আমাদের অনুভূতি শক্তি প্রচন্ড প্রখর । ধর্ম বা দেশ নিয়ে রসিকতা করে যে কেউ আমাদের পুরো জাতীকে ক্ষেপিয়ে দিতে পারে যে কোন মুহূর্তেই । তখন দেশ প্রেম আর ধর্ম প্রেম প্রবল হয়ে ওঠে ।
আমাদের দেশে হুমায়ুন আজাদের লেখা বই নিষিদ্ধ হয় । তাসলিমা নাসরিন দেশান্তরী । অভিজিতের মত লেখক কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ।
যা হোক উপরের শিরোনাম নিয়ে একটু আলোচনা করি । নয়ত হয়ত সবাই মনে করবে স্রেফ দৃষ্টি আকর্ষণের জন্যই এমন নাম দিয়েছি । কয়েকদিন আগে বাংলা কি ওয়ার্ডে কিছু একটা তথ্য জানার জন্য গুগলে সার্চ দিয়েছিলাম । বাংলা যে কোন কি ওয়ার্ড দিয়ে সার্চ দিলে ঘুরে ফিরে দু একটা চটি গল্পের লিংক আসবেই । সবচেয়ে হতাশামূলক কথা হল পৃথিবীর সবচেয়ে মধুর পবিত্র শব্দ ”মা” লিখে সার্চ দিলে যা আসবে তা আপনি পড়তে পারবেন না । নিজেকে বাঙালী পরিচয় দিতে ঘৃণা বোধ হবে । এরপর থেকে বাংলা কি ওয়ার্ড দিয়ে সার্চ করতে আমি ভয় পাই অন্তত পরিবারের কারও সামনে এমন বিব্রতকর অবস্থায় পড়তে চাই না । অনলাইনে কি পরিমান নোরামী আমরা করে রেখেছি ভাবতেই গা ঘিনঘিন করে । কোন বিদেশি বা আপনার আমার পরিবারের অপ্রাপ্ত বয়স্ক রা অন্তর্জালে বাংলায় সার্চ দিলে এসবই দেখবে !!!!!
আমাদের ধর্ম প্রেম দেশ প্রেম এসব ব্যাপারে তেমন একটা সংবেদনশীল নয় । কথনো শুনিনি কোন পর্ণ ওয়েবসাইট বা চটি ব্লগ বন্ধের জন্য লেখালিখি হচ্ছে । অথচ এগুলো ও কম গুরুত্বপূর্ণ নয় । যদিও ফেসবুকে একটা গ্রুপ আছে যারা চেষ্টা করছে ফেসবুকে বাংলা চটি পেজ গুলো বন্ধ করার জন্য ।
নারীর প্রতি সহিংসতার মূল কারণ সামাজিক অবক্ষয় । আমাদের শিশুরা ছোট থেকে যেভাবে গড়ে উঠবে সেভাবেই তৈরি হবে নতুন একটা প্রজন্ম । সেটা গড়ার দায়িত্ব আমাদের ।সেই দায়িত্ব আমরা কতটুকু পালন করছি ?
ঘুম আয়রে..
চাঁদ মামাই স্বপন
একেঁ যাক..
তোর ছোট্ট ওই চাঁদ
মুখে
চাঁদের ছায়াই পরুক
সুখে..
যে পৃথিবী গড়লাম আমি তার আলো আজ
অস্তগামী..
তার কালো ছায়া
দূরে থাক..
চাঁদ মামাই স্বপন এঁকে যাক..
অনেকটা পথ চলতে হবে
চলতে হবে তোকে
তাতো জানি..
সে পথ গড়ার কাজ
আমাদেরই ছিলো
তাও মানি..
নিজেদের কথা শুধু ভেবে এনেছি তোকে ডেকে
দিতে নিজেদেরই
পাপের ভাগ..
চাঁদ মামাই স্বপন এঁকে যাক..
চাঁদ মামাই দিবে স্বপন
স্বপ্ন দিতে আমি কি আর পারি..
যে পৃথিবীতে আনলাম
তোকে বাসযোগ্য হয়নি
সে আমারই..
শুধু অমরত্বের লোভ
আর প্রচলিত সম্ভোগ
এইতো কারন
এটাই জেনে রাখ..
