অন্য কিছু লেখ

অরণ্য ২৭ জুলাই ২০১৫, সোমবার, ০৩:৩৬:২২অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৪৮ মন্তব্য

কিছুই ভাল লাগছে না আর
কত কি লিখছো তোমরা!
মহব্বত, প্রেম, দীর্ঘশ্বাস, দুঃখ, কষ্ট
আরও কত কি!
কিচ্ছু ভাল লাগছে না আমার।
কিচ্ছু না!
একটু অন্য কিছু লেখ।

বৃষ্টির গল্প আর ভাল লাগছে না মোটে;
স্যাঁতসেঁতে।
এবার একটু ঝড় লেখ তোমরা।
ঝঞ্ঝা লেখ একটু, সাইক্লোন।
কি লিখছ মিড়মিড়িয়ে!
আমার ভাল লাগছে না।
সত্যি আর ভাল লাগছে না।
একটু চিৎকার লেখ না কেন?
একটু শক্তি লেখ; নির্ভয় গর্জন।

কি লিখছ সব অদ্ভুত নিয়ে?
চমৎকার পাওনা বুঝি!
এতো কেন অন্ধকার লিখছ তোমরা?
আলো লেখ, আলো।
আমি আলো চাই
আমাকে আলোর গল্প বলো।
কি লিখছ ভয়-সংকোচ-পরাজয়?
একটু সাহস লেখ;
উদারতা লেখ; ক্ষমা, তোমার জয়।

কি লিখছ সব মৃত্য, ক্লান্তি নিয়ে!
একটু জীবন লিখছ না কেন তোমরা?
চোখ খুলছ না কেন তোমরা?
বলয়ের বাইরে এসে লেখ না একটু!
লেখ না একটু মহাকাশের অপারে গিয়ে
দেখ না একটু তোমাকে, আমাকে!

আমাকে একটু জীবন দাও।
একটু অন্য কিছু লেখ তোমরা
জীবন লেখ, আলো লেখ।
একটু বাইরে এসে
চোখ মেলে, হৃদয় খুলে
এবার তোমার কথাই লেখ।
অন্য কিছু লেখ।

৬৬৮জন ৬৬৮জন
0 Shares

৪৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