আজব মায়া

খেয়ালী মেয়ে ২১ জুন ২০১৫, রবিবার, ১০:৪৪:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৭ মন্তব্য

অপার রহস্যময় এই জীবন—
একটা মানুষ তার জন্মের পূর্ব পর্যন্ত কোথাও সে ছিলো না—হয়তো বা ছিলো, হয়তো বাতাসে ছিলো, ফুলের গন্ধে কিংবা মাটিতে মিশে ছিল, তারপর হঠাৎ একদিন সে প্রান পেয়ে গেলো, আপনমনে সে বিকশিত হলো, নিজস্ব ব্যক্তিত্ব, পছন্দ-অপছন্দ আর কাজ দিয়ে আপন মানুষগুলোর মনে আসন করে নিলো, একটা মজবুত আসন তৈরি করে নিলো চারপাশের মানুষগুলোর মনেও—মায়া আর ভালোবাসার চাদরে জড়িয়ে নিলো সবাইকে—সেই সাথে ছড়িয়ে দিলো চারপাশে স্নেহ, মায়া, ভালোবাসার বীজ…..

তারপর হঠাৎ করে একদিন সে আবার শূন্যে মিলিয়ে যাবে, সব বন্ধন ছিন্ন করে চলে যাবে, কোন মায়া তাকে আর ধরে রাখতে পারবে না—আজব, আপনমনে বিকশিত হওয়া সেই মানুষটাই একদিন আবার আপনমনে খুব নীরবে সবকিছু থেকে মিলিয়ে যাবে—সবকিছুই যেনো এক যাদুকরের খেলা—খেলা শেষে থেকে যায় শুধুই মায়া, আজব যতো মায়া…..

(খেয়ালী মনের এলোমেলো ভাবনা)

১১২৮জন ১১২৮জন
0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