১.
জ্বলা হ্যায় জিসম জঁহা দিল ভি জ্বল গায়া হোগা
পুরেদেতে হো জো আব রাখ জুসতজু ক্যা হ্যায়।
পুড়িয়ে আমার মন আর দেহ
উড়িয়ে উড়িয়ে দেখছো ছাই,
সত্যি করেই বল ত সখী
আসলে তোমার কি যে চাই?
২.
হম ভি তসলীম কি খু ডালেঙ্গে
বেনেয়াজি তেরি আদত হি সহী।
অবহেলা করাটা যদি তোমার অভ্যাসে থাকে মিশে
তবে চুমুক দেবো আমিও জেনো মানিয়ে নেবার বিষে।
৩.
ফির তেরে কুচেকো যাতা হ্যায় খেয়াল
দিল-এ গুমগশতা মগর ইয়াদ আয়া…
এ মন আবার তোমার পানেই যায় গো উড়ে বারে বারে
হারিয়ে যাওয়া তোমার স্মৃতি কেনই বা যে মনে পড়ে।
৪.
হ্যায় বস কে হর এক উনকে ইশারা মেঁ নিঁশা অওর
করতে হ্যাঁয় মুহব্বৎ তো গুজরাত হ্যাঁয় গুমাঁ অওর!
তাহার প্রতি কথার ভেতর
অন্য ভাষা মেলে,
বুঝতে পারি প্রেমের প্রকাশ
করছে নানান ছলে।
৫.
দাইয়ম পড়া হুয়া তের দর পর নহীঁ হুঁ ম্যায়
খাক এ্যায়সী জিন্দেগী পে কে পাত্থর নহীঁ হুঁ ম্যায়…
তোমার দুয়ারে আর কত কাল
পাথর হয়ে রই?
পোড়া এ জীবনে যা হবার হোক
আমি তো পাথর নই।
জবরুল আলম সুমন
সিলেট।
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আমার অনেক প্রিয় গালিবের শের ,
পড়ে আবার ভাল লাগল ।
জবরুল আলম সুমন
ধন্যবাদ হেলাল ভাই… অনুপ্রাণিত হলাম। শুভ সন্ধ্যা।
জিসান শা ইকরাম
ভাবানুবাদ সুন্দর হয়েছে
মির্জা গালীব-২ এর জন্য অপেক্ষা ।
জবরুল আলম সুমন
দাদু, চেষ্টা করবো এভাবে আরো কয়েকটি পর্ব প্রকাশ করার। শুভ সন্ধ্যা।
প্রজন্ম ৭১
গালীব ও পড়েন ? শ্রদ্ধা বেড়ে সুমন ভাই ।
জবরুল আলম সুমন
গালীব আমার খুবই প্রিয়… তাই সাহস করে ভাবানুবাদ করে ফেললাম। ধন্যবাদ আপনাকে…
হতভাগ্য কবি
খুব ভালো লাগসে 🙂
জবরুল আলম সুমন
অনুপ্রাণিত হলাম খুব… ধন্যবাদ আপনাকে।
আদিব আদ্নান
ভাবানুবাদ ভালই লাগে ,
কিন্তু কে করলেন এমন সুন্দর ভাবানুবাদ ?
জবরুল আলম সুমন
অনুবাদ পারিনা বলেই ভাবানুবাদ, যাতে কোন ভুল টুল হলে গিলে ফেলা যায়; হা হা হা। ভাবানুবাদ ভালো লেগেছে জেনে ভালো লাগলো, অনুপ্রাণিত হলাম খুব। ধন্যবাদ আপনাকে। শুভ সন্ধ্যা…
বনলতা সেন
ভালো লেগেছে ভাবানুবাদ ।
জবরুল আলম সুমন
ধন্যবাদ আপনাকে… শুভ সন্ধ্যা।
আকাশ
আমি এই প্রথম পড়লাম মির্জা গালীব । অপেক্ষায় থাকলাম ।
জবরুল আলম সুমন
পড়ার জন্য আপনাকে ধন্যবাদ… লিখছি। লেখা শেষ হলে প্রকাশ করবো। ভালো থাকুন, শুভ কামনা।