কত কষ্ট করে,ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে একটি লেখা লিখলাম।অতিবাহিত হয়েছে দুই বিনিদ্র রজনী।চোখ কয়েছে কাকের মত।গালে উঠেছে খোঁচা খোঁচা দাড়ি। লেখা শেষ হলো আজ দুপুরে।এখন পোষ্ট করবো,সমস্ত প্রস্তুতি সম্পন্ন।ফাকি মাঠে গোল দেয়ার গূপন ইচ্ছে আছে আমার।পোষ্ট দিয়ে ফাটিয়ে দেব,আমার পোষ্টে মন্তব্য দিতে দিতে হাত ব্যাথা হয়ে যাবে সবার। কত শান্তি মনে ……
কিন্তু একি?প্রথম পাতায় আজ সমস্ত হেভী ওয়েট ব্লগারগনের পোষ্ট 🙁 এনারা সবাই একসাথে পোষ্ট করলে আমার মত লাইট ওয়েট ব্লগারের কি অবস্থা হপে?আমাদের কথা কি একটুও ভাবেন না তারা?তারা এত নিষ্ঠুর কেন হলেন?
মনে হেভী জোড় এনে কতক্ষন ধাক্কা ধাক্কি করলাম।উহু নট নরন চরন।মনে মনেই তো এদের নড়ানো যায় না,বাস্তবে কিভাবে নড়াবো।হেভি ওয়েটদের চাপে তো নাই হয়ে যাবার অবস্থা হবে।
নীচ থেকে দেখি এই সব হেভি ওয়েট ব্লগারের পোষ্টঃ
শুন্য শুন্যালয়
স্মৃতির নদীগুলো এলোমেলো…
ছাইরাছ হেলাল
প্রহেলিকা
মনির হোসেন মমি
জিসান শা ইকরাম
মারজানা ফেরদৌস রুবা
খসড়া (আমার পোষ্টের পরে দিয়েছেন)
অতঃপর জান বাঁচান ফরজ মনে করে,পোষ্ট না দিয়েই কান্না কাটি করে প্রস্থান করলাম। পোষ্ট আর দিলাম না, বাঁচলাম।আমার মত মানি লোকের মান আল্লাহ রাখেন।ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।বুদ্ধিমান হোন,ঠিক কাজটি করুন।
আমি মানি লোক,ভাবুক এবং বুদ্ধিমান………তাই ব্যাক টু দ্যা প্যাভেলিয়ন 🙂
৫৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আসেন, ব্যাপক আন্দুলুন গড়ে তুলি।
ব্লগার সজীব
আপ্নারা বড়ই নিষ্ঠুর,সবাই একসাথে পোষ্ট দেন কেন? আপনাদের দয়া মায়া বলে কিছু নেই ? ;(
ছাইরাছ হেলাল
ইস, আগে বলবেন না।
সবই গভীর কোন ষড়যন্ত্রের অংশ।
ব্লগার সজীব
এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রও বটে,দেশে এবং বিদেশে অবস্থান রত হেভিওয়েট ব্লগাররা এই ষড়যন্ত্রে জড়িত।
নওশিন মিশু
আজ না হয় হলো না। আগামীকাল নিশ্চয়ই আপনার পোষ্ট পাবো …. :p
ব্লগার সজীব
একটু সাথে থাকবেন আপু,এত হেভী ওয়েটদের চাপে চ্যাপ্টা হয়ে গেলেে টেনে তুলে হাসপাতালে পাঠিয়েন আমাকে 🙁 পোষ্ট তো তৈরী।কিন্তু এনারা যদি আমার ষড়যন্ত্র করে একসাথে পোষ্ট দেন ? 🙁
মোঃ মজিবর রহমান
আমার মত কিতু কিতু দিয়া মন্তব্য করুন।
ইয়ে ফাঁকিবাজ
ইয়েস। নো, হা হা হা আহা রে…………
ব্লগার সজীব
🙂 :D)
মোঃ মজিবর রহমান
বাচিবার অধিকার তাহাদের
লেখিবার গুনাগুন জাদের
\|/
ব্লগার সজীব
আমার তো লেখিবার গুনই নাই 🙁
স্মৃতির নদীগুলো এলোমেলো...
শরীরের ওজন আসলেই বাড়তেছে নিয়ন্ত্রনহীন ভাবে। তাই বলে এভাবে খোচা দেয়া হইলো??
