খুঁজেছি তোমায় প্রতি ক্ষণেক্ষণে-
আঁধারে, আলোতে-
জায়গা করে নিয়েছো তুমি, আমার হৃদয় গহীনে—
দাওনি সাড়া তাই বুঝি, এত ডাকাডাকিতে-
আমার আকাশে জাগবে তুমি,
সন্ধ্যাতারা হয়ে রাতের প্রহরে-
শুকতারা হয়ে অরুণালোকে-
জ্বালবে দীপ ধ্রুব হয়ে-
আমার জীবনের স্রোত থামবে যবে….
(খেয়ালী মনের এলোমেলো ভাবনা)
২২টি মন্তব্য
লীলাবতী
এত খোঁজার পরেও যদি সে সাড়া না দেয়,তাকে মনে রাখার কি দরকার?!!!
পরী আপুটার এত আবেগ কেন?
ভাল লিখেছেন আপু।
খেয়ালী মেয়ে
এমনটা মাঝে মাঝে আমিও ভাবি যে, যে বা যারা আমাকে নিয়ে ভাবে না,আমি বা কেনো তাকে বা তাদেরকে নিয়ে ভাবতে যাবো….কিন্তু শেষ পর্যন্ত আর পারি না..ভেবে যাই, স্মরণ করে যাই, খুঁজে যাই…………
লীলাবতী
ভেবে , স্মরণ করে , খুঁজে কি লাভ আপু ? 🙁
শুভ নববর্ষ 🙂
খেয়ালী মেয়ে
কোন লাভ নেই আপু, লাভের কথাতো আজ পর্যন্ত ভাবলামই না…
শুভ হোক নববর্ষ…
জিসান শা ইকরাম
আকাশ জুড়ে সে থাকুক। ভাল লিখেছেন।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ ভাইয়া…
ছাইরাছ হেলাল
স্রোত থেমে যাওয়ার আগেই সব কিছু পেতে হবে।
দারুণ!!!
খেয়ালী মেয়ে
এক জীবনে সব পাওয়া হয় না…তারপরও দেখা যাক জীবনের স্রোত থেমে যাবার আগ মুহুর্ত পর্যন্ত কি পাই…
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আকাশ থেকে নেমে মাটির পৃথিবীতে আসতে হবে…এখানে ধূলোমাটিতে মিশে আছে পিউর ভালবাসা।সুন্দর অইছে কবিতাটি ঠিক খেয়ালির মতো।
খেয়ালী মেয়ে
মাটির পৃথিবীতে বসেই তো আকাশ তৈরি করি…
ধন্যবাদ পড়ার জন্য..
শুন্য শুন্যালয়
এ হৃদয় অনেক কঠিন চিজ, কখন যে অগোচরে গহীনে কাকে নেবে, বোঝা বড়ই কস্টকর। মাঝে মাঝে নিজেই বুঝতে পারা যায়না।
শুধু স্রোত থামলে কেন, স্রোতেই মাঝেই ভেসে থাক, আকাশের সন্ধাতারা হয়ে থাক সারাক্ষন খেয়ালী মেয়ের এলোমেলো ভাবনাতে।
সুন্দর।
খেয়ালী মেয়ে
ঠিক বলেছো আপু, এ হৃদয়ের ভাবমূর্তি বুঝা বড়ই কঠিন…
কৃন্তনিকা
কবিতাও কি ড্যামিশকে উদ্দেশ্য করে নাকি?
আগ্রহী মন জানতে চায়…
সুন্দর কবিতা খেয়ালী মেয়ে আর কাকে নিয়ে লিখবে?
খেয়ালী মেয়ে
এসব খেয়ালী মনের এলোমেলো ভাবনা…
সিহাব
যে আসবনা, তাকে শত ডেকেও লাভ নেই যে ! ভাল কবিতা !
খেয়ালী মেয়ে
আসবে না জেনেও কেনো জানি ডাকতে/ভাবতে খুব ভালো লাগে…
নীলাঞ্জনা নীলা
ভুবনটি যে তুমি ময় করে ফেললেন 🙂
খেয়ালী মেয়ে
এলোমেলো ভুবন আমার, থাক না তুমি ময় হয়ে…
ব্লগার সজীব
কবিতা পড়ে মন খারাপ হয়ে গেলো আপু।হতাশায় 🙁 আমাকে নিয়ে কেউ এমন ভাবে না 🙁 জীবনটা আমার ষোল আনাই মিছে 🙁
বুদ্দুটা যে কোথায় থাকে?খুজে পেলে বেঁধে নিয়ে আসবো আমার পরী আপুর কাছে।
খেয়ালী মেয়ে
এটা কবিতা না..আমি কবিতা লিখতে পারি না..এগুলো সব আমার এলোমেলো ভাবনা 🙂
আহারে্ আপনার জন্য দেখি আমারও দুঃখ লাগছে—এ ষোল আনা মিছে জীবন নিয়ে আপনি এখন কি করবেন?… ;?
বুদ্ধুটা আকাশে থাকে, ঠিকানাটা জানিয়ে দিলাম–দেখি এবার বেঁধে নিয়ে আসতে পারেন কিনা 🙂
ব্লগার সজীব
আমার শেষ পোষ্টে আইডিয়া দিয়েছি পোষ্টের,লিখতে না পারলে আমার কোন দোষ নেই 😛
খেয়ালী মেয়ে
আপনার শেষ পোস্ট কোনটা?..