ঘটনাটা পাচ টাকার মাত্র।
কিন্তু এর ব্যাপ্তি, সততা, নিষ্ঠা, ম্যান কাইন্ড অতুলনিয়ো।
২০১৩ সালের ডিসেম্বর মাসের কনকনে শীতের সন্ধ্যা।
আবুল অফিসের কাজে গুলিস্তান মোরে দাঁড়িয়ে আছে। রাম্পুরা যাবে। পকেটে ফুটা পয়সা নেই। পকেটে ষোল টাকা ছিলো তা মধ্যবিত্ত ফুটা দিয়ে কখন পরে গেছে খেয়েল করেনি। সামনের মাসে স্যালারী পেয়েই একটা মানিব্যাগ কিনবে সে।
কি করবে সে এখন! এতো দূর হেটে যাবে! সাড়াদিনের ক্লান্তি পকেটের ফুটা দিয়ে শেষ সম্বল হারানো সব মিলিয়ে সে বিদ্ধস্থ। ভাবতে ভাবতে ‘ভিক্টর পরিবহন ‘ নামক একটা বাসে চড়ে বসেছে।
ভরষা মুচকি একটা হাসি দিয়ে কন্ডাক্টার মামাকে বলবে, ” মামা টাকা নাই, আজকে ভাড়া দিতে পারবোনা। রাম্পুরা ব্রিজে যাবো।। প্লিয মামা! ”
বাসটা পল্টন মোরে এসে জ্যামে পরে। বাসের কন্ডাক্টার ভাড়া কাটতেছে। কেও তাকে ১ টাকা ২ টাকা কম দিচ্ছে।
কেও হিসেব করে দেখতেছে সে ১ টাকা ২ টাকা বেশি নিচ্ছে।
কন্ডাক্টার এক সময় আবুলের সামনের প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছে।
প্যাসেঞ্জার ভাড়া কম দিচ্ছে, কন্ডাক্টার বলতেছে রাম্পুরা ব্রিজ ৮ টাকা ভাড়া, প্যাসেঞ্জার বলতেছে ৫ টাকা।
যথারীতি সব প্যাসেঞ্জার আরেক দফা তাকে গাইলালো, তার ফরটিন জেনারেশন কে তুলোধুনো করলো।
আবুলের বুক ঢিপঢিপ করতেছে। এই অবস্থায় সে যদি কন্ডাক্টারকে বলে ভাড়া নাই, তবে মামা ছিলে ফেলবে। সে এম্নিতেই বহু গালি, অপমান সয়ে হয়রান।
ফিংগার ক্রসড।
-মামা কই যাইবেন, ভাড়া দেন।
– মামা আমার কাছে টাকা নাই, রাম্পুরা যাবো। টাকা হারাই ফেলেছি মামা।
কন্ডাক্টার বিরক্ত হলনা, রাগ করলোনা, বিলাপ করলোনা!
বরং সুন্দর করে হাসি দিয়ে বললো, ” নাই তাতে কি হইছে মামা। আরেকদিন দিবেন “। 🙂
আসেপাশের প্যাসেঞ্জাররা এবার বাস্টাকে নিজেদের বাপ-দাদার সম্পত্তি মনে করে বলতে থাকলো, ” কতো টাকা আমরা বেশি দেই! ২ টাকার ভাড়া ১০ টাকা নেয়! দিয়েন দিয়েন আরেকদিন! এই উনারে ব্রিজে নামিয়ে দিও “.