বিচার দাবী করবোনা। এইদেশে বিচারের বানী নিভৃতে কান্দে। আরো কান্দুক…
ব্লগার সজীব
পেট পর্যন্ত ধরতে পারি,এর উপরে খোঁচা দেয়ার ্তো উচ্চতাই নেই।পেটের নিচে খোঁচা দেয়া নিরাপদ নয়,তাই পেট নিয়ে খোঁচাখুঁচি 🙂 আপনারা সবাই আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী বলে প্রতিয়মাণ হচ্ছে।আপনি না চাইলেও আমি এর বিচার চাই।
আবু জাকারিয়া
হাহাহাহাহাহা 😉 😉 দারুন!
ব্লগার সজীব
🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
তাই ব্যাক টু দ্যা প্যাভেলিয়ন
ভয় পাবেন না সোনেলা কাউকে
ঠকায় না…………
ছবিটা খুব যাক আপনার ফিগার কি না -{@ তবু দিলাম
ব্লগার সজীব
ধন্যবাদ আপনাকে -{@
প্রহেলিকা
আপনার সাথে একাত্মতা প্রকাশ করলাম, এই সব খানদানি হেভি ওয়েট ব্লগারদের পোষ্ট দেখলে নিজেরে কেমন জানি মনে হয়। তারা সবাই যুক্তি কইরা একসাথে পোষ্ট দিছে যাতে আমরা আমব্লগাররা মন্তব্য না পাইয়া মারা যাই। কি আর করমু, দেন আপনারাই পোষ্ট দেন যুক্তি কইরা আমি চাইয়া চাইয়া দেখি। পোষ্টে উল্লেখিত ব্লগারদের মইধ্যে চার নাম্বার নামডা দেখতে পারছি না।
ব্লগার সজীব
আচ্ছা আচ্ছা,৪ নাম্বারের নামডা দেখতে পাচ্ছেন না?নাম দেখা দরকার কি?ওখানে এমন একটি নাম আছে যার অর্থ হচ্ছে, ১. গূঢ় অর্থযুক্ত কূটপ্রশ্ন; ২. ধাঁধা, হেঁয়ালি।অর্থ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন :p
অভিধান থেকে 🙂 http://www.ebangladictionary.org/19300
প্রহেলিকা
অর্থ দেখে কি আর সব বুঝা যায়?? নেট স্লো লিংকে ঢুকতে পারিনি তবে যেই আছে তার জন্য মায়া হয় সবার মাঝখানে বেচারা / বেচারী কি চাপের মাঝেই না আছে।
যাইহোক অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য। বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম। রবীন্দ্র পরবর্তী যুগে এধরনের লেখা আর আগে আসে নি। অনবদ্য…অসাধারণ… শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত। এই পোস্টটিকে স্টিকি করা হৌক।
এই লেখাটিতে লেখক মনের অন্ধি সন্ধিতে যে মনস্তাত্বিক টানাপোড়েনের আভাস আমরা দেখতে পাই সেটা নিয়ে আসলে বিশদ আলোচনার অবকাশ রয়েছে। লেখাটিতে আমরা পাবলো পিকাসোর কিউবিজমের সাথে সালভাদর দালির স্যুরিয়ালিজমের একটি সম্মিলিত অভিক্ষেপের লিখিত রূপ দেখতে পাই। লেখককে সাধুবাদ তিনি খুবই মুনশিয়ানার সাথে এই দুটি বিপরীতমুখী চিত্রকলার ধারাকে একই লেখনীর মাধ্যমে প্রকাশ করতে পেরেছে। এ প্রসঙ্গেই স্বনামখ্যাত পরিচালক আকিরো কুরোশাওয়া হয়তো কখনো বলেছিলেন “দুটি বিপরীত ধারার মিলনে যেই লেখনী আমাদের সামনে প্রতিভাত হয়ে ওঠে সেটাই আসলে একটি ব্যবসা সফল চলচ্চিত্রের মূলকথা”। যাক, এই লেখা নিয়ে আলোচনা করার দুঃসাহস করলে পাতার পর পাতা আই মিন মেগাবাইটের পর মেগাবাইট শেষ হয়ে যাবে তবু আলোচনার সিদ্ধান্তে আসা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। :p
ব্লগার সজীব
সমকালীন বঙ্গীয় সাহিত্যাকাশের উদীয়মান নক্ষত্রসম আপনার এই মন্তব্য খানা আমার মনে নিগূড় যে ভাবের সৃষ্টি করিয়াছে তাহা কেবলমাত্র নব্য একবিংশীয় ধারার তত্ত্বীয় দর্শনের সহিতে প্রাচীন চন্ডী মঙ্গলীয় রোমান্টিসজমের সামঞ্জস্যপূর্ণতার ব্যাখ্যাই নয়, বর্তমান পেটি বুর্জোয়াদের জলশুন্য অন্ন ভক্ষণের তীব্র ক্ষুধাও প্রকাশ করিয়াছে…
