মেয়াদোত্তীর্ণ ভালোবাসা

নীলাঞ্জনা নীলা ৪ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ০৯:১৮:১০পূর্বাহ্ন কবিতা ৪৮ মন্তব্য
ভালোবাসার শিল্পকলা (রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা পেন্সিল স্কেচ)
ভালোবাসার শিল্পকলা (রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা পেন্সিল স্কেচ)

অনন্তকাল ধরে এখানেই থেমে থাকা। ওপারে কি আছে?
উবু হয়ে থাকা সীমান্তরেখা?
কি জানি! থাক!!
ওসব কথা জানার সময় শেষ।
পড়ে গেছে সময়, উড়িয়ে নিয়েছে সময়ের তোড়।
ঝড়ের আগের পূর্বাভাসে বলেছিলো মধ্যবর্তিনী যোগ
‘দৌঁড়াও হে পথিক, পিঁছিয়ে যাওয়া মানেই ফুরিয়ে যাওয়া।’
ওই যে আকাশে তারা ফুঁটছে, খসে খসে পড়ছে
এ নাকি মনোরঞ্জন! এ কেমন মনোরঞ্জন বলো তো ক্ষণ-অক্ষণ?
এলোমেলো হয়ে যায় বুঝি সময় ফুরিয়ে গেলেই?
কে জানি বলেছিলো ভালোবাসা মানে অভ্যেস।
আমি বলি একধরণের শিল্প। কলা-কৌশলের যতোরকমের কূটকচাল,
তা-ই ভালোবাসা।
যে যতো শিল্পকলা জানে, ততোই দূর্দান্ত প্রেমিক-প্রেমিকা হয়।
মহাভারতের মানভঞ্জন তবে কি?
আরে সে তো দ্বাপরে রাধিকার আঁচলে বাঁধা ছিলো
দ্বৈপায়ন হ্রদের ধারে দূর্যোধনের গোপনবাস,
ভগবানও খেলা করে ভালোবাসা নিয়ে দ্রৌপদীর নগ্নতায়।
এখনও তবু বিশ্বাস ফিরে আসবে? খোলা পিঠে এসে চুমু খেয়ে বলবে,
‘বড্ড দেরী হয়ে গেলো।’
আর তুমিও মেয়ে আহ্লাদে গদগদ, ‘কেমন আছো? ইস কি পান্ডুর মুখ!
এসো এই বুকে। এই নাও কোলে পেতেছি শীতল পাটি। উষ্ণতার স্পর্শ পান করো।
অনেক তৃষ্ণার্ত অনুভব করেছি তো আমি। ক্ষুধার্ত সেও জানি, আমি খাদ্য আছি তো নিয়ে সারাটি শরীর জুড়ে।’
আহা সময়! ওহে সময়!! তুমি আসবে বলে, ভালোবাসবে বলে সময় কেবলই আশায় আশায় র’য়।
চিত্রকলা এবার ফুরিয়েছে।
শেষ হয়ে গেছে রঙ, শুকিয়ে শক্ত-কঠিন হয়ে গেছে তুলি।
আর কিছু? ভালোবাসারও নির্ধারিত সময়-সীমা থাকে, বুঝলে?

হ্যামিল্টন, কানাডা
৩ আগষ্ট, ২০১৫ ইং।

ফুরিয়ে যাওয়া চিত্রকলা
ফুরিয়ে যাওয়া চিত্রকলা
৭৯৬জন ৭৯৬জন
0 Shares

৪৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