চাঁদ মামাই স্বপন এঁকে যাক ।
১৪টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দুঃখ জনক হলেও কিছুই করার নেই -{@ লেখাটা ভাল লাগল।
সঞ্জয় কুমার
আসলেই কি কিছুই করার নেই ? ফেইক টুইটার ইউটিউব নিয়ে যা হল এর চার ভাগের এক ভাগ হলেও এসব বন্ধ হত । ধন্যবাদ
আবু জাকারিয়া
আমার মনে হয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়া মহাদেশের দেশগুলো ছাড়া অন্যদেশে ইন্টারনেটে এত বেশি নোংরামী হয়না। এসব বিষয় নিয়ে আমরা সেন্সিটিভ নই। সেন্সিটিভ দেশ আর ধর্ম নিয়ে।
আপনিতো বাংলা কি ওয়ার্ড লিখতে ভয় পান, আর আমি পরিবারের কারো সামনে বসে ইন্টানেটে ঢুকতেই ভয় পাই।
সঞ্জয় কুমার
ছিঃ ভাবতেই খারাপ লাগে । কতটা বিকৃত মনা হলে মানুষ এসব লিখতে পারে । তথ্য প্রযুক্তির এই যুগে এখনও আমাদের লুকিয়ে ইন্টারনেট ব্যবহার করতে হবে ?
মন্তব্যের জন্য ধন্যবাদ
জিসান শা ইকরাম
এসবে আমাদের নেট সেলিব্রিটিরা আগ্রহী নয়।
সোনেলায় অনেক আগে একটি পোষ্ট এসেছিল মা এর এমন অবমাননা নিয়ে।
আপাতত এর একমাত্র উপায় হচ্ছে, মা কে নিয়ে বেশী বেশী লেখা
লেখায় মা শব্দের উপস্থিতি বেশি
একটি সময়ে হয়ত মা লিখলে আমাদের এই লেখাগুলো চলে আসবে।
সঞ্জয় কুমার
হুম । এসব চটি ব্লগ কি বন্ধ করার কোন উপায় নেই । । বড় বড় লেখকদের বই বন্ধ করা যায় কিন্তু এগুলো বন্ধ করা যায় না ! নাকি বন্ধ করতে চায় না ।
লীলাবতী
মা এর সন্মান রাখার জন্য যতটা করা সম্ভব,করার চেষ্টা করব।
সঞ্জয় কুমার
আমি ব্লগ নিতিমালা সম্পর্কে তেমন জানিনা । এক্ষেত্রে কি আমরা সরকারি সহায়তা পেতে পারি ?
ধন্যবাদ
ব্লগার সজীব
ঐ সব চটি সাইট গুগলই সম্ভবত বন্ধ করবেনা,এর ভিজিটর প্রচুর।তবে সম্মিলিত কোন প্রতিবাদে গুগলের টনক নড়তে পারে।এতে হয়ত গুগল বা অন্যান্য সার্চ এ এটি পাওয়া যাবেনা।
সঞ্জয় কুমার
যত ভিজিটর থাকুক না কেন এডাল্ট কনটেন্ট আর কপি রাইট নিয়মে এগুলো হয়ত বন্ধ করা যায় । অভিজ্ঞ কারও পরামর্শ প্রয়োজন ।
মারজানা ফেরদৌস রুবা
এই সন্ধ্যাই বসেই এক চটি পেজ নিয়ে ফেবুতে ভদ্রভাষায় রীতিমতো একচোট ঝেড়ে আসলাম।
আসলেই ভাই, আমাদের এভাবে পাশ কাটিয়ে বসে থাকলে হবে না।
আজকের শিশু আগামীর ভবিষ্যত। তাদেরকে আগামীর জন্য তৈরী হওয়ার একটা সুন্দর পরিবেশ তো আমাদেরই করে দিতে হবে।
সঞ্জয় কুমার
বর্তমান পরিবেশ একটা শিশুর মানুষিক বিকাশের জন্য সম্পূর্ণ বৈরী । এরা ছেলেবেলা থেকে যা দেখবে তাই তো শিখবে ।
ধন্যবাদ আপনাকে । সবার সম্মিলিত প্রচেষ্টা ই পারে এসব প্রতিবন্ধকতা দূর করেতে
কৃন্তনিকা
দিন দিন অনলাইনে এসব বাড়ছে। কিছু বলার নেই এসব নিয়ে…
আপনাকে ধন্যবাদ জনসচেতনতামূলক পোস্ট দেয়ার জন্য।
ইঞ্জা
সহমত আপনার সাথে