আপনার এ ধরনের মন্তব্য আমাদের জাতীয় জীবনে সে অভ্যাস তৈরীর ক্ষেত্রে একটি দিক নিশানা হতে চলেছে বলেই প্রতিভাত হয়। স্বাধীনতার প্যতাল্লিশ বছর পর আপনিই প্রথম ব্লগ জগতে এমন একটি মন্তব্য করেছেন যা একই সাথে ডিসকোর্স এবং তার কাউন্টার ন্যারেটিভে বাইনারী অপোজিটসের উদাহরণ সৃষ্টি করবে। এর মধ্য থেকেই আমরা বের করে নিতে পারবো আমাদের পরিবর্তনের পথ।
তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা যখন সম্রাজ্যবাদীদের চোখ রাঙ্গানো আর আমলাতান্ত্রীক জটিলতার শিকার হয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে; ঠিক তখনি, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এই মন্তব্যের মাঝে আমি খোজে পাচ্ছি অন্ধকার ঠেলে সামনে এগিয়ে যাওয়ার একটি সম্ভবনা আর বিদেশী বেনিয়াদের কাছে বুদ্ধিবৃত্তিক দাসত্ব গ্রহন করার বিপক্ষে একটি সুক্ষ বার্তা যা আমার মনে মুড়ি খাওয়ার বাসনা জাগিয়ে তুলেছে।
যাই, মুড়ি খেয়ে আসি।
বান্ধাইয়া রাখার মত মন্তব্য। একটা ফুলের মালা থাকবে ফ্রেমের গায়ে 😀
আমি অথবা অন্য কেউ
এই কমেন্টটা আসলেই বান্ধাইয়া রাখার মত। কমেন্ট স্টিকি করার ব্যবস্থা নাই??
ব্লগার সজীব
কমেন্ট স্টিকি!! ^:^ এমন কথা প্রথম শুনলাম 🙂 মডুরা জানে,আমরা জানিনা 🙂
মেহেরী তাজ
শিষ্য তোমার পোষ্টে তো তাও দেখি কমেন্ট টমেন্ট কিছু আছে। আমার পোষ্ট না আবার ফাকাঁ পরে থাকে…..
প্রস্থান করে ভালো করেছো। আমিও এমন কিছুই ভাবছি।
ব্লগার সজীব
ওস্তাদ,আপনিও কিন্তু কম হেভি ওয়েট না 🙂
জিসান শা ইকরাম
মন্তব্য করতে এসে দেখি,ব্লগার সজীব সবচেয়ে বড় হ্যাভভী ওয়েট ব্লগার 🙂
পিলাজ দিলাম।
ব্লগার সজীব
নিজের কথা তো নিজে আর বলতে পারিনা,আপনি বললেন।ধন্যবাদ আপনাকে।
শুন্য শুন্যালয়
আমার ওয়েট হেভি এইটা ঠিক আছে, কিন্তু আপনি জানলেন কিভাবে? ;?
যেইভাবে মালকোচা মেরে শুরু করলেন তাও ধাক্কাধাক্কি করে সরাতে পারলেন না? এই বুদ্ধিতে কাজ হবেনা। বুদ্ধি আরো বাড়ান, প্রয়োজনে ডিমের সংখ্যা বাড়ান। ফাঁকা মাঠে গোল করে কাকে ইম্প্রেস করতে চান কে জানে!!
পোস্ট হেভভি, পিলাস, ++++++, (y), অসাধারন। অল্প ঘুষে এর বেশি প্রশংসা করতে পারবোনা।
ব্লগার সজীব
পোষ্ট দেখেই বুঝি কার ওজন কত 🙂 হেভি ওয়েট ওয়ালাদের আসলে এভাবে ধাক্কাধাক্কিতে কাজ হবেনা।কাতুকুতু মহৌষধ এর।তবে চামড়া মোটা হলে তাতেও কাজ হবে বলে মনে হয় না। ফাঁকা মাঠ কোথায়?মাঠ তো আপনাদের দখলে ম্যাডাম।কি ঘুষ চান বলুন আপু,প্রশংসা লাগপে আমার 🙂
লীলাবতী
দুষ্টের শিরোমণি আমাদের সজীব 🙂 এত আইডিয়া কোথায় পান আপনি?আমি তো কোন আইডিয়া পাই না।কিছু আইডিয়া দিয়েন তো আমাকে -{@
ব্লগার সজীব
আচ্ছা আইডিয়া বিতরণ প্রকল্প হতে আপনাকে কিছু আইডিয়া বিনামূল্যে পাঠিয়ে দেয়া হচ্ছে 🙂
খেয়ালী মেয়ে
অভাবী আমিও 🙁 আমারেও কিছু দিয়েন 🙂 আপনার অনেক মঙ্গল হবে 😀
ব্লগার সজীব
পরী আপু আপনাকে সব আইডিয়া দেবো,কেবল মাত্র পোলাইপাইন বলবেন না প্লীজ লাগে 🙁
খেয়ালী মেয়ে
আপনার মতো বুড়ারে পোলাপাইন বলতে আমার বয়ে গেছে :@
এবার তো দিবেন?….