তারপর কেটে গেছে দুই বছর। আবুল ভিক্টর পরিবহন দেখলেই কন্ডাক্টারের দিকে ভালো করে খেয়াল করে। খুজে সে সেই মামাকে।
নাহ! মামার দেখা আর সে পায় না।
আবুল আজকে বেতন, বোনাস পেয়ে ফুরফুরে মেজাজে আছে। ইফতারীর রকমারি খাবার কিনে বনানী থেকে রবরব পরিবহনে উঠেছে রাম্পুরা যাবে।
বাসটা গুলাশান -১ আসলে একটি ভিখারী উঠে বাসে সাহায্য চাচ্ছে সবার কাছে। পা নাই বলে বলে। ছেলে মেয়েদের জন্য জামা কিনবে বলে খুব মিনতি করতেছে।
আবুল পিছনে বসে ঘুম ঘুম চুখে সব শুনছে।
লোকটা আবুলের কাছে চলে আসে এক সময়।
হাত পাতে আবুলের সামনে।
আবুল রাজ্যের বিরক্তি নিয়ে চুখ খুলে দেখে ‘ সেই কন্ডাক্টার মামা! একটা পা নেই মুখে খুচা খুচা দাড়ি!
আবুল চিৎকার করে সীট থেকে দাঁড়িয়ে উঠে। কন্ডাক্টার মামাকে জড়িয়ে ধরে
” আরে মামা তুমি! তোমাকে আমি কতো খুজেছি!
মামা অপ্রস্তুত হয়ে যায়। ” মামা আমারে খুজেতেছেন! আমি কি করছি মামা! ”
– মামা তুমি ভিক্টর পরিবহনে কন্ডাক্টরি করতানা!
– হ, মামা!
– মনে আছে মামা দুই বছর আগে, গুলিস্তান থেকে তোমার বাসে উঠছিলাম, আমার কাছে ভাড়া ছিলোনা। তুমি আমারে ফ্রী আনছিলা!?
– না মামা। কতো মানুষই তো বাসে উঠতো।
– তোমার পা কি হইছে মামা!?
– যাত্রি নিতে গিয়া গেট থেকে পরে গেছিলাম। পিছন থেকে আরেক বাস এসে মাইরা দিছে।
লিংক রোড এসে গেছে বাস ইতোমধ্যে। আবুল কন্ডাক্টারকে নিয়ে বাস থেকে নামলো। হোসেন মার্কেটে নিয়ে গিয়ে তাকে লুংগি, পাঞ্জাবী, তার ছেলের জন্য লাল টুপি, জিন্সের প্যান্ট, টি-শার্ট, বউয়ের জন্য একটা শাড়ি কিনে দিলো।
আর ছেলেকে সেমাই খাওয়ানর জন্য কিছু টাকা দিলো।
এক সাথে বসে কিছুক্ষন গল্প করলো। আবুল তাকে মোবাইল নাম্বার দিলো। তার ঠিকানা নিলো।
ইফতারীর পরে কন্ডাক্টার আবুল কে দোকান থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো সে ঠিক মতো বাসায় যেতে পারছে কিনা।
[[ মোরাল: আমাদের মামাদের আত্যসম্মান এতো ঠুনকো না। আবুল খুব সহজেই তাকে জামা-কাপড় কিনে দিতে পারেনি। অনেক অনুরোধের পরে পেরেছে।
ফোন নাম্বার অনেকেই নেয় কিন্তু কজনইবা ফোন দিয়ে বলে ” মামা বাসায় গেছেন ঠিক মতো?
