তোমাকে বড়ো দরকার আমার।
ভীষণভাবে দরকার।
ঝকঝকে দিনের আলোয় যতো স্পষ্ট দৃশ্য চোখে পড়ে,
আবার সেই দিনের আলোকে যখন রাহু গ্রাস করে
গ্রহণ হয়,
অন্ধকারে ঢেকে যায় চারিদিক—
আর রাত তার নিকষ কালো শরীর নিয়ে এসে
ছিনিয়ে নিয়ে যায় ঘুম আমার,
অথবা শুক্লপক্ষ যখন কৃষ্ণপক্ষকে ধাক্কা দিয়ে সরিয়ে
জ্যোৎস্নায় ভিঁজিয়ে দেয় চারিদিক—-
এমন সময়গুলোতে তোমাকে বড়ো দরকার।
আসবে?
ঝড়ের মতো এসে আমায় নাড়া দিয়ে যাবে?
হাওয়ার মতো নেবে উড়িয়ে?
তোমার কাঁধে মাথা দেবে রাখতে?
রাত থেকে গোধূলি সারাটি সময়ে তোমায় যে দরকার আমার।
বড্ড পিপাসার্ত আছি,
জল হয়ে তৃষ্ণা মেটাও, মেটাবে?
অহংকারী মেঘের মতো থমকে থেকোনা।
বিদ্যুতের মতো চমক দিয়ে নেমে এসো,
এই যে দেখো এখানে শীতল পাটি আঁচল পেতে রেখেছি।
নিঃশব্দ অন্ধকারের অতলে পড়ে আছি আমি,
আমাকে তাই উঠিয়ে নিতে চলে এসো।
তোমাকে যে এখন বড্ড প্রয়োজন আমার।
হ্যামিল্টন, কানাডা
৩০ মে, ২০১৫ ইং।
আটলান্টিক এর পাড়ে যেখানে টাইটানিক ডুবেছিল সেখানে বসে আমি
ছবিটি তুলেছে আমার ছেলে নভোনীল তীর্থ ২০১১ সনে।
৩৬টি মন্তব্য
তানজির খান
কবিতা পড়ে মনে হলো এ যেন আমার কথাই লিখেছেন। খুব প্রয়োজন তাকে। কবিতাটি ভাল লেগেছে ভিষন।
নীলাঞ্জনা নীলা
ভাল লাগাতে পেরে ধন্য হলাম।ধন্যবাদ…… তানজির খান।
শুন্য শুন্যালয়
তুমির কি সাধ্য আছে এমন করে বললে না করবার !! যেমন করে তুমিকে চাই, ঠিক তেমনি করে সে বুঝবে তো?
ছবিতে একমনে বসে থাকা আপুটা খুবই ভালো লেখে।
নীলাঞ্জনা নীলা
কল্পনা করতে সমস্যা তো নেই শুন্য শুন্যালয় 🙂
আটলান্টিক এর পাড়ে যেখানে টাইটানিক ডুবেছিল সেখানে বসে আমি
ছবিটি তুলেছে আমার ছেলে নভোনীল তীর্থ ২০১১ সনে।
শুন্য শুন্যালয়
আপনার ছেলের নাম টিতো ভারি সুন্দর আপু নভোনীল, চমতকার। কার দেয়া নাম এটি আপু?
টাইটানিকের মত ডুবে গেছে মন। এটি আপনি তা কিন্তু আগেই বুঝেছি। সুন্দর ছবিটি।
নীলাঞ্জনা নীলা
আমারই দেয়া এতোদিনে তা জেনে গেছো শুন্য আপু।
লীলাবতী
এমন মানুষ কি আছে এ জগতে?কল্পনায় আছে হয়ত,বাস্তবে না।খুঁজে যেন পান এমন মানুষটিকে।
পানির দিকে তাকিয়ে কিছুর প্রতিক্ষায় বসে থাকা ফটোটি লেখার সাথে মিলে গিয়েছে দিদি।
নীলাঞ্জনা নীলা
আটলান্টিকের পাড়ে টাইটানিক ডুবে যাওয়া স্থানে আপনি বসলেও আপনি এমন ধ্যানমগ্ন হতেন লীলাবতী 🙂
খেয়ালী মেয়ে
আসবে আপু, এভাবে ডাকলে না এসে থাকতে পারবে না….