ব্লগার সজীব
পোলাপাইন বলেন নি 🙂 আইডিয়া পাঠিয়ে দিচ্ছি।ইনবক্স এর দিকে নজর রাখুন।
খেয়ালী মেয়ে
উক্কেএএএএএএ….
নীতেশ বড়ুয়া
সজীব ভাই, আপনি আরো একতা ক্যাটাগরি করতে পারতেন হেভিওয়েট তালিকায়ঃ
হেভিয়েট মেম্বারঃ
১। লীলাবতী
২। লীলাবতী
৩। লীলাবতী
…লীলাবতী…লীলাবতী
এর এক ডাকে সব হেভিওয়েট ব্লগাররাও হাজিরা দেয়…
আর সব চাইতে লোওয়েট ব্লগারঃ
১। ব্লগ সঞ্চালক…ব্লগ সঞ্চালক -_- (9)
নুসরাত মৌরিন
নীতেশদা ….সুপার লাইক। (y)
ব্লগার সজীব
আপু,এমন পোষ্ট দেবো :D) \|/
নীতেশ বড়ুয়া
😀
ব্লগার সজীব
ভাল আইডিয়া দিলেন,ধন্যবাদ আপনাকে -{@
নীতেশ বড়ুয়া
(3 (3 -{@ -{@
খেয়ালী মেয়ে
আপনি দেখি হেভী ওয়েট ব্লগারগনের মাঝখানে দাঁড়াইয়া ছক্কা হাঁকায় গেলেন–এটা ঠিক না–যেখানে সেখানে ছক্কা হাঁকানো কিন্তু ভালো পোলাপাইনের লক্ষণ না 🙂 :p
ব্লগার সজীব
আপনিও হেভী ওয়েট ব্লগার,জানি জানি 🙂 আবার পোলাপাইন 🙁
খেয়ালী মেয়ে
জানি জানি, আপনি একটু অল্পই জানেন 🙂 পোলাপাইন মানুষ আর কতোই বা জানবেন 😀
ব্লগার সজীব
কার কাছে যে বিচার দেবো আমি?একজন বড় মানুষকে পোলাপাইন বলে ;( এডাম টিজিং হচ্ছে আমার সাথে,কেউ কি দেখার নেই? 🙁
খেয়ালী মেয়ে
আহারে!!!!!কেউ দেখার নাই 🙂
ব্লগার সজীব
🙁 🙁
নীলাঞ্জনা নীলা
এই বিষয়ে কিছু লিখে পোষ্ট দিয়ে এত মজা করা যায়,তা এই প্রথম জানলাম।
ব্লগার সজীব
আমি মানুষটাই যে মজার নীলাদি 🙂
নুসরাত মৌরিন
বেশ কিছুদিন সোনেলায় ছিলাম না,এখন এসে খুঁজে খুঁজে লেখা পড়ছি।সুমো কুস্তিগীরের ছবি দেখে তো ভয়ই পেয়েছিলাম।
এখন লেখার ভিতরে এসে পড়ে তো আমি হাসতে হাসতে খাট উলটে পড়ে যাওয়ার উপক্রম!!
ভাই আপনি এগুলান ক্যামনে লিখেন!!
ব্লগার সজীব
আপনিও হ্যাভি ওয়েট ব্লগার আপু।য়াপনারা শ্নেহ করেন,দোয়া করেন,একারণে লিখতে পারছি আপু -{@
নুসরাত মৌরিন
আমি যদি হেভী ওয়েট হই!! :D) তাইলে ওয়েটের আজকে থেকে আর কোনো ওয়েট নাই!! :p 😀
ব্লগার সজীব
ওয়েটের কোন ওয়েট নাই? আপনার এই কথারই তো অনেক ওয়েট 😀