I love you man <3 ]]
২২টি মন্তব্য
মারজানা ফেরদৌস রুবা
মানুষকে মানুষের মতো মূল্যায়ন করা উচিত হোক সে ভিখারী বা পথের টোকাই।
এখানে দুটু লোকই প্রকৃত অর্থে মানুষ, তাই কৃতজ্ঞতাবোধ, সৌজন্যবোধ তাঁদের ভেতরে কাজ করে।
এ সমাজে বিত্ত-বৈভবে ভরপুর দুপেয়ে মানুষ অনেক আছে কিন্তু প্রকৃত (মনুষ্যত্ববোধ সম্পন্ন)মানুষ খুব কমই দেখা যায়।
ইমন
হুম। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। (3
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বিরল দুজনই,বেচে থাকুক দুজনই ধন্যবাদ আপনাকে সুন্দর পোষ্টের জন্য। -{@
ইমন
ধন্যবাদ। -{@
সিকদার
হিরোরা এমনই হয় আর আমরা জিরোরা কাজে নয় কথায় ফুলঝুরি ছুটাই । (y)
ইমন
একেবারে ঠিক কথা বলেছেন -{@
অনিকেত নন্দিনী
কৃতজ্ঞতাস্বীকার সবাইকে দিয়ে হয় না। যে সামান্য কয়জনকে দিয়ে এইটা হয় তাদের সামাজিক অবস্থান যাই হোক না কেনো আত্মিক অবস্থান অবশ্যই অনেক অনেক উঁচুতে।
দুই হিরোর জন্যেই শ্রদ্ধা আর ভালোবাসা। (y) -{@ (3
ইমন
” কৃতজ্ঞতাস্বীকার সবাইকে দিয়ে হয় না। যে সামান্য কয়জনকে দিয়ে এইটা হয় তাদের সামাজিক অবস্থান যাই হোক না কেনো আত্মিক অবস্থান অবশ্যই অনেক অনেক উঁচুতে। ”
আপনাকে ধন্যবাদ। -{@
খেয়ালী মেয়ে
সবকিছু যে এখনো নষ্টদের দখলে যায়নি, এমন ঘটনাগুলো অন্তত সেটাই বলে…
ইমন
হুম। 🙂
লীলাবতী
ভালো লাগে এমন লেখা। শুভ জন্মদিন ভাইয়া।সারা বছর জন্মদিনের আনন্দে কাটুক -{@
ইমন
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দুয়া করবেন আমার জন্য। (y)
নীলাঞ্জনা নীলা
এমন মানুষরা আছে বলেই এখনও আবেগ বেঁচে আছে।
অনেক ভালো লাগলো আপনার আঁকা জীবনের গল্প। -{@
ইমন
ইয়াল্লাহ ! আমি গল্পটা আকি নি। আমি কথা শিল্পী নই। আমি যাস্ট আমার জীবনের ই একটা ঘটনা শেয়ার করলাম মাত্র। ফুটাঙ্গি যাতে না হয় সেই জন্য নামটা চেঞ্জ করে দিছি :3 \|/
শুন্য শুন্যালয়
ভাইয়া এটা কি গল্প নাকি সত্যি ঘটনা? এই মুহুর্তে সেটা আমার কাছে ফ্যাক্টর না। আমি জানি এমন হিরো অবশ্যই আছে আমাদের মধ্যে। এবং আমার স্ট্যান্ডিং স্যালুট তাদের জন্য।
ইমন
ইয়াল্লাহ ! আমি গল্পটা আকি নি। আমি কথা শিল্পী নই। আমি যাস্ট আমার জীবনের ই একটা ঘটনা শেয়ার করলাম মাত্র। ফুটাঙ্গি যাতে না হয় সেই জন্য নামটা চেঞ্জ করে দিছি :p \|/
স্বপ্ন
শ্রদ্ধায় মাথা নুইয়ে আসলো আবুলের উপর।তাঁকে শ্রদ্ধা ও শুভেচ্ছা -{@
ইমন
(y) -{@
মেহেরী তাজ
এউ হীরোরা আছে বলেই আমরা অহংকার করতে পারি। “হীরো” কথাটা বলতে পারি।
ভাইয়া গতকাল আপনার ছিলো ।???
লেট করে ফেল্লাম।লেট হ্যাপি বার্থডে।
ইমন
অনেক অনেক ধন্যবাদ আপু -{@
ব্লগার সজীব
আবুল সাহেবকে হৃদয়ের অন্তস্থল হতে শ্রদ্ধা জানাই -{@
ইমন
ধন্যবাদ গ্রহণ করলাম এবং ধন্যবাদ দিলাম 🙂