অপেক্ষার দৃশ্য যে এতো বেশী সুন্দর হয় ছবিটা না দেখলে পুরোপুরি বুঝতাম না…
নীলাঞ্জনা নীলা
আসুক সে আসুক,আসলে আনন্দের সীমা থাকবে না।ধন্যবাদ খেয়ালী মেয়ে।
অরণ্য
অসাধারণ! (y)
“অহংকারী মেঘের মতো থমকে থেকোনা।” – এটুকু পেরুলেই আর লাগেনা।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ………… অরণ্য
মেহেরী তাজ
আপনার এই কবিতা পড়ে লুকিয়ে থাকতে পারবে বলে আমার মনে হচ্ছে না। নিশ্চয় আসবে।
ভালো লেগেছে।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ……… তাজ।লিখছেন না অনেক দিন,লিখে ফেলুন কিছু 🙂
মেহেরী তাজ
কি লিখব মাথা পুরা ফাঁকা………
নীলাঞ্জনা নীলা
সেটিই লিখুন……মাথা আমার ফাঁকা 🙂
ব্লগার সজীব
বড্ড পিপাসার্ত আছি,
জল হয়ে তৃষ্ণা মেটাও, মেটাবে?
অহংকারী মেঘের মতো থমকে থেকোনা।……… তৃষ্ণা মিটে যাক।খুবই ভালো লেগেছে দিদি।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ……… সজীব
জিসান শা ইকরাম
চাওয়াটা সুন্দর।
নীলাঞ্জনা নীলা
পাবো কবে ও নানা? ;(
সীমান্ত উন্মাদ
দারুন একটা কবিতা, তবে আপু এই ছোট্ট আমার জীবনে এইটুকু বুঝে গেছি মানুষের কোন চাওয়াই আসলে পরিপূর্ণ ভাবে পাওয়া হয়না, শুধু সুন্দর সুন্দর ব্যাপারগুলো চাওয়া হয় আর তা অপ্রাপ্তি হয়ে থেকে যায় কাল থেকে মহাকালে।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রেখে গেলাম। প্রাপ্তি যেন আপনার জন্য কোন মুহূর্তেই প্রবঞ্চনা না হয়।
#আমি কেন এতো ভালো সিরিয়াস কবিতা লিখতে পারিনা!!!?? তবে কি এইটা আমার অপ্রাপ্তি?
নীলাঞ্জনা নীলা
সিরিয়াস লেখা লেখে এবং যারা পছন্দ করে তারা হলো আঁতেল।আর আঁতেলদের আমি দু’চোখেও দেখতে পারিনা।
-:-
সীমান্ত উন্মাদ
কথাটা শুনে শান্তি পাইলাম আপু।
নীলাঞ্জনা নীলা
🙂 আমিও বলে শান্তি পেলাম।
মিথুন
কতো আবেগ দিয়ে চাওয়া, পূর্ণ হবেই হবে। সুন্দর কবিতায় অনেক ভাললাগা……………
নীলাঞ্জনা নীলা
চাওয়াটাই গুরুত্বপুর্ন,পাওয়াটা নয়।ধন্যবাদ……… মিথুন।
মোঃ মজিবর রহমান
ঝড়ের মতো এসে আমায় নাড়া দিয়ে যাবে?
হাওয়ার মতো নেবে উড়িয়ে?
তোমার কাঁধে মাথা দেবে রাখতে?
অভূতপূর্ব দারুন চাওয়া।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ……… মজিবর রহমান
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মন ছুয়েঁ যাওয়া আকুলতা।না এসে পারবেই না।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ……… মনির হোসেন
ইমন
যাহ্! গরিবের মনে বড্ড সাদ জেগে গেলো ঐ তীরে খানিকখন বসার…..
নীলাঞ্জনা নীলা
তাই? ধন্যবাদ মন্তব্যের জন্য…… ইমন
নুসরাত মৌরিন
আপু অনেকদিন পর এসে আপনার লেখাটি প্রথম পড়লাম। মনে হলো যেন আমার জন্য লিখেছেন আমারই কথা…।
অনেক ভাল লাগলো…।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ মৌরিন। 🙂
অরুনি মায়া
গুমরে কাঁদা চিত্তের দৈরথে আপূর্ব এক ঝড় প্রকাশ
“তোমাকে আমার দরকার “
নীলাঞ্জনা নীলা
কি সুন্দর মন্তব্য তোমার। আমাদের যখন যাকে দরকার, তখন সে থাকেনা।
আমার বান্ধবী ঊর্মী বলে যাকে প্রয়োজন কিংবা অপ্রয়োজনে কাছে পাওয়া যায়, তাকেই আমরা গুরুত্ত্ব দিইনা।
অফুরান ভালোবাসা মায়াবতী আপু। -{@ (3