার ট্র্যাফিক পুলিশের চাকরী কনফার্ম। তাজ আপুর ফ্যান হয়ে পড়েছি আমি………
মেহেরী তাজ
” আপনিও” মানে কি? আমি একাই প্রপোজ করেছি,সে বলেছিলো আমায়।
এখন দেখতে পাচ্ছি সে শুধু কারনে অকারনে কান্নায় করে না মিথ্যাও বলে। শুধু তাই না অন্যের আই লাভ ইউ নিয়ে রেখেও দেয়। বেটার ক্যারেকটারে স্ক্রু বলতে কিচ্ছু নাই।
আমায় ট্রাফিক পুলিশের চাকরি দিলে সে গাড়ি আর চলবে না।
ফ্যান হবেন না প্লিজ,ঘুরতে ঘুরতে জীবনটাই শেষ হয়ে যাবে আপনার।
ব্লগার সজীব
আকাশের কাছ থেকে লাভু ফিরিয়ে আনতেই হবে ওস্তাদ,নইলে আন্দোলনের ডাক দেয়া হবে।আমরা আছিনা?
মেহেরী তাজ
হুম তোমরা আছো জন্যই তো আমার এতো ভরসা শিষ্য।
অরুনি মায়া
লেখাটি পড়ে সুকুমার রায়ের আবল তাবল এর কথা মনে পড়ে গেল 🙂
মেহেরী তাজ
আমি পড়িনি পড়ে দেখতে হবে….! 🙂
নীতেশ বড়ুয়া
এই পনপন ঝনঝন কনকন যদি শুনে থাকেন তবে আপনি পাগলি না হয়ে নির্ঘাৎ DJ মেশিন হয়ে যাচ্ছেন! এখন একটাই কাজ করা বাকি আর তাহচ্ছে এককানে ইয়ারফোনের বদলে ইলেক্ট্রিক সকেট লাগিয়ে নিন আর অন্য কানে সাউন্ডবক্সের ক্যাবল-জ্যাক লাগিয়ে কনেক্ট করুন তাজাপু, ব্যাস!!
“আসো রে সবাই; নাচো রে সবাই
DJ তাজার তালে তালে”
\|/ :c \|/
মেহেরী তাজ
এতোদিন পরে কোত্থেকে আসছেন?
গান সবায় শুনে শেষ করে ফেলেছে।
এখন আমি আর ডিজে নাই এখন অন্য কিছু হয়ে গেছি। :p
নীতেশ বড়ুয়া
‘আমি দূর হতে তোমারে দেখেছি’ থুক্কু, আমি দূর হতেই তোমরই ডিজে গান শুনেছি, তাই শুনে শুনে আবার ফিরে এসেছি… \|/
মাথা ভনভন, কানে পনপন
পেঠে ঠনঠন, ছাতে শনশন
ডিজে বনবন, তাজা বনবন :D)
মেহেরী তাজ
কেন কানে কি টেলিস্কোপ থুক্কু আমার সাউন্ড বক্সের ক্যাবল থেকে চোরাই লাইন করে হেডফোন লাগায়ে নিছিলেন??? :p
নীতেশ বড়ুয়া
ন্যু, ন্যু… কানে তাজা বন্দুকের ঠাঠাঠাঠাঠা লাগিয়ে রেখেছি…
করে বনবন ঠাঠাঠাঠা সারাক্ষণ :D)
মেহেরী তাজ
দেখতে হবে তো বন্দুক টা কার?? :p