শহর তুমি হও…
শহর তুমি হও… ছোট্টবেলায় আঁকা, ড্রয়িং খাতার ছবি।
এপাশে
কুঁড়ে ঘর, পিছে সবুজ কলাগাছ, কচি সবুজ পাতা।
দূর হতে আসা, কলসি কাঁখে মেয়েটার রং বাদামী।
হলুদ-সবুজ ধানক্ষেতে ছেলেটা উড়ায়, লাল একটা ঘুড়ি।
খাতার মাঝ বরাবর নদী। নদীর রঙটা আবার নীল।
শান্ত শান্ত ঢেউয়ে, সাদা পালে পাড়ি দেয় কালো রঙের মাঝি।
ওপাশে
ঢেউ খেলানো সবুজ সবুজ গ্রাম, কর্নারে জোড়া তালগাছ।
উপরে সূর্য মামার দিকে, উড়ে যায় ঝাঁকে ঝাঁকে পাখি…
শহর তুমি হও… ছোট্টবেলায় আঁকা ড্রয়িং খাতার ছবি।
—————————————————————-
–
–
–
❑ সিপাহী রেজা, ২৩ জুন ২০১৩
–
–
–
——————————-
-{@ কৃতজ্ঞতা:
১. সিপাহী রেজা
২. কবিতা আশ্রম
——————————-
১০টি মন্তব্য
অন্তরা মিতু
ছবিতে একটি ক্যাপশন দেয়ার চেষ্টা করে করে ব্যর্থ হইলাম 🙁
ক্যাপশন – “ফুল হয়ে যাই পাথরে…”
ছাইরাছ হেলাল
শুধু ফুল হলেই হবে ?
ছাইরাছ হেলাল
এই কবির মত আমরাও হয়ত এমন শহরের ই স্বপ্ন আঁকি ।
যাযাবর
আসলেই একটি মসৃণ কবিতা , সুন্দর , কোমল ।
শিশির কনা
সুন্দর কবিতা ।
জিসান শা ইকরাম
এমন শহরের কল্পনা করতেই সাহস লাগে এখন
ভালো লেগেছে কবির মনে এই শহর জেগে আছে ভেবে ।
ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার দেয়ার জন্য —
আদিব আদ্নান
বাস্তবেও এমন শহর পেলে ভালই হত ।
প্রথম পড়েই এ কবির কবিতা ভাল লাগল ।
প্রজন্ম ৭১
খুব ভালো কবিতা (y)
ব্লগার সজীব
অসাধারন কবিতা (y) (y)
সিপাহী রেজা
অন্তরা দি’ কে অনেক ধন্যবাদ কবিতাটি এখানে পোস্ট করার জন্য। আর যারা পড়লেন তাদেরকেও ধন্যবাদ। সবার মনের মধ্যে এমন একটা শহর তৈরি হোক, তাতে দোষ কি!! বাস্তবে না পাই, মনে মনে তো হাঁটা হোক সেই শহরে…