অবিশ্বাস্য বিকেল

ছাইরাছ হেলাল ৩১ জুলাই ২০১৫, শুক্রবার, ১১:১৮:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

বিকেল হঠাৎ দাঁড়িয়ে গেল থমকে,
ভুলেছে অস্ত রং অস্ত যাওয়ার পাট ভুলে।
সময়ের দুঃসময়ে নাকি
রীতি-নীতি না মেনে প্রচণ্ড পরিব্রাজকীয় অভিমানে?
ক্রম থেমে যাওয়া পাখির কোলাহলে
নাকি সংগোপনে কপট মায়াজাল শুশ্রূষায়?
বলছি না কলঙ্ক হবে এখানে এখন এভাবে দাঁড়ানোয়,
বলছি না হয়েছ দিগ্বিদিকের পথভ্রষ্ট।
নাকি দাঁড়িয়েছ
সাকাচৌ’র ‘ধন কেটে লাল’ করে দেয়া দেখতে!
তা যত খুশি দাঁড়াও, বস বা আধশোয়া হও,
হও,
তবে গুপ্তঘাতকিনীর দুর্নাম নিও না যেন,
এ শেষের বেলায়।

৪৫০জন ৪৫০জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